পাকিস্তানে নির্মিত হিন্দু মন্দিরগুলি দেখতে খুব সুন্দর, প্রতিবেশী দেশের এই সৌন্দর্য দেখলে মুগ্ধ হবেন আপনিও

Spread the love


বহু যুগ আগের অখণ্ড ভারতবর্ষের কথা মনে করে দেখুন। সেই ভারতবর্ষ যেন সকলের, সব ধর্মের, সব জাতির মিলন স্থল। ইতিহাস আমাদের স্পষ্ট করে দেখিয়ে দিয়েছে যে, বদলেছে ক্ষমতা, বদল হয়েছে শাসনেরও। খণ্ড খণ্ড হওয়ার পরে ভারত থেকে জন্ম নিয়েছে পাকিস্তান, বাংলাদেশ। একই দেশ হওয়ার দরুন প্রতিবেশী দেশ পাকিস্তানের সঙ্গে ভারতের মধ্যে বিশেষ নানা দিক আছে। দুই দেশের মধ্যে অনেক মিলও দেখা যায়। আপনি যদি পাকিস্তানের পরিসংখ্যানও দেখেন, তা হলে সেখানেও আপনি ভারত ও পাকিস্তানের মধ্যে সংযোগ দেখতে পাবেন। পাকিস্তানে মূলত ইসলামে বিশ্বাসী মানুষজন বাস করলেও, সেখানে মন্দির ব্রাত্য নয়। কারণ সেই দেশের নানা জায়গায় রয়েছে চোখ ধাঁধানো মন্দির। সেগুলো দেখলে চমকে উঠবেন আপনি নিজেও। তাই আজ আমরা এই প্রতিবেদনে পাকিস্তানের বিশেষ কিছু হিন্দু মন্দির সম্পর্কে বলতে চলেছি। সেই সব হিন্দু মন্দির সম্পর্কে জানতে হলে এই প্রতিবেদন পড়তেই হবে। (photo credit: wikimedia commons)

শ্রী স্বামীনারায়ণ হিন্দু মন্দির

পাকিস্তানের করাচিতে নির্মিত শ্রী স্বামীনারায়ণ হিন্দু মন্দিরটি খুবই অনন্য। বহু বছরের পুরনো এই মন্দিরটি আকারে খুব বড় এবং স্থাপত্যও সুন্দর। মন্দিরের আয়তন দেখেই এ কথা আন্দাজ করা যায়, এটি নির্মাণে কত সময় লেগেছে। শোনা যায় যে, এই মন্দিরটি তৈরি করতে সময় লেগেছিল প্রায় ৩ বছর। পাকিস্তানে বসবাসকারী লোকেরাও এই মন্দিরটিকে ধর্মশালা হিসেবেও ব্যবহার করে থাকেন। (photo credit: wikipedia)

গোরক্ষনাথ মন্দির

গোরক্ষনাথ মন্দির

গোরক্ষনাথ মন্দিরও পাকিস্তানের অন্যতম বিখ্যাত মন্দির। দেশে বসবাস করে এমন বেশ কিছু মানুষ আবার গোরক্ষনাথ দেবতার ভক্ত। সেই গোরক্ষনাথ দেবতার ভক্তরা মন্দিরে দর্শনের জন্য আসেন। কথিত আছে যে, এই মন্দিরটি বেশ কয়েক বছর ধরে বন্ধ ছিল, কিন্তু ২০১১ সালে মন্দিরটি আবার খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। (photo credit: wikimedia commons)

কাটাস রাজ মন্দির

কাটাস রাজ মন্দির

পাকিস্তানের পাঞ্জাবের চকওয়াল জেলায় নির্মিত কাটাস রাজ মন্দিরটি বিশেষ কারণ ১১২ জন ভারতীয় তীর্থযাত্রী এখানে দেখার সুযোগ পেয়েছিলেন। ২০২১ সালে পাকিস্তান এই সিদ্ধান্ত নিয়েছিল। কয়েক বছর আগে নির্মিত এই মন্দিরের সঙ্গে সম্পর্কিত পান্ডবদের নানা গল্প বেশ বিখ্যাত। (photo credit: Pakistan High Commission India@twitter)

শিব মন্দির

শিব মন্দির

পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অবস্থিত শিব মন্দিরের ইতিহাসও অনেক পুরনো। ভারত ও পাকিস্তান বিভক্তির কারণে এই মন্দিরে ভক্তের সংখ্যা অনেক কমে যায়। ফলে এই মন্দির এখন অনেক বেশি শান্ত ও নির্জন। তা বলে এই মন্দিরের সৌন্দর্য নেহাত কম নয়। (photo credit :wikipedia)

বরুণ দেব মন্দির

বরুণ দেব মন্দির

বরুণ দেব মন্দির পাকিস্তানের জনপ্রিয় হিন্দু মন্দিরের তালিকায় অন্তর্ভুক্ত। হিন্দু সংস্কৃতি চিত্রিত এই মন্দিরটি অবশ্য অন্যান্য অনেক মন্দিরের মতোই মাঝ পথে বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু এখন মন্দিরটি আবার খুলে দেওয়া হয়েছে। ফলে খুব স্বাভাবিক ভাবেই দর্শনার্থীরা সেখানে এখন যেতে পারেন। (photo credit :wikipedia)

তা হলে কখনও পাকিস্তানে কাজের সূত্রে নিশ্চয়ই এই মন্দিরগুলো পরিক্রমা করতে পারেন। যদিও আপনি শুধু মাত্র বিজনেস ভিসা, ভিজিটর ভিসা এবং পিলগ্রিম ভিসার মাধ্যমেই সে দেশে যেতে পারেন। ফলে জনসাধারণের জন্য পাকিস্তানের দরজা শুধু মাত্র বেড়ানোর জন্য খোলা নেই। চাইলে খুব কাছের কোনও আত্মীয়ের কাছে যেতে পারেন পাকিস্তানে। তবে সেটাও অনুমতি সাপেক্ষ বিষয়।



Source link