১৩ বছর পরে আবার ‘অবতার’, ছবির আন্ডারওয়াটার শ্যুটিং হয়েছিল এখানে

Spread the love


প্রথমে তারা ছিল মহাশূন্যে। আর এবার মহাসমুদ্রে। কথা হচ্ছে জেমস্ ক্যামেরনের অবতারদের নিয়ে। ১৩ বছর কেটে যাওয়ার পরেও কথা রেখেছেন পরিচালক। বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে অবতার ছবির দ্বিতীয় পর্ব। প্রথম ছবিতে মহাশূন্য বোঝাতে গিয়ে গোটা ছবির শ্যুটিংই হয়েছিল স্টুডিওতে। বাকিটা সম্পূর্ণ করেছিল ভিডিও গ্রাফিক্স। দুই নম্বর ছবির শ্যুটিংও অবশ্য স্টুডিওতে হয়েছে। কিন্তু মহাসমুদ্র দেখানোর জন্য আউটডোর শ্যুটিং-ও করতে হয়েছে। আর সেসব হয়েছে আমেরিকার বিভিন্ন উপকূলে। তা কোন কোন স্থানে এই ছবির শ্যুটিং হয়েছিল জানেন কি? (All photo credit: pexels.com)

​আমেরিকায় শ্যুটিং

অবতার ২ ছবির শ্যুটিং হয়েছে ক্যালিফোর্নিয়া, ওয়েলিংটন এবং নিউজিল্যান্ডের উত্তর দ্বীপে। ছবিটির বিভিন্ন দৃশ্য টুকরো টুকরো করে সংগ্রহ করা হয়েছে এইসব স্থান থেকে। যদিও ২০২০ সালে করোনার কারণে ছবির শ্যুটিং দীর্ঘ বিরতিতে ছিল। তখন আউটডোর শ্যুটিং বন্ধ ছিল।

​বিহাইন্ড দ্য সিন

কালিফোর্নিয়ার শ্যুটিং হয়েছে ম্যানহেটন বিচ। এখানকার সমুদ্রের নীচের বিভিন্ন দৃশ্য ছবিতে দেখানো হয়েছে। ম্যানহেটন ক্যালিফোর্নিয়ার বৃহত্তম সৈকতগুলির মধ্যে একটি। তাছাড়া এটি স্থান রাজ্যের প্রধান পর্যটন স্থল হিসেবেও জনপ্রিয়।

ছবি তৈরির সময় শ্যুটিং-এর জন্য ম্যানহেটন সমুদ্র সৈকতে ১৫টি সাউন্ড স্টেজ এবং মিডিয়া সেন্টার সেট করা হয়েছিল। শ্যুটিং-এর কারণে এই স্থানের প্রতি পর্যটকদের আকর্ষণ আরও বেড়েছে। তবে শ্যুটিং-এর আগেও এই স্থান অত্যন্ত জনপ্রিয় ছিল এখানকার ব্রাঞ্চ ক্যাফে, পাব এবং রেস্তোরাঁগুলির জন্য। ক্রিসমাস এবং নতুন বছরে এখানকার পরিবেশ আরও জমকালো হয়ে উঠত।

​ওয়েলিংটনে শ্যুটিং

নিউজিল্যান্ডের ক্যাপিটাল সিটি ওয়েলিংটনেও ছবির শুটিং হয়েছিল। প্রোডাকশন টিম শ্যুটের জন্য এখানকার ১ নম্বর স্টোন স্ট্রিটের স্ট্রিট স্টুডিও ব্যবহার করেছিল।

​নিউজিল্যান্ডের দ্বীপে…

অবতার ছবির কিছু অংশের শ্যুটি হয়েছিল নিউজিল্যান্ডের উত্তর দ্বীপেও। এই জায়গাটি অবস্থিত অকল্যান্ডে। এখানকার সৌন্দর্য দেখে পর্যটকরা মুগ্ধ হযে যান।



Source link