দেশের এই ৫ হোটেলের ভাড়া শুনলে চোখ কপালে উঠবে, এক রাতের ভাড়ায় ফ্ল্যাটের ডাউন পেমেন্ট হয়ে যাবে

Spread the love


বেড়াতে গিয়ে মধ্যবিত্ত ভ্রমণকারী সস্তার হোটেলেরই সন্ধান করেন। যতটা সাশ্রয় করা যায়। আবার এমন অনেক পর্যটক রয়েছেন যাঁরা বিলাসবহুল ভ্রমণ করতেই অভ্যস্ত। হতেই পারে আপনি সেরকমই একজন বিলাসী ভ্রমণপিপাসু। নামী দামি হোটেল ছাড়া হয়তো আপনার পোশায় না। শৈখিনতা আপনার জীবনের নিত্যসঙ্গী। তাহলে দেশের এই দামি হোটেলগুলির খোঁজ রাখতে পারেন। এগুলির এক রাতের ভাড়া যে কোনও মধ্যবিত্তের নাগালের বাইরে। এসব হোটেলে শুধু থাকতে গেলে প্রতিদিন ন্যূনতম ১৫ হাজার থেকে ৫ লক্ষ টাকা খরচ হতে পারে। মোটামুটি কয়েকদিনের ছুটি কাটাতে যাওয়ার খরচে একটি বাড়ি কেনা হয়ে যাবে। সেই সব হোটেলের পরিষেবাও অতুলনীয়।
তাজ ফলকনুমা, হায়দরাবাদ
হায়দরাবাদের এই বিলাসবহুল হোটেলের বাইরের বা ভিতরের সাজসজ্জা দেখলেই এর খরচ সম্পর্কে আন্দাজ করা যায়। এখানে থাকতে গেলে এক দিনের ভাড়া দিতে হয় ২৪ হাজার থেকে ৪ লক্ষ টাকা। এখানে থাকলে বেশ একটা রাজকীয় অনুভূতি আসে। (All photo credit: tajhotels.com)

তাজ লেক প্যালেস, উদয়পুর

রাজস্থানের উদয়পুরে একের পর এক সেরা জায়গা রয়েছে। তার মধ্যে একটি হল তাজ প্যালেস। এই হোটেলটি একটি খুব সুন্দর পাহাড়ি স্থানে অবস্থিত। এখানে এক রাতের ভাড়া ১৭ হাজার টাকা থেকে শুরু।

উমেদ ভবন প্রাসাদ, জোধপুর

উমেদ ভবন প্রাসাদ, জোধপুর

রাজস্থানের জোধপুরও কোন রাজকীয় জায়গা থেকে কম নয়। এখানকার উমেদ ভবন প্রাসাদ যে কাউকে আকৃষ্ট করবে। এই প্রাসাদে একদিনের শুধু থাকার ভাড়া ২১ হাজার থেকে শুরু, সর্বোচ্চ ৪ লক্ষ টাকা।

রামবাগ প্যালেস, জয়পুর

রামবাগ প্যালেস, জয়পুর

রাজস্থানের আরেকটি শহর হল জয়পুর। এখানে থাকলেও বেশ রাজা রাজা অনুভূতি হয়। কারণ, এখানকার রামবাগ প্যালেস। এখানে এক রাত থাকার ভাড়া ২৪ হাজার থেকে ৪ লক্ষ টাকা।

লীলা প্রাসাদ, দিল্লি

লীলা প্রাসাদ, দিল্লি

রাজধানী দিল্লিও সেরা হোটেলগুলি অন্যতম ভান্ডার। এখানে অনেক নামী দামি হোটেল। এগুলির মধ্যে লীলা প্রাসাদের এক রাত থাকার জন্য খরচ শুরু হয় ১১ হাজার থেকে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা পর্যন্ত। (photo credit: theleela.com)



Source link