বিশ্বের সর্বোচ্চ এ টি এম কোথায় আছে জানেন কি? সেখানে পৌঁছতে গেলে মেঘের মধ্য দিয়ে যেতে হয়

Spread the love


এ টি এম এমন এক সুবিধে, যেটি সব সময় কাজে লাগে। তা সে রোজকার একঘেয়ে জীবনেই হোক আর অন্য কোথাও ছুটিতে বেড়াতে যাওয়া। কারণ সব সময় হাতে নগদ বা ক্যাশ টাকা নিয়ে যাওয়া সম্ভব নয়। ফলে খুব স্বাভাবিক ভাবেই ভরসা করতে হয় এ টি এম -এর উপরে। কিন্তু আপনি কি জানেন এই বিশ্বের সর্বোচ্চ এ টি এম কোথায় অবস্থিত? তা হলে আপনাকে বলে নেওয়া জরুরি যে, এই এ টি এম ভারতে নয়, আসলে পাকিস্তানে রয়েছে। আসুন জেনে নেই এই এটিএম সম্পর্কিত কিছু বিশেষ জিনিস। পাহাড়ের মাঝখানে অবস্থিত এটি এমন একটি এটিএম, যা দেখে মনে হবে যেন আকাশে মেঘেদের কাছাকাছি রয়েছেন আর সেখান থেকে টাকা তুলে নিচ্ছেন। তবে এখানে পৌঁছানো এত সহজ নয়। এটি পাহাড়ের সবচেয়ে সুন্দর উপত্যকার একটি। টাকা তুলতে এলে কিন্তু এখানে সেলফি তুলতে ভুলবেন না। তা হলে চলুন, এই এ টি এম সম্পর্কিত কিছু বিশেষ জিনিস বিস্তারে জেনে নেওয়া যাক। (All photo credit :wikimedia commons)

পাকিস্তানে অবস্থিত এই বিশেষ এ টি এম

আপনার মনে প্রথমেই প্রশ্ন আসবে যে, এই এ টি এম কোথায় অবস্থিত। তা হলে জেনে নিন যে, আমরা পাকিস্তানের কথা বলছি। এই এ টি এম ভারতে নয়, পাকিস্তানে অবস্থিত। এটি চিন ও পাকিস্তানের মধ্যে খুঞ্জরাব পাসের সীমান্তে অবস্থিত। দেশ ও বিদেশের বহু মানুষ এখানে বেড়াতে আসেন। এই জায়গাটি সারা বছরই বরফের পাহাড়ে ঘেরা থাকে। এবং সেটিই এই অঞ্চলটির সুন্দর হওয়ার একটি কারণও বটে।

কোন উচ্চতায় অবস্থিত এই এ টি এম

কোন উচ্চতায় অবস্থিত এই এ টি এম

এই এ টি এমটি ৪৬৯৩ মিটার উচ্চতায় অবস্থিত। এই এ টি এম -এ পৌঁছনোর জন্য আপনি নিজে গাড়ি চালাতে পারবেন না। এই এ টি এম -এ পৌঁছনোর রাস্তাটি তুষারাবৃত কারাকোরামের চূড়ার মধ্যে দিয়ে গিয়েছে। খুঞ্জরাব জাতীয় উদ্যানের মধ্য দিয়ে পথ পেরোতে হয় এ ক্ষেত্রে। আর পথে অনেক হিংস্র প্রাণীও দেখতে পাবেন আপনি।

কেন এমন অদ্ভুত জায়গায় তৈরি করা হয়েছিল এ টি এম

কেন এমন অদ্ভুত জায়গায় তৈরি করা হয়েছিল এ টি এম

ন্যাশনাল ব্যাঙ্ক অফ পাকিস্তান চালাতে হলে এখানকার সৌর ও বায়ু শক্তির সাহায্য নিতে হয়। তাই এই এ টি এম এখানে ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ৪৬৯৩ মিটার উচ্চতায় নির্মিত এই এ টি এমটির নাম গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নথিভুক্ত করা হয়েছে। এই এ টি এমের চারপাশের সৌন্দর্য দেখে আপনিও অবাক হবেন।

১৫ দিনে ৪০ থেকে ৫০ লাখ টাকা তোলা হয় এখান থেকে

১৫ দিনে ৪০ থেকে ৫০ লাখ টাকা তোলা হয় এখান থেকে

বেশির ভাগ ক্ষেত্রেই এই এ টি এম মেশিনটি সীমান্ত এলাকার আশেপাশে বসবাসকারী নাগরিকরা ব্যবহার করেন। সেই সঙ্গে সীমান্তে মোতায়েন সৈন্যদের জন্যও এই এ টি এম খুবই উপযোগী। এই এ টি এম-এ আসা সমস্ত পর্যটক এখানে তাদের ছবি বা সেলফি তোলেন। ব্যাঙ্কের কর্মীদের কাছ থেকে জানা গিয়েছে, প্রত্যেক ১৫ দিনে এই এ টি এম থেকে প্রায় ৪০ লক্ষ থেকে ৫০ লক্ষ টাকা তোলা হয়।

পাকিস্তানে বেড়াতে যাওয়ার ইচ্ছা থাকলে তা হলে এ বার এই সর্বোচ্চ এলাকায় অবস্থিত এ টি এমটিও ঘুরে দেখে আসতে পারেন।



Source link