বিশ্বের ব্যস্ততম এই বিমানবন্দরের কোলাহলের কাছে ফেল করে যাবে ‘মাছের বাজার’ও

Spread the love


কর্মসূত্রে বা ভ্রমণের উদ্দেশ্যে এক স্থান থেকে অন্য স্থানে যেতে গেলে বিমানই হয়তো সবচেয়ে সহজ মাধ্যম। এতে অনেকটা সময় বাঁচে। আর বিমান চড়তে গেলে যেতে হবে বিমানবন্দরে। তা আপনিও হয়তো অনেক বিমানবন্দরেই গেছেন। সেসব স্থানের অনেক খুঁটিনাটিও হয়তো আপনি জানেন। কিন্তু বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরটি সম্পর্কে জানেন কি? এই নিবন্ধে সেটি জেনে নিতে পারেন।

বিমানবন্দর না মাছের বাজার!
বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরগুলি নাকি মাছের বাজারকেও হারিয়ে দিতে পারে। না না। অপরিচ্ছন্নতা বা গন্ধের দিক দিয়ে নয়, কোলাহলের দিক দিয়ে। তাই অনেকেই ব্যস্ততম বিমানবন্দরগুলিকে মাছের বাজারের সঙ্গে তুলনা করে থাকেন। সারা বিশ্বজুড়ে জনসংখ্যা হু হু করে বাড়ছে। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কাজের পরিসর। ফলে সময় বাঁচিয়ে যাতায়াতের চাহিদাও বাড়ছে। আর সেই কারণেই বিশ্বজুড়ে বৃদ্ধি পাচ্ছে বিমানযাত্রীর সংখ্যাও। ফলে বিমানবন্দরগুলির উপর চাপ বাড়ছে পাল্লা দিয়ে। বিমানবন্দরে সদাই ব্যস্ততা বিরাজমান। কিন্তু বিশ্বের এই পাঁচটি বিমানবন্দরের ব্যস্ততার সঙ্গে অন্য কোনও বন্দরের তুলনাই চলে না। সেখানে লোকজন সদাই ব্যস্ত। অফিস টাইমের ধর্মতলা বা ডালহৌসি তো সেগুলির কাছে শিশু। তালিকায় রয়েছে জাতীয় এবং আন্তর্জাতিক নানা বিমানবন্দরও।

আটলান্টা হার্টসফিল্ড – জ্যাকসন আন্তর্জাতিক বিমানবন্দর, আটলান্টা

ব্যস্ততম বিমানবন্দরের কথা উঠলে প্রথমেই আসে আটলান্টা বিমানবন্দরের নাম। এখান থেকে বছরে ৪.৬ মিলিয়নেরও বেশি যাত্রী বিমানে ভ্রমণ করেন।

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর

আটলান্টা বিমানবন্দরের পরেই আসে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের নাম। এখান থেকে বছরে ৪.৫ মিলিয়নেরও বেশি যাত্রী বিমানে ভ্রমণ করেন।

হানেদা বিমানবন্দর, টোকিও

২০১৯ সাল থেকে নিজের উন্নয়ন ক্রম বৃদ্ধি করেছে টোকিওর হানেদা বিমানবন্দর। ব্যস্ততার দিক দিয়ে বর্তমানে এটি রয়েছে তিন নম্বরে। এই বিমানবন্দর ৪১ লক্ষেরও বেশি যাত্রীদের পরিষেবা দেয়।

হিথরো বিমানবন্দর, লন্ডন

ব্যস্ততার দিক দিয়ে লন্ডনের হিথরো বিমানবন্দরও কম যায় না। ব্যস্ততার দিক দিয়ে এই মান চার নম্বরে রয়েছে। এই বিমানবন্দরটি বছরে প্রায় ৩৮ লক্ষ যাত্রীকে পরিষেবা দেয়।

ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দর

ব্যস্ততার দিক দিয়ে ২০১৯ সালে এই বিমানবন্দরটি ২০তম স্থানে অবস্থান করছিল। কিন্তু ২০২২ সালে, এই বিমানবন্দর ষষ্ঠ স্থানে উঠে এসেছে। এই বন্দর প্রায় ৩৬ লক্ষ যাত্রীকে পরিষেবা দেয়।

ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর, দিল্লি

ব্যস্ততার দিক দিয়ে পিছিয়ে নেই আমাদের দেশও। রাজধানী দিল্লির ইন্দিরা গান্ধি বিমানবন্দরও বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরের তালিকায় স্বমহিমায় জায়গা করে নিয়েছে। ২০২২ সালে এই বন্দর ছিল ১০ নম্বরে। বর্তমানে এটি বিশ্বের সপ্তম ব্যস্ততম বিমানবন্দর। বছরে প্রায় ৩৫ লক্ষ যাত্রীকে পরিষেবা দেয় এটি।



Source link