দীঘায় তো বহুবার গিয়েছেন, কিন্তু এই জায়গাগুলি কখনও দেখেছেন কি?

Spread the love


দিঘা বাঙালির এক প্রিয় স্থান। এখানে বেড়াতে যাওয়ার জন্য যাতায়াত, থাকার জায়গা, ছুটি ম্যানেজ সবই সহজে হয়ে যায়। শীত-গ্রীষ্ম-বর্ষা, বাঙালি পর্যটকদের কাছে দিঘা এক দারুণ ভরসা। হাতে দুই দিন থাকলেই দিঘা ঘোরা যায়। সকালে ভ্রমণ আর বিকেলে সমুদ্রের ধারে বসে প্রকৃতির রূপ দর্শন। আর সবচেয়ে বড় কথা দিঘা ঘুরতে পারেন একেবারে নিজের বাজেটের মধ্যে। হাজার দুয়েক টাকা পকেটে থাকলেই দিঘা ঘুরে নেওয়া যায় অনায়াসে। বাজেট সামান্য বাড়ালে তো বিলাস বহুল ভ্রমণ হয়ে যায়। তবে কেনাকাটার জন্য অতিরিক্ত খরচ হবে। সেটা যার যার পছন্দ। বড়দিনের জন্য হাতে তিন চারদিনের ছুটি যখন রয়েছে তখন দিঘা ঘুরে আসুন। আর এবার দেখে নিন দিঘার এই জায়গাগুলি। (photo credit: istock.com)

​অমরাবতী

দিঘা যুব আবাসনের পাশেই রয়েছে অমরাবতী পার্ক। টিকিট মাত্র ১০ টাকা। দিঘা গেলে এই পার্কে অবশ্যই যান। পার্কটি বেশ সুন্দর। সকাল সাড়ে ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পার্ক খোলা থাকে। অমরাবতী পার্কের মাঝখানে রয়েছে একটি ছোটো হ্রদ। পার্কজুড়ে রয়েছে প্রচুর ফুলের গাছ। পার্কে রয়েছে রোপওয়ে।

​নিউ দিঘার সমুদ্র সৈকত

সত্যি বলতে কি দিঘার প্রধান আকর্ষণ সমুদ্র। এমন লোকের সন্ধানও মেলে যাঁরা প্রতি বছর দিঘা যান শুধু সমুদ্রের পাড়ে বসে থাকবেন বলে। সমুদ্র দেখতে চাইলে ওল্ড এবং নিউ দিঘার সৈকত দুইই আছে। কিন্তু নিউ দিঘার সমুদ্রতটে হয়তো বেশি ভালো লাগবে। এখানে পায়ে হেঁটে ঘোরা যায়। সমুদ্র সৈকতে খেলাধুলো করে সময় কাটাতে পারেন। চাইলে সমুদ্রে সাঁতার কেটে, সৈকতে বালির পাহাড় গড়ে কিংবা চুপচাপ বসে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে পারেন। সমুদ্রে সৈকতের সঙ্গেই পেয়ে যাবে ঘোড়া। হর্স রাইডিং করতে চাইলে একটা রাউন্ডের জন্য ৫০ টাকার মতো খরচ পড়বে। বেলুনে বন্দু চালিয়ে লক্ষ্যভেদের জন্য খরচ পড়তে পারে ৩০ থেকে ১০০ টাকা। সমুদ্রের ধারে মালিশওয়ালাদের পেয়ে যাবেন। এরা বেশিরভাগই অল্পবয়সী কিশোর-কিশোরী। ৫০ টাকা দিলে তারা আরাম করে মালিশ করে দেবে। তবে রাতেরবেলা সৈকতে না যাওয়াই ভালো।

​দিঘা গেট

দিঘা গেট হল দিঘা প্রবেশের প্রবেশদ্বার। বঙ্গোপসাগরের সংলগ্ন জাতীয় সড়ক 116B-তে নির্মিত হয়েছে এই প্রবেশদ্বার। কংক্রিট এবং ইস্পাতের তৈরি এই বিশাল কাঠামোটি তার নকশার জন্য জনপ্রিয় হয়ে উঠেছে। স্থানীয় মৎস্যজীবীদের শ্রদ্ধা জানিয়ে গেটের আকৃতি তৈরি হয়েছে নৌকার মতো। রাতেরবেলা এই দিঘা গেচট আলোয় ঝলমলিয়ে ওঠে। এর কোনও প্রবেশ মূল্য নেই।

আরও পড়ুন: গোয়াতে বিনামূল্যে থাকার সুবিধা আছে, বেড়াতে যাওয়ার আগে সেখানকার নিয়ম জেনে নিন

​মোহনা

দিঘার অন্যতম দর্শণীয় স্থান হল মোহনা৷ দিঘা থেকে মিনিট ২০-র হাঁটা পথে পৌঁছে যেতে পারেন দিঘার মোহনায়। চম্পা নদী ও বঙ্গোপসাগরের সঙ্গমস্থল এটি। স্থানটি খুব সুন্দর। বিশেষ করে ভোর বেলা এই জায়গাটির সৌন্দর্য অসাধারণ। সন্ধ্যা এখানে সূর্যাস্ত দেখতেও দারুণ লাগবে। সকালে এই স্থান একটি ব্যস্ত মাছের বাজার। সকালে এখানে মাছ কেনাবেচার দৃশ্য দারুণ উপভোগ করা যায়। তাজা মাছের পাশাপাশি শুঁটকি মাছও এখানে পাওয়া যায়। তবে মাছের গন্ধ সহ্য করতে না পারলে এখানে না যাওয়াই ভালো। (photo credit: wikimedia commons)

​দিঘা বিজ্ঞান কেন্দ্র এবং জাতীয় বিজ্ঞান শিবির

দিঘা বিজ্ঞান কেন্দ্র সকাল ৯ টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এই বিজ্ঞান কেন্দ্র খোলা থাকে। এর প্রবেশ মূল্য ২৫ টাকা। এখানকার মূল আকর্ষণগুলি হল জীবন বিজ্ঞান, প্রতিফলনের গ্যালারি, 3D থিয়েটার, আলো এবং শব্দ সহ জুরাসিক পার্ক, জাতীয় বিজ্ঞান শিবির এবং বিজ্ঞান পার্ক। এছাড়াও বিজ্ঞান কেন্দ্রের অসংখ্য কার্যকলাপও দর্শককে মুগ্ধ করে। প্রজাপতির উপর প্রকৃতিপাঠ, যোগ দিবস, বিজ্ঞান কুইজ, বিজ্ঞান মেলা, বিজ্ঞান শিবির, উপকূলীয় জল দূষণের উপর কর্মশালা এবং আরও অনেক কিছুতে অংশ নেওয়া যয়। জুরাসিক পার্কের প্রবেশ মূল্য জনপ্রতি ১৫ টাকা। তারামণ্ডলের প্রদর্শন মূল্য ১০ টাকা। সায়েন্স শো দেখতে গেলে খরচ হবে ১০ টাকা। ২০ টাকার টিকিট কাটলে দেখা যাবে 3D শো। স্পেস অ্যান্ড অ্যাস্ট্রোনমি শো দেখার জন্য খরচ পড়বে জনপ্রতি ২৫ টাকা। এগুলি দেখা না দেখা পর্যটকের পছন্দের উপর নির্ভর করে। (photo credit: wikimedia commons)

আরও পড়ুন: ভারতেই রয়েছে এমন অভূতপূর্ব এক সাগর, যার সৌন্দর্য দেখলে থমকে দু দণ্ড দাঁড়াবেন আপনিও

​দিঘা অ্যাকোরিয়াম

অমরাবতী থেকে দশ মিনিট দূরে রয়েছে দিঘা অ্যাকোরিয়াম। যেখানে সামুদ্রিক মাছ সংরক্ষণ করে রাখা হয়েছে। বেশ সুন্দর একটি দর্শনীয় স্থান এখানে কিছুটা সময় কাটাতে পারেন। কোনও প্রবেশ মূল্য নেই। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই অ্যাকোরিয়াম খোলা থাকে। এর ১৫ মিনিট দূরত্বে রয়েছে দিঘার নতুন স্পট ঢেউ সাগর। এই স্পটটি যেহেতু নতুন তাই এবার গেলে এই জায়গাটি অবশ্যই ঘুরে দেখুন। এর কোনও প্রবেশমূল্য নেই। (photo credit: wikimedia commons)

আরও পড়ুন: মালদ্বীপের চেয়ে রাজধানী ‘মালে’ হানিমুনের পক্ষে বেশ সস্তা এবং আকর্ষণীয়



Source link