কোনু গাইড ছাড়া হাইকিং করবেন না –
মরিশাসে করার মতো সত্যি বলতে অনেক কিছু আছে। আর তার মধ্যে পর্যটকদের কাছে হাইকিং হল একটি অত্যন্ত প্রিয় জিনিস। প্রকৃতি প্রেমীদের জন্য এটি একটি স্বর্গ। তবে এটিও কিন্তু কিছুটা ঝুঁকিপূর্ণ হতে পারে। কারণ আপনিও হারিয়ে যেতে পারেন মরিশাসের এই ঘন জঙ্গলে। তাই হাইকিং করার আগে এক জন গাইড রেন্ট করার পরামর্শ দেওয়া হয়। এখানে গাইড ছাড়া হাইকিং করতে যাওয়া মোটেও নিরাপদ নয়।
গুগল ম্যাপকে মোটেও বিশ্বাস করবেন না –

আমাদের অনেকেরই প্রবণতা থাকে হারিয়ে গেলে বা কোনও জায়গা খুঁজে না পেলে চট করে গুগল ম্যাপ খুঁলে সেই জায়গার দিক নির্দেশ জেনে নেওয়া। আপনি যদি আপনার অবস্থান খুঁজে পেতে গুগল ম্যাপের উপর নির্ভর করেন, তবে এখানে তা করতে যাবেন না যেন। বরং আপনি যদি কোন অবস্থান সম্পর্কে জানতে চান, তা হলে আপনি স্থানীয় লোকজন বা যে কোনও হোটেল থেকেই সব রকম তথ্য পেতে পারেন।
সারা দিন ধরে সৈকতে কাটাবেন না –

যদিও মরিশাসের সমুদ্র সৈকত প্রায় সকলেরই প্রিয়, তার মানে এই নয় যে আপনাকে এখানে আপনার পুরো দিন কাটাতে হবে। এখানে আরও এমন অনেক সুন্দর জায়গা আছে যা আপনি ঘুরে দেখতে পারেন। আপনি যদি এটি না করেন তা হলে আপনি শুধু সমুদ্র সৈকতেই আটকে থাকবেন আর এখানকার অনেক সুন্দর সুন্দর জায়গা মিস করবেন।
সন্ধ্যা ৭ টার পর বাসে আর যাতায়াত করবেন না –

বাস মরিশাসের একটি সাধারণ এবং সস্তা পরিবহন। মানুষ কোথাও যেতে গেলে বাসে চেপে যাতায়াত করতেই পছন্দ করে। কিন্তু সন্ধ্যা ৭টার পর এখানে বাসে যাতায়াত করা নিরাপদ নয়। প্রকৃত পক্ষে, অনেক বাস অপারেটর সন্ধ্যা ৭ টার পরে কাজ করা বন্ধ করে দেয়। সেই সময়ে এখানকার বেশ কিছু জায়গায় খুব অন্ধকার হয়। তাই তা পর্যটকদের জন্য সমস্যা সৃষ্টি করতে পারে।
সাবধানে কেনাকাটা করবেন –

মরিশাসে কেনাকাটা করার সময় পণ্যের গুণমানের দিকে মনোযোগ দিন। শুধু বিদেশে থাকার মানে এই নয় যে, সেখানকার সব কিছুই খুব ভাল মানের হবে। কিছু বিক্রেতা নতুন পর্যটকদের আকৃষ্ট করার জন্য উচ্চ মূল্যে সেকেন্ড হ্যান্ড পণ্য বিক্রি করে। সেই জন্যই কেনার আগে অবশ্যই সেগুলো যাচাই করে নিতে হবে। এ ছাড়াও তাদের দ্বারা উদ্ধৃত মূল্যের সঙ্গে কখনওই এক মত হবেন না। বরং ভাল মতো দর কষাকষি করার পরেই সেখান থেকে কিছু কেনার কথা ভাবুন।
পাবলিক টয়লেট এড়িয়ে চলুন –

মরিশাসে যতটা সম্ভব পাবলিক বিশ্রামাগার ব্যবহার করা এড়িয়ে চলুন। এতে রোগ হওয়ার ঝুঁকি বাড়তে পারে। অনেক সময় এই জায়গা মোটেও পরিষ্কার থাকে না। তাই আপনি যদি কোনও রিসর্টে থাকেন, তবে শুধু মাত্র সেখানকার বিশ্রামাগারই ব্যবহার করার চেষ্টা করুন।
পাবলিক প্লেসে ধূমপান করবেন না –

আপনি যদি ধূমপায়ী হন, তা হলে মরিশাসে তা করা আপনার জন্য বিপজ্জনক হতে পারে। এখানে ধূমপান সংক্রান্ত কঠোর নিয়ম রয়েছে। এই কাজ করার জন্য আপনার শাস্তিও হতে পারে। যাই হোক, এর পাশাপাশি অবশ্য জেনে নেওয়া প্রয়োজন যে, এমন কিছু জায়গা আছে যেখানে ধূমপান অনুমোদিত। তাই শুধু মাত্র সেই সব জায়গাতেই ধূমপান করুন।
এই সমস্ত নিয়ম মেনে চললে মরিশাসে হনিমুন করতে আর কোনও অসুবিধে হবে না।