চিত্রাঙ্গদার দেশ মণিপুর
মহাভারতের ছোট্ট একটি চরিত্র চিত্রাঙ্গদা। তৃতীয় পাণ্ডব অর্জুনের স্ত্রী ছিলেন চিত্রাঙ্গদা। অস্ত্রবিদ্যায় পারদর্শী। বীরযোদ্ধা বললে ভুল হবে না। ভারতের উত্তর-পূর্বের রাজ্য মণিপুরই ছিল সেই চিত্রাঙ্গদার দেশ। মণিপুর রাজ তাঁর নিজের মেয়েকে বড় করে তুলেছিলেন পুরুষদের মতই অস্ত্র শিক্ষায় পারদর্শী করে। রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রাঙ্গদা নৃত্যনাট্য তাঁকে ঘিরেই রচিত হয়েছিল। সেই বীর রাজকন্যার দেশ হয়ে উঠতেই পারে এবারে শীতের ছুটির ডেস্টিনেশন। কলকাতা থেকে বেশি দূরেও নয় এই উত্তর পূর্বের রাজ্য। পর্যটকদেরও খুব একটা ভিড় দেখা যায় না।

মণিপুর নাম কেন
ভারতের উত্তর পূর্বের ছোট্ট রাজ্য মণিপুর। বাঙালির কাছে বহু পরিচিত এই রাজ্যর নাম। কিন্তু কেউ কি জানেন কেন মণিপুর নাম হয়েছিল। মণিপুর নামের সঙ্গে জড়িয়ে রয়েছে পুরানের যোগ। একে মণির দেশ বলা হয়। পুরাণে বলা হয়ে থাকে মণির দেশের উৎপত্তি হয়েছিল দেবতাদের আনন্দনৃত্যের জন্য। সেকারণেই হয়তো গোটা বিশ্বের কাছে পরিচিত মণিপুরী নৃত্য। শ্রীকৃষ্ণ আর শ্রীমতি রাধার নৃত্য বলা হয়ে থাকে এই মণিপুরী নৃত্যকে। এই রাজ্যে অধিকাংশ বাসিন্দাই শ্রীকৃষ্ণের পুজারি।

সীমান্তের রাজ্য মণিপুর
মণিপুর ভারত-মায়ানমার সীমান্তের রাজ্য। এই রাজ্যের পূর্ব দিকে রয়েছে মায়ানমার। পশ্চিম দিকে মিজোরাম। উত্তরে নাগাল্যান্ড আর পশ্চিমে অসম। কাজেই মণিপুরে যাওয়ার রাস্তা সবচেয়ে সহজে হয় অসম দিয়ে। অসম থেকে গুয়াহাটি শিলচর হয়ে আসা যায় মণিপুরে। আবার নাগাল্যান্ডের ডিমাপুর থেকেও সড়ক পথে মণিপুের ঢুকে পড়া যায়। মণিপুরের রাজধানী ইম্ফলে রয়েছে বিমানবন্দর। গুয়াহাটি থেকে সরাসরি মণিপুরে বিমানেও পৌঁছে যাওয়া যায়। তবে মণিপুরে আসতে গেলে পারমিট নিতে হয়। তার জন্য আগে থেকে অনলাইনে অনুমতি নিতে হয়।

কী কী দেখার আছে মণিপুরে
উত্তর-পূর্ব মানেই প্রকৃতির স্বর্গরাজ্য। মণিপুরও তার অংশ। পাহাড়, জঙ্গল, ঝরনা, অরণ্য এই চারের সহাবস্থান মণিপুর। এখানকার সবচেয়ে দর্শনীয় স্থান ইমা মার্কেট। এই মার্কেটটি পরিচালনা করেন কেবল মহিলারাই। এখানকার প্রত্যেকেই যেন রাজকন্যা চিত্রাঙ্গদা। মণিপুরের আরেকটি দর্শনীয় জায়গা কাংলা ফোর্ট। রাজা নরসিংহের তৈরি এই কাংলা ফোর্ট দেখতে টিকিট লাগে। ইম্ফল নদীর পরিখায় ঘেরা কংলা ফোর্টে ঘোরার জন্য ব্যাটাির চালিত গাড়ির ব্যবস্থা রয়েছে। এই দুর্গেই রয়েছে মহারাজার সমাধি। মণিপুরের আরেকটি দর্শনীয় স্থান লোকতাক লেক। ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ এই লোকতাক হ্রদ।