টিকিট চাওয়ায় সন্তানকে বিমানবন্দরে রেখে গেলেন দম্পতি, এমন করার আগে জেনে নিন বিমানে শিশুর টিকিট

Spread the love


মা-বাবার কাছে নিজের সন্তানের থেকে প্রিয়জন হয়তো আর কেউ হয় না। সন্তান তাঁদের কাছে সবচেয়ে মূল্যবান সম্পদও বটে। তাদের ছাড়া জীবন একরকম অসম্পূর্ণ। কিন্তু আবার এমন দম্পতির কথাও শোনা যায়, যাঁরা নিজেদের শিশু সন্তানকে নিছকই একটি খেলনা বলে মনে করেন। শিশুর অস্থিত্ব নিয়ে রসিকতা করেন। এই যেমন বেলজিয়ামের দম্পতির কথাই ধরা যাক। সম্প্রতি তাঁরা এমন কাজ করেছেন যা শুনলে আঁতকে উঠতে হয়। অজান্তেই মুখ থেকে বেরিয়ে যাবে কয়েকটি কথা, “এ আবার কেমন বাবা-মা, সন্তানকে নিয়ে কোনও চিন্তাই নেই!”
সাম্প্রতিক ঘটনা। তেল আবিব থেকে ব্রসেলস্ যাওয়ার ফ্লাইট ছিল সেই দম্পতির। সঙ্গে ছিল তাঁদের শিশু সন্তান। সবকিছু ঠিক ঠাক চলছিল। কিন্তু সন্তানের জন্য টিকিট কাটার প্রয়োজন বলে বিমান সংস্থা থেকে দাবি করা হলে জম্পতি তা অস্বীকার করেন। কিছুতেই তাঁরা শিশুর টিকিট কাটবেন না। শুরু হয় তুমুল তর্ক। তর্ক এতটাই বেড়ে যায় যে ওই দম্পতি চেক-ইন কাউন্টারে শিশুটিকে রেখে দিয়ে চলে যান। সকলে হতভম্ব হয়ে যায়। তড়িঘড়ি পুলিশ তদন্তে নামে। শিশু সন্তানকে এভাবে বিমানবন্দরে রেখে চলে যাওয়ার কারণ খুঁজে বের করার চেষ্টা করছেন তদন্তকারীরা।
সে যাইহোক, এই সব শুনে নিশ্চয়ই অবাক হয়ে গেছেন। মনে প্রশ্ন জাগছে যে, কত বয়স পর্যন্ত শিশু টিকিট না কাটলেও চলে। তাহলে চলুন এই প্রবন্ধের মাধ্যমে জানা যাক কত বয়স পর্যন্ত শিশুর বিমানের টিকিট কাটতে হবে কিংবা হবে না। (All photo credit: istock.com)

ভারতে বিমান ভ্রমণের জন্য কোন বয়সের বাচ্চাদের জন্য টিকিট কাটতে হয়

ভারত সরকারের বিমান ভ্রমণ সংক্রান্ত নিয়ম অনুযায়ী ২ বছর থেকে ১২ বছরের মধ্যে বাচ্চাদের টিকিট থাকতে হবে। এর অর্থ, শুধুমাত্র দুই বছরের কম বয়সী শিশুর জন্যই কোনও টিকিট চার্জ করা হবে না। বাবা-মায়েদের সঙ্গে শিশু সন্তান টিকিট ছাড়াই ভ্রমণ করতে পারবে।

১২ বছর বা তার বেশি বয়সীদের জন্য

১২ বছর বা তার বেশি বয়সীদের জন্য

যদি শিশুর বয়স ১২ বছর বা তার বেশি হয়, তাহলে ভারতে অপারেটিং এয়ারলাইনে ভ্রমণ করার ক্ষেত্রে তার অবশ্যই একটি টিকিট বা পাসপোর্ট থাকতে হবে। এই নিয়মটি সারা ভারতে প্রযোজ্য, তাই ওই বয়সের সন্তান থাকলে অভিভাবকদের সচেতন থাকা উচিত।

একক বিমান ভ্রমণের বয়সসীমা কত?

একক বিমান ভ্রমণের বয়সসীমা কত?

একা উড়ে যাওয়ার সঠিক বয়স যে এয়ারলাইন্সের ফ্লাইট যাওয়া হবে তাদের নিয়মের উপর নির্ভর করে। সাধারণত, ১৮ বছর বা তার বেশি বয়সী কিশোর বা সদ্য যুবক যাত্রীরা একা উড়তে পারেন। আবার, এমন কিছু এয়ারলাইন্স আছে যেখানে একা ভ্রমণের বয়স আরও বেশি। যেমন কিছু এয়ারলাইন্সে একা ফ্লাই করার বয়স ২১ বছর।

১৫ বছরের কম বয়সীদের একা যাওয়ার অনুমতি নেই

১৫ বছরের কম বয়সীদের একা যাওয়ার অনুমতি নেই

কিছু এয়ারলাইন্সে ১৫ বছরের কম বয়সীদের সঙ্গে অন্তত একজন অভিভাবক বা মা-বাবার প্রয়োজন হয়। প্রকৃতপক্ষে, বেশিরভাগ এয়ারলাইনগুলি সঙ্গীহীন অপ্রাপ্তবয়স্কদের আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ ফ্লাইটে চড়তে দেয় না। শুধুমাত্র ১৮ বছর বা তার বেশি বয়সের লোকেরা অভিভাবক ছাড়া ভ্রমণ করতে পারে।

বিমান ভ্রমণের বৈধ পরিচয়পত্র

বিমান ভ্রমণের বৈধ পরিচয়পত্র

ভারত সরকার দেশের অভ্যন্তরে বিমানে ভ্রমণের সময় প্রতিটি যাত্রীর জন্য একটি বৈধ ফটো পরিচয়পত্র (আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আই কার্ড ইত্যাদি) বহন করা বাধ্যতামূলক করেছে। ছোটোদেরও সেসব দেখাতে হয়। তাই তাদের আধার কার্ড সঙ্গে রাখুন।



Source link