সঙ্গীকে নিয়ে দুবাই বেড়াতে গিয়ে এই ৬টি কাজ ভুলেও করবেন না, করলে জেল হতে পারে

Spread the love


কথায় বলে, দুবাইয়ের রোদ-দূর। মানে এমন রোদ্দুর উঠবে যে শহর থেকে দূর দূর করে তাড়িয়ে দেবে। রোদের এক একটা ঝলক যেন এক একটা চাবুক। চামড়া ফুঁড়ে রক্ত শুষে নেয়। সেখানে গায়ে তেল মেখে রাস্তায় বেরোলে নিশ্চিত “হিউম্যান তন্দুরি” হয়ে বাড়ি ঢুকবেন। কিন্তু জানেন কি প্রকৃতির সঙ্গে চ্যালেঞ্জ করে দুবাইবাসী এবং পর্যটকদের জন্য শহরের মধ্যে শীতলতম স্থান তৈরি করে ফেলেছে স্থানীয় প্রশাসন? দুবাই এয়ারকন্ডিশনড্ এয়ারপোর্ট থেকে এয়ারকন্ডিশনড্ গাড়ি আপনাকে নিয়ে যাবে এয়ারকন্ডিশনড্ হোটেলে। আপনার গায়ে দুবাইয়ের রোদের ছ্যাঁকা লাগতেই দেবে না পর্যটন সংস্থাগুলি। এত সুবিধা যখন পাচ্ছেন, তখন সেদেশের নিয়ম কানুন মেনে চলতে হবে আপনাকে। আর এই ব্যাপারে দুবাই প্রশাসন দারুণ কড়া। তাই সঙ্গীকে সঙ্গে নিয়ে দুবাই বেড়াতে গেলে এই কয়েকটি নিয়ম একেবারেই অমান্য করবেন না। না হলে জেল হতে পারে। আর দুবাইয়ে জেল হলে যে কতটা জেরবার হতে হবে তা নিশ্চয়ই আন্দাজ করতে পারেন।

দুবাইতে যে কাজগুলি করা আইন বিরুদ্ধ, সেগুলি সম্পর্কে একবার জেনে নেওয়া ভালো। (All photo credit: pexels.com)

বাঁ হাতে কাউকে শুভেচ্ছা জানাবেন না

দুবাইয়ে বেড়াতে গিয়ে হাত ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকুন। আর যাই করুন বাঁ হাত ব্যবহার করবে না। যেমন খাবার খেতে, কাউকে অভ্যর্থনা জানাতে, দরজা খোলার জন্য, কাউকে কিছু জিনিস বা খাবার দিতে, কাউকে শুভেচ্ছা জানাতে বাঁ হাত একেবারেই ব্যবহার করবেন না। আসলে আমাদের দেশের মতো দুবাইতেও বাঁ হাত ব্যবহার অসম্মানজনক। টয়লেট, টয়লেট পেপার, ফ্লাশিং ইত্যাদির ক্ষেত্রে আমাদের দেশের মতো দুবাইতেও বাঁ হাত ব্যবহার করা হয়। সুতরাং বুঝতেই পারছেন।

জনসমক্ষে ঘনিষ্ঠ হবেন না

জনসমক্ষে ঘনিষ্ঠ হবেন না

আমাদের দেশের মতো দুবাইও যথেষ্ট রক্ষণশীল দেশ। সেখানেও জনসমক্ষে ঘনিষ্ঠভাবে হাত ধরা, আলিঙ্গন এবং চুম্বন করা সামাজিকভাবে অগ্রহণযোগ্য বলে বিবেচিত হয়। এই ধরনের কাজে লিপ্ত হলে জেলে যেতে পারেন। অনেক বিদেশিই এই ধরনের ফল ভোগ করেছেন। এমনকি পথে ঘাটে বেশি ক্যাসুয়াল হওয়ারও চেষ্টা করবেন না। দুবাইতে উচ্চস্বরে গান করা বা বাজনা বাজানো, প্রকাশ্যে নাচ, অযথা চেঁচামেচি, অতিরিক্ত ঘনিষ্ঠতা স্থানীয়রা ভালোভাবে দেখেন না।

অনুপযুক্ত পোশাক না

অনুপযুক্ত পোশাক না

দুবাইয়ের শপিং মল, বাজার, সমুদ্র সৈকত, থিয়েটার, মসজিদ ইত্যাদি সমস্ত পাবলিক এলাকায় মহিলাদের শালীন পোশাক পরা আবিশ্যিক৷ এমনিতে দুবাই ফ্যাশনেবল পোশাকের কেন্দ্র হলেও, সেখানে ছোটো, আঁটসাঁট, শরীরের অংশ প্রদর্শনকারী পোশাক পরার অনুমতি নেই৷ সেখানে ঢিলেঢালা শালীন পোশাক বাঞ্ছনীয়। তাছাড়া দুবাইয়ের গরম এবং শুষ্ক আবহাওয়ায় এধরনের পোশাক আরামদায়ক। মহিলারা ওড়না বা স্কার্ফ ব্যবহার করলে ভালো।

জনসমক্ষে কটূক্তি করবেন না

জনসমক্ষে কটূক্তি করবেন না

দুবাইয়ে থাকার সময় ভাষার প্রতি অত্যন্ত সতর্ক থাকতে হবে। বিশেষ করে জনসমক্ষে বা স্থানীয়দের সঙ্গে কথা বলার সময় অশ্লীল ভাষার ব্যবহার নিয়ন্ত্রণ করুন। এবং দুবাই সফরের সময় সমস্ত অপবাদ, কটূ শব্দ এবং অশ্লীলতা একেবারে ভুলে যান। এছাড়াও, ইসলাম বা মুসলমানদের প্রতি অবমাননাকর কোনও মন্তব্য করা থেকে বিরত থাকুন। দুবাইতে এটি একটি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হয়। এর জন্য জেল হবেই।

অনুমতি ছাড়া ছবি তুলবেন না

অনুমতি ছাড়া ছবি তুলবেন না

দুবাইয়ে গিয়ে কারও অনুমতি ছাড়া একেবারেই ছবি তুলতে যাবেন না। দুবাইয়ের প্রাকৃতিক এবং নাগরিক সৌন্দর্য ছবি তোলার জন্য প্রলুব্ধ করতে পারে। তবে দুবাইতে ছবি ক্লিক করার সময় অনুমতি নিয়ে নিতে হবে। এ ব্যাপারে ট্যুর গাইডদের জিজ্ঞেস করতে পারেন। এছাড়াও ছবি তোলার ক্ষেত্রে শালীনতা রাখাও প্রয়োজন।

নিজের সমস্ত ওষুধ সঙ্গে নেবেন না

নিজের সমস্ত ওষুধ সঙ্গে নেবেন না

সংযুক্ত আরব আমিরাতের একটি অত্যন্ত কঠোর অ্যান্টি-ড্রাগ নীতি রয়েছে। এর অর্থ হল, কোন কোন ওষুধ নিয়ে দুবাইতে যেতে পারবেন এবং কী কী নিয়ে যেতে পারবেন না। এমনকি অ্যান্টি-অ্যাংজাইটি ওষুধও সেদেশে অনুমোদিত নয়। বিমানবন্দরে চেকিং-এর সময় বাধা পেতে পারেন। নিয়ম ভঙ্গ করলে চার বছর পর্যন্ত জেল হতে পারে। অনুমোদিত ওষুধগুলি সম্পর্কে UAE-এর অফিশিয়াল ওয়েবসাইট দেখে নিন।



Source link