নীল, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে মিনি মালদ্বীপ
আন্দামান সাগরের নিল দ্বীপ দেখতে যতটা সুন্দর, ঠিক ততটাই মনোরম। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এবং পরিবেশ হানিমুন কাপলদের মুগ্ধ করে দেবে। এখানকার সবুজ ধানক্ষেত, গ্রীষ্মমন্ডলীয় সমুদ্র সৈকত আর ফলের বাগান দেখে মনে হয় যেন এক চিলতে স্বর্গ এই ধরাধামে নেমে এসেছে। মালদ্বীপ যেভাবে কাপলদের জন্য হানিমুন ডেস্টিনেশনে পরিণত হয়েছে, ঠিক তেমনই বাজেট ফ্রেন্ডলি হানিমুন ডেস্টিনেশন হিসেবে নীল দ্বীপ বেশ বিখ্যাত। এখানে নৌবিহার উপভোগ করার সঙ্গে সঙ্গে অন্যান্য জলক্রীড়া পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে। বাইক ভাড়া করে সঙ্গীকে নিয়ে দ্বীপে ঘুরে বেড়ানো যায়। নীল দ্বীপের সামার স্যান্ডস বিচ রিসর্ট সমুদ্র সৈকতের একেবারে সামনে অবস্থিত। আর এই রিসর্ট আপনাকে মালদ্বীপের স্পন্দন দিতে পারে। রিসর্টটিতে ৬২টি বিলাসবহুল রুম এবং স্যুট, একটি প্রশস্ত সুইমিং পুল এবং একটি স্পা রয়েছে।
কীভাবে পৌঁছাবেন – নিল দ্বীপে পৌঁছানোর একমাত্র উপায় হল পোর্ট ব্লেয়ার থেকে ফেরি ধরা। (फोटो साभार : silversandhotels.com)