হিমালয়ের কোলে অবস্থিত সিকিম রাজ্যটি স্বপ্নের মতো সুন্দর। এর প্রতিটি অংশ আপনাকে মুগ্ধ করবে। তবে সিকিম বলতে সকলেই মূলত বোঝেন গ্যাংটক, পেলিং, ছাঙ্গু, নাথুলা, জিরো পয়েন্টের কথা। কিন্তু এগুলি ছাড়াও সিকিমে রয়েছে বেশ কয়েকটি সুন্দর সুন্দর গ্রাম। সেখানে একবার পা রাখলে আর বাড়ি ফিরতে ইচ্ছে করবে না। সেই গ্রামগুলিকে দূর থেকে দেখলে মনে হয় যেন পোস্ট কার্ডে আঁকা ছবি। যাঁরা অবসরযাপনের জন্য নতুন নতুন জায়গা খোঁজেন তাঁদের এই গ্রামগুলি ভালো লাগবে। (photo credit: pexels.com)
লাচেন (উত্তর সিকিম)
উত্তর সিকিমের ছবির মতো সুন্দর গ্রাম লাচেন হিমালয়ের ঠিক কোলে অবস্থিত। সিকিমের সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্থলগুলির মধ্যে এটি অন্যতম। যাঁরা নিরিবিলি ভালোবাসেন, প্রকৃতির কোলে বসেই ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে যেতে পারেন তাঁদের এই গ্রামটি ভালো লাগবেই। লাচেনের আঁকাবাঁকা পাহাড়ি রাস্তাগুলি প্রার্থনার পতাকা দ্বারা সজ্জিত সবুজ পাহাড়ি গাছপালায় আচ্ছাদিত। আর এই গাছের ফাঁকে ফাঁকেই রয়েছে ছোটো ছোটো পাহাড়িয়া কাঠের বাংলো বাড়ি। কটা দিন এই বাংলোগুলিতে থেকে দেখুন। মন শান্ত হয়ে যাবে। লাচেনের খুব কাছেই রয়েছে কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান এবং রডোডেনড্রন অভয়ারণ্য। অবসর থেকে অবসর নিয়ে সেখান থেকে ঘুরে আসতে পারেন। এছাড়াও এই শান্ত গ্রামে রয়েছে লাচেন মঠ, থাঙ্গু উপত্যকা, সো লামো লেক, লোনাক উপত্যকা এবং গ্রিন লেকের মতো সুন্দর সুন্দর দর্শনীয় স্থান। (photo credit: pexels.com)
লাচুং (উত্তর সিকিম)

সিকিমের লাচুং-কে অনেকেই ভারতের মিনি সুউজারল্যান্ড বলে থাকেন। খুব ভুল হয়তো বলেন না। কারণ এখানকার সৌন্দর্য সুইজারল্যান্ডের থেকে কম কিছু নয়। এখানকার ইউমথাং উপত্যকাটি আদতে একটি ফুলের উপত্যকা। রোডোডেনড্রন ফুলে এই উপত্যকা ছেয়ে রয়েছে। উপত্যকার যে কোনও চারণভূমি ফুটে থাকে থোকা থোকা রডোডেনড্রন ফুল। ফুল ও সবুজ গাছপালা ছাড়াও লাচুং-এ রয়েছে অসংখ্য ফলের বাগান এবং হিমবাহ নদী। লাচুং বেড়াতে যেতে চাইলে মার্চ থেকে মে মাসের মধ্যে প্ল্যান করে ফেলুন। এটাই এখানকার সেরা সময়। (photo credit: wikimedia commons.com)
দারাপ (পশ্চিম সিকিম)

পশ্চিম সিকিমের পেলিং থেকে মাত্র আট কিলোমিটার দূরে অবস্থিত দারাপ গ্রাম। এটিকে পৃথিবী প্রকৃত স্বর্গ বললেও কম বলা হয়। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ১৬০০ মিটার উচ্চতায় অবস্থিত দারাপের সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ৫ হয়ে যায়।সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি পর্যন্ত। পর্যটন স্থল হিসেবে অপূর্ব সুন্দর এই গ্রামের সঙ্গে পরিচিতি পেয়েছে সম্প্রতি। ক্রমশ পর্যটকদের আতিথেয়তার জন্য প্রস্তুত হচ্ছে দারাপ। এখানকার আদি বাসিন্দাদের বলা হয় লিম্বু। যুগ যুগ ধরে তাঁরা তাঁদের সমৃদ্ধ সংস্কৃতি এবং ঐতিহ্যকে এখানে সংরক্ষণ করে আসছেন। দারাপ গ্রামে অবসর যাপন ছাড়াও ট্রেকিং, গ্রামের ঐতিহ্যবাহী বাসভবন পরিদর্শন, হস্তশিল্প, পাখি এবং কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যানের গুহা পরিদর্শন করতে পারেন পর্যটকরা। (photo credit: wikimedia commons.com)
আপনি কি জানেন দিনের চেয়ে রাতে কেন ট্রেন সবচেয়ে বেশি গতিতে দৌড়োয়? এর কারণ জানলে অবাক হবেন আপনিই
কালুক (পশ্চিম সিকিম)

কালুককে সিকিমের সবচেয়ে সুন্দর গ্রামগুলির মধ্যে একটি হিসেবে মনে করা হয়। এখান থেকে মাউন্ট কাঞ্চনজঙ্ঘাকে পরিষ্কারভাবে দেখতে পাওয়া যায়। রিনচেনপং থেকে মাত্র দুই কিলোমিটার দূরে কালুক অবস্থিত।সমুদ্র পৃষ্ঠ থেকে কালুকের উচ্চতা প্রায় ৫৩০০ ফিট (১৬২০ মিটার)। গুরুং মঠ, রিনচেনপং মনাস্ট্রি এবং বিভিন্ন হেরিটেজ হাউস এখানকার দর্শণীয় স্থান। (photo credit: pexels.com)