শহর জুড়ে শুরু হচ্ছে Christmas কার্নিভাল, আজই বেরিয়ে পড়ুন খুদেদের নিয়ে, নইলে কিন্তু সুযোগ মিস করবেন

Spread the love


শীত কাল মানেই আনন্দ, মজা, হুল্লোড় আর তার সঙ্গে একগুচ্ছ নানা ধরনের কাজ করার সুযোগ। বছর শেষ আর বছর শুরুর সময়টা জুড়ে কত না কিছু মানুষ করে থাকে। এই সময়টা জুড়ে ছোটদের আনন্দ হয় সবচেয়ে বেশি। সে কেক কাটা হোক, বড় দিনের উদ্‌যাপন হোক অথবা চার্চে যাওয়া। আর তার সঙ্গে তো আছেই মোজা ঝুলিয়ে রেখে রাতে ঘুমোনোর পালা আর সক্কাল সক্কাল ঘুম থেকে উঠে দেখে নেওয়া সান্তা ক্লজ ঠিক কী উপহার এনে তার ঝুলি ভরে দিল। এই সময়টা গোটা শহর সেজে উঠেছে আলোর রোশনাইতে। বাবা আর মায়ের সঙ্গে হাত ধরে যেমন আছে চার্চে চার্চে গিয়ে আনন্দ করা অথবা দল বেঁধে চড়ুইভাতি করার মজা, ঠিক তেমনই মিশে যাওয়া যায় শহরের হুল্লোড়ের সঙ্গেও। কারণ শহরের নানা প্রান্তে আয়োজন হচ্ছে বর্ষ বরনের, নিউ ইয়ারের আর ক্রিসমাসের। শহরের ঠিক কোথায় কী, এ বার চলুন, বরং সে সবই দেখে নেওয়া যাক ভাল করে।

​ক্রিসমাস কার্নিভাল, দ্য ওয়েস্টিন, রাজারহাট

শহরের বড় বড় হোটেল, রেস্তরাঁ জুড়ে এই সময়ে আনন্দের রোশনাই। সেই অনুযায়ী সব জায়গাতেই সাজানো হয় বড় বড় ক্রিসমাস ট্রি, আলো, মোমবাতি, ক্যান্ডি কেন আর হরেক রকমের উপহারে। নিউ টাউনের অ্যাকশন এরিয়া টু-তে দ্য ওয়েস্টিন রাজারহাটে আয়োজন করা হয়েছে ক্রিসমাস কার্নিভালের। সেখানে থাকছে আড্ডা, খাওয়াদাওয়া, হুল্লোড় আর জমাটি মজার সুযোগ।

​অর্কিড গার্ডেনের ক্রিসমাস কার্নিভাল

ক্রিসমাস কার্নিভালের আয়োজন করেছে তপসিয়ার অর্কিড গার্ডেনও। ক্রিসমাসের দিন সেখানে অর্কিড গার্ডেনের লেক সাইডে থাকছে নানা ধরনের আয়োজন। ফ্রি রাইড আর অ্যাক্টিভিটির মধ্যে আছে টয় ট্রেন, মেরি গো রাউন্ড, বাউন্সি স্লাইড, এরোপ্লেন, ইনফ্লেটেড বাস্কেট বল, হিট দ্য ক্যান, টস দ্য রিং, ফিড দ্য ক্লাউন, বেলুন ডার্ট, রকার রাইড, ট্যাটু, নেল আর্ট, স্যান্ড পিট, পটারি, আরও কত কী। আবার বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে জুম্বা সেশন, কনফেত্তি শাওয়ার, ক্যারেকটার ডান্স, স্প্রে জোন, কিডস প্লে এরিয়া, উডেন প্লাক, জাগলার ইত্যাদি। শুধু মাত্র শিশুদের আনন্দ দেওয়ার জন্য থাকছে পাপেট শো, পারফিউম মেকিং, কাপ কেক ডেকোরেশন, ডি আই ওয়াই নেমপ্লেট। বাচ্চারা কার্নিভালে যোগ দিলেই পপকর্ন, ক্যান্ডি ফ্লস আর রিটার্ন গিফট পাবে।

​টডলার হাউস আর টিউশন পয়েন্টের উইনটার কার্নিভাল

টডলার হাউস আর টিউশন পয়েন্ট কুষ্টিয়া অডিটোরিয়ামে আয়োজন করেছে দুই দিন ধরে ক্রিসমাস স্পেশ্যাল উইনটার কার্নিভাল। বাচ্চাদের জন্য হরেক রকম মজার মজার খেলা, আয়োজন ছাড়াও সেখানে থাকছে সারা দিন ধরে দেদার খাওয়া দাওয়া করার সুযোগ, নানা লাইফ স্টাইল গেমে অংশ নেওয়ার সুযোগ।

আরও পড়ুন: এবছর পর্যটকদের পছন্দের তালিকায় ছিল রাজ্যের এই জায়গাগুলি, আসছে বছরও ভিড় হবে এখানে

​কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল, অ্যালেন পার্ক

বড় দিনের সময়টায় গোটা পার্ক স্ট্রিট চত্বর সেজে ওঠে আলোয়। ধুমধাম করে পালিত হয় ক্রিসমাস। এই বার্ষিক ক্রিসমাস ফেস্টিভ্যাল নিয়ে উত্তেজনা থাকে তুঙ্গে। অ্যালেন পার্কও সাজানো হয় সুন্দর করে। ক্রিসমাস ক্যারল, লাইভ মিউজিক, থিম লাইটিং, স্পেশ্যাল কয়্যার পারফরমেন্স তো আছেই, তারই সঙ্গে মন ভুলিয়ে দেওয়া দারুণ সব খাবারের আয়োজন করা হয় অ্যালেন পার্কের এই কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যালে

আরও পড়ুন: ক্রিসমাসে স্বপরিবারে এই মলগুলিতে যান, ছোটদের খেলার জন্য এখানে আছে দারুণ অপশন

​বো ব্যারাক, মধ্য কলকাতা

কলকাতার লালবাজার ও বউবাজার সংলগ্ন বো ব্যারাক হল অ্যাংলো ইন্ডিয়ানদের পাড়া। এই সময়টায় এখানেও চলে দারুণ কার্নিভাল। গোটা চত্বর সেজে ওঠে আলোয়। থাকে ফুটবল টুর্নামেন্ট, প্রদর্শনী, ডান্স কম্পিটিশন, ক্রিসমাস ট্রি ডেকোরেশন, আরও কত কী। তবে এখানকার সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল বাড়ি বাড়ি হোমমেড ওয়াইন তৈরি করা। গ্রেপ ওয়াইন আর জিঞ্জার ওয়াইন তৈরি হয় প্রায় সব বাড়িতেই। বো ব্যারাকের আলো আর মানুষের ভিড়ে মিশে যেতে পারলে ক্রিসমাস হবে অন্য রকম।

আরও পড়ুন: ২৪ থেকে ২৬ ডিসেম্বর ছুটি, তুষারপাত দেখতে রাজ্যের এই ৫ জায়গায় যেতে পারেন



Source link