আজকের মোবাইল ফোনগুলিকে যদি বলা হয় স্মার্ট ফোন, তাহলে আগে আমরা যে মোবাইল ফোনগুলি ব্যবহার করতাম সেগুলি ছিল আনস্মার্ট। আর সেই আনস্মার্ট ফোনে ছবি তোলার বালাই ছিল না। তারপর যত দিন গেল মোবাইল ফোন স্মার্ট হতে শুরু করল। একটি ফোনে কল করা ছাড়াও স্টিল ক্যামেরা, ভিডিও ক্যামেরা সবই, এডিটিং, ফিল্টার সবই হয়। আজকের প্রজন্ম ফোনে কথা বলার জন্য স্মার্ট ফোন কেনে না, কেনে তার ক্যামেরার কোয়ালিটি দেখে। যে মোবাইলে যত ভালো ছবি তোলা যায় সেই মোবাইলের চাহিদা ততই বেশি। আসলে সকাল বিকাল ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার হুজুগে মাতোয়ারা সকলে। কোনও মনোরম স্থানে গিয়ে সেলফি তুলে পোস্ট না করলে নাকি মজা আসে না।
নিজের ব্যক্তিগত মুহূর্ত হোক বা সামাজিক চিত্র মোবাইল ফোনে ধরা দিতে হবেই। আর তাতে থাকতে হবে নিজের মুখটি। সোশাল মিডিয়ায় সেলফির ছড়াছড়ি। সেলফির নেশার মাতোয়ারা লোকজন এমন সব মারাত্মক স্থানে গিয়ে ছবি তোলেন যে দেখে আঁতকে ওঠেন অনেকে। মাঝে মধ্যে অবস্থা এতটাই বাড়াবাড়ি হয়ে ওঠে যে প্রশাসনই পদক্ষেপ নিতে বাধ্য হয়। এরকমই আমাদের দেশে এমন কিছু স্থান রয়েছে যেখানে গিয়ে সেলফি তুললে জরিমানা হতে পারে। অনেকেই এই খোঁজ বিশেষ রাখেন না। তবে সেই খোঁজ রাখা দরকার। (All photo credit: pexels.com)
নিজের ব্যক্তিগত মুহূর্ত হোক বা সামাজিক চিত্র মোবাইল ফোনে ধরা দিতে হবেই। আর তাতে থাকতে হবে নিজের মুখটি। সোশাল মিডিয়ায় সেলফির ছড়াছড়ি। সেলফির নেশার মাতোয়ারা লোকজন এমন সব মারাত্মক স্থানে গিয়ে ছবি তোলেন যে দেখে আঁতকে ওঠেন অনেকে। মাঝে মধ্যে অবস্থা এতটাই বাড়াবাড়ি হয়ে ওঠে যে প্রশাসনই পদক্ষেপ নিতে বাধ্য হয়। এরকমই আমাদের দেশে এমন কিছু স্থান রয়েছে যেখানে গিয়ে সেলফি তুললে জরিমানা হতে পারে। অনেকেই এই খোঁজ বিশেষ রাখেন না। তবে সেই খোঁজ রাখা দরকার। (All photo credit: pexels.com)
রেলপথে সেলফি তোলা
ভারতে রেলওয়ে ট্র্যাকে সেলফি তুললে সোজা জেলে হতে পারে। সেলফি তোলার সময় অসাবধানতা বশতঃ প্রায়ই দুর্ঘটনা ঘটে। একাধিকবার প্রাণহানি পর্যন্ত হয়েছে। এই সব কারণে রেলপথে সেলফি তোলা নিষিদ্ধ করা হয়েছে।
কুম্ভ মেলা

ভারতের সবচেয়ে বিখ্যাত মেলা হল কুম্ভ মেলা। এই মেলায় যোগ দিতে ভিড় জমান হাজার হাজার মানুষ। ভক্তদের নিরাপত্তার কথা মাথায় রেখে কুম্ভ মেলায় সেলফি তোলা নিষিদ্ধ।
লোটাস টেম্পল

সেলফি তোলার নিষেধাজ্ঞা রয়েছে দেশের আরও অনেক স্থানে। উদাহরণস্বরূপ, দিল্লির লোটাস টেম্পলটির নাম করা যায়। মন্দিরের বাইরের অঞ্চলে ছবি তুলতে কেউ নিষেধ না করলেও, প্রার্থনাস্থলের ভিতরে সেলফি তোলার অনুমতি নেই।
গোয়া

তালিকায়রয়েছে গোয়ার নামও। নামটা পড়ে নিশ্চয়ই অবাক লাগছে। তবে কথা সত্যি। আসলে গোয়ার পাথুরে অঞ্চল এবং সমুদ্র অঞ্চলে সেলফি তুললে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থেকে যায়। গোয়ার অনেক বিচে আবার ছবি তোলাও নিষিদ্ধ।