হানিমুন কাপলদের জন্য দুঃসংবাদ, বালিতে আর স্কুটি ভাড়া পাবেন না, শহর ঘুরতে হতে পারে পায়ে হেঁটে

Spread the love


ইন্দোনেশিয়ার রাজধানী এবং একটি সুন্দর দ্বীপ হল বালি। সারা বছরই এখানে পর্যটকদের আনাগোনা লেগে থাকে। বছরে কয়েক লক্ষ মানুষ এই দ্বীপে ভিড় জমান। হানিমুন কাপলদের কাছে এটি দারুণ জনপ্রিয় একটি পর্যটন স্থল। শুধু তাই নয়, অন্যান্য বিদেশি পর্যটন স্থলগুলির তুলনায় অনেকটাই কম খরচে বালি ঘুরতে পারেন ভারতীয় পর্যটকরা। মোটামুটি ৫ থেকে ৬ দিন হাতে থাকলে বালি ঘুরে নেওয়া যায় অনায়াসে।
বালিতে বেড়াতে গিয়ে অনেকেই পায়ে হেঁটে শহর দেখেন। দলবেঁধে ভ্রমণের পরিকল্পনা থাকলে পায়ে হেঁটে ঘোরাই যায়। কিন্তু হানিমুন বা রোম্যান্টিক হলিডে করতে গিয়ে পায়ে হেঁটে শহর ঘোরাটা একটু ঝক্কির ব্যাপার। পর্যটকদের সুবিধার কথা ভেবেই এখানে এতদিন চালু ছিল বাইক বা স্কুটির পরিষেবা। এগুলি ভাড়া নিয়ে শহর ঘুরে বেড়াতেন পর্যটকরা। কিন্তু সম্প্রতি সেদেশে মোটরবাইক ভাড়া দেওয়া নিষিদ্ধ ঘোষণা করেছে ইন্দোনেশিয়ার সরকার। অভিযোগ, পর্যটকরা এখানে ট্র্যাফিকের নিয়ম সবচেয়ে বেশি ভঙ্গ করেন। এই কারণেই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। (Photo credit: istock.com)

ট্র্যাফিক বিধি লঙ্ঘনএর আগে বাইক ভাড়া করে পর্যটকরা বালি ঘুরে বেড়াতেন। এখন আর তা হবে না। এখানকার ট্র্যাফিকের নিয়মগুলির বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। এবং নতুন বিধি অনুসারে, ভ্রমণের জন্য নিষিদ্ধ করা হযেছে বাইক। আসলে প্রতি বছর লক্ষ লক্ষ বিদেশি পর্যটক বালিতে বেড়াতে যান। এঁদের মধ্যে একটা বড় অংশ বাইক ভাড়া করে শহর ঘোরেন। আসলে গাড়ি বা ক্যাব ভাড়া করে শহর বেড়োনোর চাইতে বাইকে ভ্রমণ তুলনামূলক সস্তা। এবং এই সব বিদেশি পর্যটকরা ক্রমাগত ট্র্যাফিক বিধি লঙ্ঘন করছিলেন। এই নতুন নিয়ম জারি করে এই ধরনের পর্যটকদের গতি বেঁধে দিয়ে ইন্দোনেশিয়ার সরকার। (photo credit: unsplash.com)

সরকারি ফরমান

সরকারি ফরমান

বালির পর্যটকদের মধ্যে স্থানীয় নিয়ম ভঙ্গে প্রবণতা প্রবল। প্রশাসনের দাবি, হেলমেট এবং শার্ট না পরেই পর্যটকরা বাইক চেপে শহর ঘুরে বেড়ান। নিয়ম ভঙ্গকারীদের তালিকাটা নেহাত কম নয়। নতুন নিয়ম অনুযায়ী, এবার থেকে পর্যটকরা শুধুমাত্র পর্যটন সংস্থাগুলির কাছে থেকেই বাইক ভাড়া নিতে পারবেন। এবং নিয়মভঙ্গ হলে পর্যটন সংস্থাগুলি দায়ি থাকবে। প্রশাসনের বার্তা, বেড়াতে এসে পর্যটকের মতো ব্যবহার করুন। অযথা অপরাধী হয়ে উঠবেন না। (photo credit: unsplash.com)

ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে ১৭০ জন বিদেশি পর্যটক নিয়ম ভেঙেছেন

ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে ১৭০ জন বিদেশি পর্যটক নিয়ম ভেঙেছেন

হিসাব বলছে, ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে, ১৭০ জন বিদেশি পর্যটক ট্র্যাফিক বিধি ভঙ্গ করেছেন। মদ্যপান করে বাইক চালানো, অতিরিক্ত গতিতে বাইক চালানো, নকল লাইসেন্স নিয়ে বাইক চালানোর মতো একাধিক মামলায় করা হয়েছে এঁদের বিরুদ্ধে। বালির অর্থনীতি মূলত পর্যটকদের উপর নির্ভরশীল। বিশ্বজুড়ে পর্যটকরা এখানে ছুটি কাটাতে যান। (photo credit: unsplash.com)

সবচেয়ে সুন্দর দ্বীপ বালি

সবচেয়ে সুন্দর দ্বীপ বালি

এশিয়ার সবচেয়ে সুন্দর দ্বীপগুলির মধ্যে অন্যতম হল ইন্দোনেশিয়ার রাজধানী বালি। মালদ্বীপের থেকেও বালি দ্বীপ হানিমুন কাপলদের কাছে বেশি জনপ্রিয়। নীল সমুদ্র এবং সোনালি বালির মধ্যে নির্মিত এই দ্বীপটি পর্যটকদের মন্ত্রমুগ্ধ করে। মালদ্বীপের মতো এখানকার ওয়াটার স্পোর্টস্-গুলিও দারুণ বিখ্যাত। (photo credit: unsplash.com)



Source link