দূষণ মুক্ত দেশ
জানেন কি এই প্রবল দূষণে ভরা বিশ্বেও এমন কিছু জায়গা রয়েছে যেগুলিতে এখনও দূষণ সেভাবে থাবা বসাতে পারেনি। ২০২৩-এর বেড়ানোর পরিকল্পনা করার আগে এমন কয়েকটি জায়গা বেছে নিন। যেখানে দূষণ তেমন ভাবে নেই। কারণ মহামারী কালে দূষণ মুক্ত পরিবেশে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে মানুষের পক্ষে। সেটা অত্যন্তু জরুরিও। বিশেষ করে বেড়ানোর েক্ষত্রে তো বটেই।

জার্মানি
দূষণ মুক্ত জায়গার প্রসঙ্গ উঠলেই সবার আগে যে দেশটির নেম সামনে আসে সেটি জার্মানি। ইউরোপের এই দেশটি ভীষণ ভাবে দুষণ মুক্ত এবং পরিচ্ছন্ন। বিশ্বের পরিচ্ছন্ন শহরের তালিকায় শীর্ষে রয়েছে জার্মানি। যেখানে পুনর্নবীকরণ শক্তির ব্যবহার বেশি হয়। অনেকে বিদেশে বেড়াতে গেলেও জার্মানিতে বেড়াতে যাওয়ার কথা ভাবেন না। ২০২৩ সালে জার্মানিকে বেড়ানোর তালিকায় রাখতেই পারেন।

নরওয়ে
বিশ্বের আরেকটি দূষণ মুক্ত দেশ নরওয়ে। ছবির মত সুন্দর এই দেশটি। নরওয়েতেও পুনর্নবীকরণ শক্তির ব্যবহার সবচেয়ে বেশি। সেকারণেই এই শহরের দূষণ অত্যন্ত কম হয়। এমনকী এই দেশ গ্রিন হাউস গ্যাসে তৈরিও অনেকটাই কমিয়ে নিয়ে এসেছে। যার ফলে নরওয়ে ভ্রমণ শরীর এবং স্বাস্থ্য সেই সঙ্গে মনও ভাল করে দেবে।

সুইডেন
তার পরের তালিকায়তেই রয়েছে সুইডেন। জনসংখ্যা কম থাকার কারণে কার্বন ডাই অক্সাইডের পরিমান এই দেশে কম। যা পরিবেশের ক্ষতিও অনেকটাই কম করে। খুব বেশি ভারতীয় সুইডেনে বসবাস করে না বা সুইডেনে বেড়াতেও যায়না। সুইডেন বিশ্বের ধনী দেশগুলির তালিকায় শীর্ষে রয়েছে বলাই যায়। এই দেশে সবুজের ভাগ বেশি।

ফিনল্যান্ড
ফিনল্যান্ডও বিশ্বের পরিচ্ছন্ন দেশগুলির তালিকায় সপ্তমে রয়েছে। এই দেশটিও ছবির মত সুন্দর। এখানে পুনর্নবীকরণ শক্তির ব্যবহার বেশি হওয়ার কারণে দূষণ কম হয়। জঙ্গলের সংরক্ষণে বেশি মন দিয়েছে এই দেশ। সেকারণে ফিনল্যান্ডে সবুজের ভাগ বেশি। তারপরেই রয়েছে অস্ট্রিয়া। এখানেও বেশি মানুষ বেড়াতে যান না। এখানে কৃষিজীবী মানুষ বেশি থাকার কারণে দূষণ কম। এই দেশেরও সিংহভাগ জুড়ে রয়েছে অরণ্য।

ফ্রান্স
ফ্রান্সও পরিচ্ছন্ন দেশের তালিকায় রয়েছে। যদিও ফ্রান্সের সব শহরকে দূষণ মুক্ত বলা যায় না। তবে এই দেশ পরিচ্ছন্নতার দিকে বেশি নজর রাখে। শিল্পায়ন থাকলেও সবুজায়নেও সমান জোর দেয় এই দেশ। ফ্রান্সে অনেকেই যান বেড়াতে। বিশেষ করে প্যারিসে। ফ্রান্সের পাশাপাশি ব্রিটেনও পরিচ্ছন্নতার দিক দিয়ে প্রথম সারির দেশ। তার পরেই রয়েছে সুইৎজার ল্যান্ড। ভারতীয়দের হট ফেবারিট জায়গার মধ্যে পড়ে সুইৎজারল্যান্ড। তারপরেই রয়েছে ডেনমার্ক।