পাকিস্তানে অবস্থিত এই বিশেষ এ টি এম
আপনার মনে প্রথমেই প্রশ্ন আসবে যে, এই এ টি এম কোথায় অবস্থিত। তা হলে জেনে নিন যে, আমরা পাকিস্তানের কথা বলছি। এই এ টি এম ভারতে নয়, পাকিস্তানে অবস্থিত। এটি চিন ও পাকিস্তানের মধ্যে খুঞ্জরাব পাসের সীমান্তে অবস্থিত। দেশ ও বিদেশের বহু মানুষ এখানে বেড়াতে আসেন। এই জায়গাটি সারা বছরই বরফের পাহাড়ে ঘেরা থাকে। এবং সেটিই এই অঞ্চলটির সুন্দর হওয়ার একটি কারণও বটে।
কোন উচ্চতায় অবস্থিত এই এ টি এম

এই এ টি এমটি ৪৬৯৩ মিটার উচ্চতায় অবস্থিত। এই এ টি এম -এ পৌঁছনোর জন্য আপনি নিজে গাড়ি চালাতে পারবেন না। এই এ টি এম -এ পৌঁছনোর রাস্তাটি তুষারাবৃত কারাকোরামের চূড়ার মধ্যে দিয়ে গিয়েছে। খুঞ্জরাব জাতীয় উদ্যানের মধ্য দিয়ে পথ পেরোতে হয় এ ক্ষেত্রে। আর পথে অনেক হিংস্র প্রাণীও দেখতে পাবেন আপনি।
কেন এমন অদ্ভুত জায়গায় তৈরি করা হয়েছিল এ টি এম

ন্যাশনাল ব্যাঙ্ক অফ পাকিস্তান চালাতে হলে এখানকার সৌর ও বায়ু শক্তির সাহায্য নিতে হয়। তাই এই এ টি এম এখানে ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ৪৬৯৩ মিটার উচ্চতায় নির্মিত এই এ টি এমটির নাম গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নথিভুক্ত করা হয়েছে। এই এ টি এমের চারপাশের সৌন্দর্য দেখে আপনিও অবাক হবেন।
১৫ দিনে ৪০ থেকে ৫০ লাখ টাকা তোলা হয় এখান থেকে

বেশির ভাগ ক্ষেত্রেই এই এ টি এম মেশিনটি সীমান্ত এলাকার আশেপাশে বসবাসকারী নাগরিকরা ব্যবহার করেন। সেই সঙ্গে সীমান্তে মোতায়েন সৈন্যদের জন্যও এই এ টি এম খুবই উপযোগী। এই এ টি এম-এ আসা সমস্ত পর্যটক এখানে তাদের ছবি বা সেলফি তোলেন। ব্যাঙ্কের কর্মীদের কাছ থেকে জানা গিয়েছে, প্রত্যেক ১৫ দিনে এই এ টি এম থেকে প্রায় ৪০ লক্ষ থেকে ৫০ লক্ষ টাকা তোলা হয়।
পাকিস্তানে বেড়াতে যাওয়ার ইচ্ছা থাকলে তা হলে এ বার এই সর্বোচ্চ এলাকায় অবস্থিত এ টি এমটিও ঘুরে দেখে আসতে পারেন।