তবে সমুদ্রের পাড়ে হই হুল্লোড় দলের মধ্যে সাধারণ পারিবারিক সদস্য কিংবা পুরুষ পর্যটকদের ভিড় বেশি দেখা যায়। শুধুমাত্র মহিলাদের ভিড় তুলনামূলক কমই নজরে আসে। হয়তো বেশিরভাগ মহিলা পর্যটকদের ধারণা যে, সমুদ্র সৈকত তাঁদের জন্য নিরাপদ নয়। আর সেই কারণেই হয়তো মহিলা পর্যটকরা সমুদ্রের তুলনায় পাহাড়কে বেছে নেন। সমীক্ষা অন্তত তাই বলছে। তা আমাদের দেশে যে বেশ কিছু নিরাপদ সমুদ্র সৈকত রয়েছে তা মহিলা পর্যটকরা জানেন কি? না জানলে এই নিবন্ধটি পড়ুন। তাহলে আগামী সোলো ট্রিপ বা গার্লস্ গ্যাং ট্যুরটা সমুদ্রের ধারে সেরে ফেলতে পারেন। (All phtoto credit: pexels.com)
পাড়ুবিদ্রি সমুদ্র সৈকত
পাড়ুবিদ্রি সমুদ্র সৈকত কর্ণাটকের একটি খুব সুন্দর এবং জলপ্রিয় সমুদ্র সৈকত। দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা এখানে ছুটি কাটাতে চলে আসেন। আর প্রায় সারা বছরই এখানে পর্যটকদের ভিড় থাকে। এই ‘ব্লু ট্যাগ’ সমুদ্র সৈকতটি যেমন পরিষ্কার পরিচ্ছন্ন তেমনই নিরাপদ। সৈকত ছাড়াও পাড়ুবিদ্রির আশপাশে ঘুরে দেখতে পারেন পুকোট লেক, কাপ্পাড ব্যাকওয়াটার্স এবং কদালুন্ডি পাখির অভয়ারণ্য।
গোল্ডেন বিচ

ওড়িশার সমুদ্র সৈকত বলতে প্রথমেই মনে আসে পুরির নাম। হ্যাঁ, এই সৈকত বেশ নিরাপদ। এই বিচেরই আরেক নাম গোল্ডেন বিচ। মহিলা, পুরুষ, শিশু, বৃদ্ধ নির্বিশেষে এখানে নিশ্চিন্তে ঘুরে বেড়াতে পারেন। বঙ্গোপসাগরের উপকূলে হওয়ায় এখানে প্রতি বছর লক্ষ লক্ষ দেশি বিদেশি পর্যটক এখানে বেড়াতে আসেন। এটি ওড়িশার জন্য একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য। এবং বাঙালিদের সবচেয়ে প্রিয় ভ্রমণস্থল।
ইডেন বিচ

পন্ডিচেরিতে রয়েছে এক ডজনেরও বেশি সুন্দর সৈকত। আর সেই সব সৈকতের কথা উঠলে উঠে আসে ইডেন বিচের নাম। সৌন্দর্যের দিক দিয়ে এই সৈকত যেমন শীর্ষে রয়েছে তেমনই এটি মহিলাদের জন্য নিরাপদ। এটিও ব্লু ট্যাগ সার্টিফাইড। এমন পরিস্থিতিতে, কেউ যদি আগামী দিনে কোনও সুন্দর অথচ নিরাপদ বিচে বান্ধবীদের আনন্দ করতে চান তাহলে এখানে যেতে পারেন।
কাপ্পাড় সৈকত

কেরলের কাপ্পাড় সৈকতের সৌন্দর্যের কোনও তুলনা হয় না। তার সঙ্গেই পাল্লা দিতে পারে এখানকার নিরাপত্তা। অনেকেই এই সৈকতকে দেশের সবচেয়ে নিরাপদ সৈকত বলে থাকেন। এই সৈকতটিও নীল ট্যাগ প্রাপ্ত। কাপ্পাড বিচে ওয়াটার স্পোর্টস্-এর কোনও তুলনা হয় না।
ভারতের অন্যান্য নিরাপদ সৈকত

এই চারটি সৈকত ছাড়াও আমাদের দেশে আরও বেশ কয়েকটি নিরাপদ সমুদ্র সকত রয়েছে। এসব জায়গায় মহিলারা বিন্দাস ঘুরতে পারেন। তালিকায় রযেছে দিউ-এর ঘোঘলা বিচ, গুজরাটের শিবরাজপুর সমুদ্র সৈকত, অন্ধ্র প্রদেশের রুশিকোন্ডা সমুদ্র সৈকত এবং আন্দামান ও নিকোবরের রাধানগর সমুদ্র সৈকত।