প্যাগোডা থেকে বনসাই গার্ডেন, কলকাতায় রয়েছে ছোট্ট জাপান, শীতের দুপুরে বেড়িয়ে আসার মনোরম জায়গা

Spread the love


শীতের দুপুরে বেড়িয়ে পড়ুন

শীতের ছুটি পড়ে গিয়েছে সব স্কুলে। আর দেরি না করে বেড়িয়ে পড়ুন বাড়ির ছোটদের নিয়ে। চিড়িয়াখানা থেকে শুরু করে নিকোপার্ক, ইকোপার্ক, সায়েন্স সিটি। বিড়লা প্ল্যানেটোরিয়াম। সর্বত্র ভিড় করতে শুরু করেছেন সকলে। অনেকেই খুব বেশি ভিড়ে যেতে পছন্দ করেন না। তাঁরা বেড়িয়ে পড়ছেন শহরের বাইরে কোথাও। কেউ কেউ আবার দূরে কোথাও বেড়িয়ে পড়েছেন।

কলকাতাতেই ছোট্ট জাপান

কলকাতাতেই ছোট্ট জাপান

কলকাতাতেই রয়েছে ছোট্ট জাপান। অনেকেই জানেন না সেই জায়গার কথা। ইকোপার্কের এক কোনায় তৈরি হয়েছে সেটি। একেবারের জাপানের ছোট্ট গ্রামের আদলে তৈরি করা হয়েছে জায়গাটি। রয়েছে একটি প্যাগোডা। বুদ্ধা পার্ক। যেখানে লাফিং বুদ্ধার একাধিক মুডের ছবি পাবেন। আছে বাম্বু চ্যাম। যাকে বলা হয় লাকি চ্যাম। রয়েছে লাকি গেট। চাঁদের গোল আকৃতির সেই গোল গেটের ভেতর দিয়ে গেলেই নাকি ভাল কিছু ঘটবে আপনার সঙ্গে। জাপানি অ্যাস্ট্রোলজিতে সেই বিশ্বাসই রয়েছে।

কী ভাবে যাবেন

কী ভাবে যাবেন

ইকোপার্কের ২ নম্বর গেট দিয়ে ঢুকতে হবে এই লিটিল জাপানে যেতে হলে। আইফেল টাওয়ারের মডেলের পিছনেই এক কোনায় রয়েছে এই ছোট্ট জাপান। ইকোপার্টের সব কোলাহল এখানে নিমেষে থেমে যায়। অনেকেই জানেন না এই জায়গাটির কথা। সেকারণে ভিড়ও খুব একটা হয় না একেবারেই শান্ত পরিবেশ জাপান বলতে যে ছবি আমাদের চোখের সামনে ভেসে ওঠে সেরকমই দেখতে এটা। বাড়ি ছোটদের জাপান সম্পর্কে একটা ধারনাও দিতে পারবেন আপনারা।

বাড়িত খরচ লাগে না

বাড়িত খরচ লাগে না

ইকোপার্কের ২ নম্বর গেট দিয়ে যে টিকিটে ঢুকবেন সেই টিকিটেই দেখা যায় লিটিল জাপান। আলাদা করে টিকিট কাটতে হয় না এই জায়গায় যেতে। জাপান দেখার পাশাপাসি প্যারিসের আইফেল টাওয়ারও দেখা হয়ে যাবে। কারণ পাশেই রয়েছে আইফেল টাওয়ারের মডেল। আবার সেখান থেকে বেড়িয়ে দেখে আসতে পারেন সেভেন ওয়ান্ডার্সও। এক ছাদের নিচেই রয়েছে বিশ্বের সাত আশ্চর্য।



Source link