আজ আমরা আপনাকে আন্দামান ও নিকোবরের এমনই একটি দ্বীপ সম্পর্কে বলতে যাচ্ছি, যাকে দেখতে হুবহু মালদ্বীপের মতো। আন্দামানের হ্যাভলক দ্বীপ। এর আরেক নাম স্বরাজ দ্বীপ। কেউ যদি হানিমুনের পরিকল্পনা করে থাকেন, তাহলে এখানকার কিছু বিখ্যাত জিনিস সম্পর্কে জেনে নিতে পারেন। (photo credit: pexels.com)
এলিফ্যান্ট বিচে উপভোগ করুন সামুদ্রিক জীবন
প্রবাল এবং প্রাচীরের আদিম সৌন্দর্যের জন্য বিখ্যাত এলিফ্যান্ট দ্বীপ একটি অত্যন্ত মনোরম সামুদ্রিক গন্তব্যস্থল। এলিফ্যান্ট বিচে অনেকগুলি ডাইভিং স্পট এবং স্নরকেলিং কেন্দ্র রয়েছে। অ্যাডভেঞ্চারপ্রেমীরা সারাদিন এই স্থানে ভিড় করে থাকেন। এখানে কায়াকিং, জেট-স্কিইং এবং আন্ডারওয়াটার বোটিং-এর মতো বেশ কয়েকটি জলীয় ক্রিয়াকলাপও উপভোগ করতে পারেন মহানন্দে।
উপভোগ করুন সামুদ্রিক জীবন

স্বরাজ দ্বীপে সামুদ্রিক খাবারের মতো সুস্বাদু খাবার মনে হয় আর কোথাও পাবেন না। হ্যাভলক দ্বীপের প্রতিটি সৈকতে রয়েছে ছোটো ছোটো কুঁড়েঘর এবং রেস্তোরাঁ। এখানে পাবেন প্রচুর পরিমাণে সুস্বাদু সামুদ্রিক খাবার। একবার এসব স্থানে গেলে আর ফিরতে ইচ্ছে করবে না। এছাড়াও এখানে রয়েছে এরকম অনেক বিলাসবহুল রিসর্ট। সেসব স্থানে থাকার মজাই আলাদা।
ঘুরে আসুন বিজয়নগর সৈকত থেকে

সাদা মুক্তো এবং উজ্জ্বল বালি বিস্তৃত সমুদ্র সৈকতে প্রিয়জনের সঙ্গে হাঁটার ইচ্ছে থাকলে ঘুরে আসতে পারেন বিজয়নগর সমুদ্র সৈকতে থেকে। নব দম্পতিদের কাছে এই স্থান অত্যন্ত আকর্ষণীয়। বিজয়নগর সৈকতে অনেকেই সানবাথ নেন। সারাদিন সেখানে আরামে বসতে পারেন। শুধু তাই নয়, সেখানে প্রচুর ফটোগ্রাফিও করতে পারবেন। এখানে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখার অভিজ্ঞতাই আলাদা।
লক্ষ্মণপুর সমুদ্র সৈকতের দৃশ্য উপভোগ করুন

অন্যান্য সামুদ্রিক স্থান থেকে লক্ষ্মণপুর সৈকতে সৌন্দর্য অনেকটাই আলাদা। এখানে নির্মল সামুদ্রিক জীবন উপভোগ করার আনন্দই আলাদা। এখানকার সৌন্দর্য হৃদয়ে গভীর ছাপ ফেলে। নীল জেটি থেকে দুই কিলোমিটার দূরে অবস্থিত এই স্থানে পায়ে হেঁটেও যাওয়া যায়।
কালাপাথর সমুদ্র সৈকতে স্নোরকেলিং

কালাপাথর গ্রামের কাছে অবস্থিত কালাপাথর সমুদ্র সৈকতটি বড় বড় কালো রঙের পাথরে ঘেরা। দূর থেকে চখে পড়ে সাদা বালি। হ্যাভলকের এক কোণে অবস্থিত এই সমুদ্র সৈকতটিও দারুণ দর্শনীয়।