প্রায় প্রতি মাসেই পর্যটকদের ভ্রমণের দারুণ সব অফার দিয়ে থাকে IRCTC। কখনও পাহাড়ে বেড়ানোর প্যাকেজ, আবার কখনও আগ্রা ভ্রমণের একদিনের প্যাকেজের ব্যবস্থা করে ভারতীয় রেল। সম্প্রতি এরকমই এক দুর্দান্ত অফার এনেছে IRCTC। আগামী ২৭ ফেব্রুয়ারি থেকে চালু হচ্ছে নতুন প্যাকেজ। উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন পর্যটনস্থল রয়েছে এই প্যাকেজের আওতায়। প্রমিস ডে-তে প্রিয়জনকে যদি নতুন কিছু প্রতিশ্রুতি দিতে চান তাহলে এই প্যাকেজটি উপহার দিতে পারেন। এটি হতে পারে এক অনন্য প্রতিশ্রুতি। (All photo credit: pexels.com)
ফ্লাইটে উত্তরবঙ্গ
IRCTC-র এই উত্তর-পূর্ব ভারত ভ্রমণের প্যাকেজটি উত্তর ভারতে থাকা প্রবাসী বাঙালিদের কাছে একটি দুর্দান্ত অফার। দিল্লি থেকে ফ্লাইটে করে সোজা নিয়ে যাওয়া হবে বাগডোগরা বিমানবন্দরে। আর সেখান থেকেই দার্জিলিং বা কালিম্পং।
প্যাকেজের পরিষেবা

প্যাকেজের মধ্যে রয়েছে সকালের জলখাবার এবং রাতের খাবারের সুবিধা। প্যাকেজ শুরু হবে দিল্লি বিমান বন্দর থেকে। সেখান থেকে পর্যটকরা বিমানে বাগডোগরা, গ্যাংটক এবং দার্জিলিং যেতে পারবেন। প্যাকেজটি নিলে ২৭ ফেব্রুয়ারি, ২১ মার্চ এবং ২৮ মার্চ তারিখগুলিতে উত্তর-পূর্ব ভারত ভ্রমণ করতে পারবেন। এই প্যাকেজের মাধ্যমে আপনি সব জায়গায় হোটেলে রাত্রি যাপনের সুবিধাও পাবেন। পাশাপাশি, গন্তব্য স্থানে যেতে নন-এসি বাসের সুবিধা পাবেন।
ট্যুর প্যাকেজের মূল্য

এটি ৬ দিন এবং ৫ রাতের প্যাকেজ। এর জন্য একা ভ্রমণের ক্ষেত্রে জনপ্রতি খরচ হবে ৫০,২০০ টাকা, দুই জনের জন্য জনপ্রতি খরচ ৪০,৪০০ টাকা এবং তিনজনের ভ্রমণের জন্য জনপ্রতি ৩৯,৪০০ টাকা দিতে হবে। ভ্রমণ প্যাকেজ সম্পর্কে আরও জানতে এবং বুক করতে যাত্রীরা IRCTC-এর অফিশিয়াল ওয়েবসাইট www.irctctourism.com চেক করতে পারেন।