বিশ্বের প্রায় ৫০টি দেশ রয়েছে যেখানে সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যা মুসলিম। যদিও পৃথিবীর যে কোনও দেশেই যান, মুসলমানদের অবশ্যই পাবেন। দেখতে পাবেন তাঁদের একাধিক উপাসনালয় বা মসজিদ। কিন্তু জানেন কি যে, বিশ্বে এমন একটি দেশ রয়েছে যেখানে একজনও মুসলমান নেই? যদি না হয়, তাহলে জানতে এই সম্পূর্ণ নিবন্ধটি পড়ুন। (All photo credit: pexels.com)
পৃথিবীর ক্ষুদ্রতম দেশে কোনও মুসলমান নেই
ভ্যাটিকান সিটি পৃথিবীর একমাত্র দেশ যেখানে একজন মুসলিমও নেই। আমরা অনেকেই জানি যে, ভ্যাটিকান সিটি হল পৃথিবীর সবচেয়ে ছোটো এবং সুন্দর একটি দেশ। খ্রিস্টান ধর্মগুরু পোপের দেশ হিসেবে বিখ্যাত এই দেশ ব্যাক ওয়াটার ট্রান্সপোর্টের জন্যও দারুণ পরিচিত। এই দেশটিতে আপনি একজন মুসলমানও পাবেন না। এমনকি দেশের জাতীয় সভাপতিও পোপ। তিনি সারা বিশ্বে ছড়িয়ে থাকা ১.২ বিলিয়ন খ্রিস্টানদের ধর্মীয় নেতা। অদ্ভুত ব্যাপার হল, পোপ শাসিত দেশে কোনও মুসলমান থাকতে পারেন না।
৪০০ জনসংখ্যার দেশ

বাস্তবে খেয়াল করলে হয়তো দেখা যাবে, এই দেশটি আপনার এলাকার চেয়েও আকারে ছোটো। মাত্র ৪৪ হেক্টর এলাকা নিয়ে এই দেশ গঠিত হয়েছে। ২০১৯ সালের হিসাবে, ৪৫৩ জন মানুষ ভ্যাটিকান সিটিতে বসবাস করছেন। আর ৩৭২ জন নাগরিক বিদেশে আছেন। এই দেশের নিজস্ব কোনও সেনাবাহিনী নেই। এই দেশটি ইতালির রাজধানী রোমে অবস্থিত। সুতরাং যখন এই দেশকে রক্ষা করার কথা আসে তখন ইতালির সেনাবাহিনী এগিয়ে আসে। কথিত আছে, বহু বছর আগে পোপরা ভ্যাটিকান সিটি রক্ষার জন্য সুইস মিশনারিদের প্রস্তুত করেছিলেন।
অন্য ধর্মের মানুষ থাকতে পারেন না

বিশ্বের সব দেশের সঙ্গে ভ্যাটিকান সিটির কূটনৈতিক সম্পর্ক রয়েছে। জেনে হয়তো অবাক হবেন যে, অন্য কোনও ধর্মের মানুষ ভ্যাটিকান সিটিতে থাকতে পারেন না। এবং তাঁরা কোনও ধর্মীয় স্থানও তৈরি করতে পারে না।
এসব দেশেও মুসলমানদের বসবাস নেই

ভ্যাটিকান সিটি ছাড়াও আরও অনেক দেশ আছে যেখানে মুসলিম জনসংখ্যা নেই। এর মধ্যে রয়েছে টোকেলো, নিউ, ফকল্যান্ড দ্বীপপুঞ্জ, কুক দ্বীপপুঞ্জ, গ্রিনল্যান্ড, সলোমন দ্বীপপুঞ্জ এবং মোনাকোর মতো অনেক দেশ।