Christmas: এই গ্রামেই আছে সান্তাক্লজের বাড়ি, এখানে ছোটরা সারা বছর তার সঙ্গে দেখা করতে পারে

Spread the love


দোরগোড়ায় বড়দিন। গোটা বিশ্বজুড়ে উৎসব পালনের প্রস্তুতি চলছে ব্যাপকভাবে। বড়দিন প্রভু যিশুর জন্মদিন। আর ছোটোদের কাছে এই উৎসব হল উপহার পাওয়ার জিনিস। তাদের জন্য উপহার নিয়ে আসে এক লাল জামা, টুপি পরা এক গোলগাল বুড়ো দাদু। তার নাম সান্তা ক্লজ। বল্গা হরিণের স্লেজ গাড়ি চড়ে সে আসে। তা সান্তা বুড়োর বাসাটি কোথায় জানেন? ফিনল্যান্ডের এক গ্রামে থাকেন তিনি। সেই গ্রামে ছোটোরা সরাসরি সান্তা ক্লজের সঙ্গে দেখা করতে পারে। (All photo credit: pexels.com)

​সান্তা ক্লজের গ্রাম রোভানিমি

ফিনল্যান্ডের ল্যাপল্যান্ড এলাকার রোভানিমি গ্রামে থাকে সান্তা ক্লজ। গ্রামটি সবসময় বরফে ঢাকা থাকে। এই গ্রাম সরকারিভাবে সান্তা ক্লজের গ্রামের মর্যাদা পেয়েছে। এখানে তারা সারা বছর ছোটোদের জন্য উপহার প্যাক করে। প্রতি বছর সারা বিশ্বের শিশুরা এখানে সান্তা ক্লজের সঙ্গে দেখা করতে যায়।

​এখান থেকেই সূচনা হয় উৎসবের

সান্তা ক্লজের গ্রামে বড়দিনের উৎসব পালন শুরু হয় ২৩ ডিসেম্বর থেকেই৷ ‘সান্তা ইজ অন হিজ ওয়ে’ নামের এক অনুষ্ঠান দিয়ে উৎসবের সূচনা হয়৷ এই দিন সান্তা ক্লজ লোকজনের সঙ্গে দেখা করতে বের হয়৷ তারপরেই সূচনা হয় বড়দিনের উৎসবের। সান্তা ক্লজের এই গ্রাম সবসময় ঝলমলে ও উজ্জ্বল থাকে৷ এখানে সবাই খুব চনমনে ও উচ্ছ্বল, একঘেয়েমির প্রশ্নই নেই। এখানে বেশ কয়েকটি দুর্দান্ত ক্যাফে এবং রেস্তোরাঁ রয়েছে৷ এখানকার বিশেষ স্থানটি হল গ্রামের পোস্ট অফিসটি৷

​চিঠির জবাব দেওয়া হয়

সান্তা ক্লজের এই গ্রামের সর্বত্র চিঠি এবং খেলনা দেখতে পাওয়া যায়। মজার বিষয় হল, সান্তা ক্লজ নিজে প্রাপ্ত চিঠিগুলি পড়ে তার উত্তর দেন৷ এবং শিশু ও বড়দের উপহার পাঠান। প্রকৃতপক্ষে, সারা বছরে সান্তার দুটিই কাজ৷ প্রথম হল চিঠি পড়ে উত্তর দেওয়া৷ এবং দ্বিতীয়টি হল শিশুদের জন্য পাঠানো খেলনা ওয়ার্কশপের যত্ন নেওয়া।

আরও পড়ুন: শহর জুড়ে শুরু হচ্ছে Christmas কার্নিভাল, আজই বেরিয়ে পড়ুন খুদেদের নিয়ে, নইলে কিন্তু সুযোগ মিস করবেন

​ফিনল্যান্ডের দর্শনীয় স্থান

ফিনল্যান্ডে যাওয়ার পরিকল্পনা করে থাকলে, সেখানকার নর্দান লাইটস্, সান্তা ক্লজ ভিলেজ, হেলসিঙ্কি, লেভি, তুর্কু, পারভু, স্যাভোনলিনার মতো জায়গাগুলি ঘুরে দেখতে পারেন।

আরও পড়ুন: ক্রিসমাসে স্বপরিবারে এই মলগুলিতে যান, ছোটদের খেলার জন্য এখানে আছে দারুণ অপশন



Source link