দোলের পর স্ত্রীর সঙ্গে থাইল্যান্ড বেড়াতে যান কম খরচে, দারুণ সুযোগ দিচ্ছে IRCTC

Spread the love


দোলের পর বেড়াতে যাওয়ার প্ল্যান করছেন। দেশ না বিদেশ কোথায় যাবেন তা নিয়েও হয়তো দ্বিধায় রয়েছেন। মন চাইছে বিদেশ যেতে। আসলে সখ তো অনেকই আছে, কিন্তু সখ থাকলেও যে সাধ্যে কুলোচ্ছে না। বাজেটটাই আসল কথা। ট্র্যাভেল এজেন্সির সঙ্গে বেড়াতে গেলে অনেক সময়ই খরচ খানিকটা বাঁচে বটে তবে তাও সেরকম কিছু নয়। তা মনে মনে যদি সঙ্গীকে নিয়ে বিদেশ ভ্রমণের ইচ্ছে থাকে তাহলে এইবেলা ভারতীয় রেলের ওয়েবসাইটটা একবার খুলে দেখে নিন। থাইল্যান্ডে বেড়ানোর একটি নয়া প্যাকেজ এনেছে IRCTC। চলুন তাহলে এই বিশেষ অফারটি সম্পর্কে জেনে নেওয়া যাক। পকেট ফ্রেন্ডলি বাজেটে আগামী মার্চ মাসেই ঘুরে আসতে পারেন দক্ষিণ পূর্ব এশিয়ার অপূর্ব সুন্দর এই দেশটি থেকে।
হ্যাঁ, IRCTC আপনার জন্য নিয়ে এসেছে সবচেয়ে সাশ্রয়ী মূল্যের থাইল্যান্ড ট্যুর প্যাকেজ। এই প্যাকেজের নাম Delightful Thailand X Lucknow (NLOO8)। প্যাকেজটি পাবেন লখনউ শহর থেকে। রাত ৮টায় এখান থেকে ফ্লাইটটি টেক অফ করবে। এর প্যাকেজে ৬ দিন ৫ রাত ধরে থাইল্যান্ড ঘুরতে পারবেন। (All photo credit: pexels.com)

যাত্রা শুরু হবে ১৭ মার্চ থেকে

এই সফরটি শুরু হবে ১৭ মার্চ, চলবে ২২ মার্চ পর্যন্ত। এই পুরো প্যাকেজের জন্য যাত্রীকে ন্যূনতম ৫৭, ২০০ টাকা খরচ করতে হবে। এর মধ্যে রয়েছে ন্যাং নুচ, ট্রপিক্যাল গার্ডেন, আলকাজার শো এবং ব্যাংককের কোরাল আইল্যান্ড সহ জেমস্ গ্যালারি, ব্যাংকক হাফ ডে সিটি ট্যুর, চাইও ফ্রায়া ক্রুজ, সাফারি ওয়ার্ল্ড, মেরিন পার্ক, সি লাইফ ব্যাংকক, আইআরসিটিসি-র ওশান ওয়ার্ল্ড ট্যুর।

এই ট্যুর প্যাকেজের

এই ট্যুর প্যাকেজের

জন্য যাত্রীদের লখনউ থেকে ব্যাংককের ফ্লাইট নিতে হবে। ফেরার জন্য ব্যাংকক থেকে লখনউ পর্যন্ত সরাসরি ফ্লাইট রয়েছে। এই প্যাকেজের আওতায় যাত্রীরা হোটেলে থাকা, ফ্লাইটের টিকিট, খাবার ও পানীয় সহ নানা সুবিধা পাবেন। ভ্রমণকারীরা irctctourism.com-এ গিয়ে এই ট্যুর প্যাকেজের টিকিট বুক করতে পারেন। আগে এলে আগে পাওয়ার ভিত্তিতে এই প্যাকেজ বুক করা যাবে।

প্যাকেজে কী কী সুবিধা থাকছে

প্যাকেজে কী কী সুবিধা থাকছে

যারা থাইল্যান্ড ভ্রমণের স্বপ্ন দেখছেন তাঁদের জন্য এই প্যাকেজটি একটি সুবর্ণ সুযোগ। এই ট্রিপে এক জনের জন্য খরচ করতে হবে ৬৬,৬০০ টাকা। অন্যদিকে, দুজনের জন্য জনপ্রতি খরচ হবে ৫৭,২০০ টাকা। অর্থাৎ দুই জন এক সঙ্গে গেলে এই ট্রিপটা সস্তা হবে। এ ছাড়া তিনজনের সঙ্গে ভ্রমণে খরচ পড়বে জনপ্রতি মাত্র ৫৭,২০০ টাকা। ৫ থেকে ১১ বছরের একজন শিশুর জন্য একটি বিছানা সহ ৫৪,৩০০ টাকা এবং ২ থেকে ১১ বছরের একজন শিশুর জন্য একটি বিছানা ছাড়া খরচ হবে ৪৭,১০০ টাকা।



Source link