মার্চ মাস পড়লে আপনার অবশ্যই উত্তর পূর্ব ভারতের এই সুন্দর জায়গাগুলি ঘুরে আসা উচিত

Spread the love


মার্চ মাস আসলেই বসন্ত কালের সময়। মার্চ হল বছরের এমনই একটি মাস যখন এটি দিনের বেলায় কিছুটা গরম এবং রাতে মনোরম। বিশেষ করে আমরা যখন মার্চ মাসে পাহাড়ে বেড়াতে যাই, রাতে শীত পড়ে। মার্চ মাসে যখন কোনও সুন্দর জায়গা দেখার কথা আসে, শুধু মাত্র হিমাচল বা উত্তরাখণ্ড নয়, উত্তর পূর্ব ভারতের সুন্দর জায়গাগুলিকেও সেই তালিকার অন্তর্ভুক্ত করা হয়। উত্তর পূর্ব ভারতে এমন অনেক জায়গা আছে, যেখানে মার্চ মাসে ভ্রমণ করে আসার পর পর্যটকরা সেই জায়গাতেই পাকাপাকি ভাবে থেকে যেতে চান। এ হেন পরিস্থিতিতে আপনিও যদি মার্চ মাসে উত্তর পূর্ব ভারতে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন, তা হলে আমরা আপনাকে এমন কিছু সুন্দর এবং মনোরম স্থান সম্পর্কে বলতে চলেছি, যা আপনি নিশ্চিন্তে ঘুরে দেখতে পারেন। আসুন জেনে নেওয়া যাক সেই সব সুন্দর জায়গা সম্পর্কে। (photo credit: istock.com)

ইউমথাং উপত্যকা –

আপনি অবশ্যই এই উপত্যকার কথা অনেক বার নানা জনের কাছ থেকে শুনে দেখেছেন, তবে আপনি যদি উত্তর পূর্বের অপার সৌন্দর্য কোনও একটি মাত্র জায়গায় দেখতে চান তা হলে অবশ্যই আপনার ইউমথাং উপত্যকায় পৌঁছনো উচিত। গ্যাংটক থেকে মাত্র ১৪০ কিলো মিটার দূরে উত্তর দিকে অবস্থিত এই অত্যাশ্চর্য উপত্যকা প্রকৃতি প্রেমীদের জন্য একটি স্বর্গ বলে বিবেচনা করা হয়। এই উপত্যকাটি আর একটি কারণেও বিখ্যাত। কারণ শিংবা রডোডেনড্রন অভয়ারণ্য উপত্যকার ভিতরে রয়েছে। ইয়ুমথাং ভ্যালি ফেব্রুয়ারি মাস থেকে জুন মাস পর্যন্ত ৩০টিরও বেশি প্রজাতির ফুলের জন্যও বিখ্যাত। এই বিখ্যাত উপত্যকায় কিছু উষ্ণ প্রস্রবণও রয়েছে। এ ছাড়াও এই উপত্যকাটি তার সবুজ তৃণভূমি, উঁচু পাহাড় এবং তিস্তা নদীর জন্যও বিখ্যাত। (photo credit: wikimedia commons)

বিশ্বের এই ৬ জায়গায় মহিলাদের ভ্রমণ নিষিদ্ধ, তালিকায় রয়েছে ভারতের ২টি স্থানও, নাম শুনলে অবাক হবেন

ভালুকপং –

ভালুকপং -

আপনি নিশ্চয়ই অরুণাচল প্রদেশে এক বার নয়, বহু বার গিয়েছেন। নিদেন পক্ষে সেখানকার বেশ কিছু জায়গার নাম শুনেছেন। কিন্তু এই রাজ্যে বর্তমানে ভালুকপং-এর সৌন্দর্যের সামনে সব কিছুই যেন ফ্যাকাশে মনে হচ্ছে। কামেং নদীর তীরে অবস্থিত হওয়ায় প্রচণ্ড গরমেও ভালুকপংয়ের আবহাওয়া থাকে মনোরম। মার্চ মাসেও এখানে ঠান্ডা মনোরম বাতাস বইতে থাকে। এখানকার প্রাকৃতিক জলবায়ু আপনাকে অবশ্যই মুগ্ধ করতে পারবে। এ ক্ষেত্রে জেনে নেওয়া প্রয়োজন যে, ভালুকপং বোমডিলা থেকে প্রায় ১০০ কিলো মিটার এবং তেজপুর থেকে ৫২ কিলো মিটার দূরে অবস্থিত। (photo credit: wikimedia commons)

কালিম্পং –

কালিম্পং -

উত্তর পূর্ব ভারতে ভ্রমণের কথা বলতে গেলে আমরা অবশ্যই সেই তালিকাই দার্জিলিং শহরের নাম নিই। অথচ দার্জিলিং থেকে খুব অল্পই দূরে অবস্থিত কালিম্পং-এর মতো সুন্দর জায়গাটির কথা বেবাক ভুলে যাই। আপনি কি জানেন কালিম্পং দার্জিলিং থেকে মাত্র প্রায় ৫১ কিলো মিটার দূরে অবস্থিত। মার্চ মাসে বন্ধু, পরিবার বা প্রিয়জনের সঙ্গে ঘুরে দেখার জন্য একটি রোম্যান্টিক ডেস্টিনেশনও বলা চলে। কালিম্পং শুধু মাত্র সৌন্দর্যের জন্যই নয়, তিব্বতীয় বৌদ্ধ মঠ, দুবকি মঠ, কার্তক মঠের মতো বহু প্রাচীন ও বিখ্যাত ধর্মীয় স্থানের জন্যও বিখ্যাত। (photo credit: wikimedia commons)

মেঘালয়ের এই ৬টি জায়গা সম্পর্কে সবাই জানেন না, মাত্র ১০ হাজার টাকায় এমন সৌন্দর্য দেখলে বিদেশ যেতে আর মোটেও ইচ্ছে করবে না

মার্চ মাসে উত্তর পূর্ব ভারতে দেখার জন্য অন্যান্য বিখ্যাত স্থান কী কী –

মার্চ মাসে উত্তর পূর্ব ভারতে দেখার জন্য অন্যান্য বিখ্যাত স্থান কী কী -

ইয়ুমথাং ভ্যালি, ভালুকপং এবং কালিম্পং ছাড়াও উত্তর পূর্ব ভারতে আরও অনেক দুর্দান্ত জায়গা রয়েছে যা আপনি ঘুরে দেখতে পারেন। উদাহরণ স্বরূপ বলা যায়, আপনি শিলং, সান্দাকফু, চেরাপুঞ্জি, কাজিরাঙ্গা জাতীয় উদ্যান, জিরো ভ্যালি এবং মাজুলি নদী দ্বীপের মতো সেরা জায়গাগুলি ঘুরে দেখতে পারেন। মার্চ মাসে এই জায়গাগুলির আবহাওয়া খুব মনোরম হয়। (photo credit: istock.com)

তাই বসন্ত ঋতুতে আর বাড়িতে বসে না থেকে এ বার সামান্য পরিকল্পনা করে ব্যাগ গুছিয়ে বেরিয়েই পড়ুন উত্তর পূর্ব ভারতের দিকে।



Source link