পৃথিবীতে এমন অনেক হোটেল আছে, যেগুলো তাদের অদ্ভুত ডিজাইনের জন্য বিখ্যাত। কোথাও সেই হোটেল প্রায় আকাশের বুকে যেন মাথা চিরে উঠেছে, কোথাও জলের নীচেই তৈরি হয়েছে অত্যাধুনিক নানা ব্যবস্থাসম্পন্ন হোটেল। কোনও হোটেল আপনাকে নস্ট্যালজিক করে তুলবে, কোনও হোটেল আবার তার নানা ধরনের আধুনিক সুযোগ সুবিধার জন্য বিখ্যাত। কিন্তু আপনি কি জানেন এমন হোটেলও আছে, যেটি একেবারে সোনা দিয়ে মোড়ানো? অবাক হলেন তো?