নিউ ইয়র্ক সিটি
রাত জাগা শহরের তালিকায় প্রথমে যে নামটি আসে তা হল নিউ ইয়র্ক সিটি। দিন হোক বা রাত এই শহর সবসময়ই প্রাণবন্ত। শহরে সবসময়ই ভিড় থাকে। দিনে তো বটেই রাতও এখানে কেউ ঘুমোয় না। এখানে মানুষ রাতের বেলাও বিন্দাস ঘুরে বেড়ান।
রাতে প্যারিস

দিনের বেলার থেকেও রাতের প্যারিস দেখার আনন্দ আলাদা। রাতে যখন আইফিল টাওয়ার পুরো শহরকে আলোকিত করে ফেলে তখন প্যারিস শহরের রাস্তায় মানুষের ভিড় উপচে পড়ে।
কায়রোতেও ভিড়

রাতে কায়রো শহরের এমন ঝলমলে হয়ে ওঠে যে, তখন তার সঙ্গে অন্য কোনও শহরের তুলনা চলে না। এই শহর ২৪ ঘন্টাই মানুষের ভিড়ে জমজমাট। কায়রোতে বেড়ানোর অনেক স্থানে। আর সবচেয়ে আকর্ষণীয় এই উটে চড়ে শহর দর্শন।
হংকং-এ হট্টগোল

রাতে ঘুম হয় না এমন শহরের তালিকায় রযেছে হংকং-এর নাম। এখানেও সারা রাত আলো নেভে না। এই স্থানটিকে এশিয়ার সবচেয়ে প্রাণবন্ত শহরগুলির মধ্যে গণ্য করা হয়। এখানকার নাইটস্পট সেরা।
মুম্বই মেরি জান

আমাদের রাতজাগা শহরটি হল মুম্বই। এই শহরকে লোকে বলে স্বপ্নের শহর। রাতের বেলা মুম্বইয়ের আরব সাগরের তীর বা বরং ভালো মেরিন ড্রাইভে বেড়ানোর কোনও তুলনা হয় না। শহরজুড়ে রয়েছে অনেক ক্লাব এবং পার্টি প্লেস। যেখানে ইচ্ছে পার্টি করে বেড়ান। কেউ কিচ্ছুটি বলবে না।