নিম্ন এবং মধ্যবিত্ত যাত্রীর জন্য ট্রেন ভ্রমণ যেমন সাশ্রয়ী তেমনই মজাদার। যাত্রীদের সঠিক পরিষেবা দিতে সদা প্রস্তুত ভারতীয় রেল। বিশ্বের বৃহত্তম নেটওয়ার্কের তালিকায়র প্রথম সারিতে থাকা ভারতীয় রেলকে দেশের লাইফ লাইন বলা হয়। কথায় বলে রেল গাড়ি সবসময় ঘড়ি ধরে চলে। আজও রেলের ঘড়ি দেখে নিজের ঘড়ির সময় সেট করেন বহু মানুষ। কিন্তু সেই রেল যদি কোনও কারণে নির্দিষ্ট সময়ে না ছাড়ে তাহলে যাত্রীদের বিপাকে পড়তে হয়। ট্রেনের জন্য স্টেশনে বসেই হা পিত্যেশ করে বসে থাকতে হয় যাত্রীদের। অতিরিক্ত গরম, ঠান্ডা বা বৃষ্টির কারণে সমস্যা আরও বাড়ে। স্টেশনে বসে ঘণ্টার পর ঘণ্টা কাটানো একরকম যেন শাস্তিতে পরিণত হয়। কিন্তু এরকম অবস্থাতেও যাত্রীদের জন্য যে বিশ্রামের সুবিধা রয়েছে তা অনেকেই খোঁজ রাখেন না। যাত্রীদের জন্য এই সুবিধার ব্যবস্থা করেছে ভারতীয় রেল। দেশের প্রতিটি স্টেশনে রয়েছে রিটায়ারিং রুম। তাহলে রিটায়ারিং রুম কী এবং কীভাবে তা বুক করতে হয় তা জেনে রাখা ভালো। (All photo credit: pexels.com)
Source link
