জং জলপ্রপাত : অরুণাচলপ্রদেশের সবচেয়ে সুন্দর জলপ্রপাতটিকে দূর থেকে দেখলে চোখে পড়ে রামধনু

Spread the love


​জলপ্রপাতের নামকরণ

নুরানাং বা জং হল উত্তর-পূর্ব ভারতের অরুণাচল প্রদেশের তাওয়াং জেলার ১০০ ফিট জলপ্রপাত। এটি এই রাজ্যের সবচেয়ে সুন্দর জলপ্রপাতগুলির মধ্যে একটি। তাওয়াং রোডের জং শহরের কাছেই অবস্থিত এই জলপ্রপাত। শহরের নামানুসারেই এই জলপ্রপাতের নামকরণ হয়েছে। এটি সৃষ্টি হয়েছে সেলা পাসের ঢালের উপর দিয়ে বয়ে যাওয়া নুরানাং নদী থেকে। এটি তাওয়াং নদীর একটি উপনদী। (Photo credit: pexels.com)

​নুরানাং জলপ্রপাতের কিংবদন্তি

এই নুরানাং নামটির সঙ্গে জড়িয়ে রয়েছে এক রোমাঞ্চকর কিংবদন্তি। নুরানাং নামটি এসেছে নুরা নামের এক মনপা আদিবাসী মেয়ের নাম থেকে। ১৯৬২ সালে ভারত চিন যুদ্ধে জশবন্ত সিং রাওয়াত নামে এক ভারতীয় সৈনিক চিনা সৈন্যের হাতে ধরা পড়ে যেতেন। মনপা কন্যা নুরার সাহায্যে জশবন্ত সিং চিনা সেনাবাহিনীকে এড়িয়ে গা ঢাকা দিতে সক্ষম হন। নুরার সাহসকিতার কথ স্মরণ করেই স্থনীয়রা জলপ্রাপাতের নাম দেন নুরানাং। (Photo credit: wikimedia commons)

​সিনেমায় নুরানাং

অরুণাচল প্রদেশের এই গোপন জলপ্রপাতটি বলিউডের বেশ পছন্দের জায়গা। এখানে অনেক সিনেমারই শ্যুটিং হয়েছে। সেগুলির মধ্যে সবচেয়ে বিখ্যাত ১৯৯৭ সালে মুক্তি পাওয়া ‘কয়লা’ ছবিটি। এই ছবির ‘তানহাই, তানহাই’ গানের শ্যুটিং এখানেই হয়েছে। এটি ছিল অরুণাচল প্রদেশে শ্যুটিং হওয়া বলিউডের প্রথম ছবি। (Photo credit: wikimedia commons)

​নুরানাং জলপ্রপাত ভ্রমণ

অরুণাচল প্রদেশের তাওয়াং-এর জং শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে এটি প্রায় ৬,০০০ ফিট উপরে অবস্থিত। সেখনে যাওয়ার জন্য গাড়ি ভাড়া মেলে। জলপ্রপাত ছাড়াও তাওয়াং-এর অন্যান্য স্থানেও সেই গাড়িতে ঘুরতে পারবেন। পাহাড়ি রাস্তা ট্যাক্সি ভাড়া অনেকটাই বেশি হয়। তাওয়াং-এর আশপাশে একদিনের ভ্রমণের জন্য কমপক্ষে ৩,০০০ টাকা খরচ হবে। প্যাকেজ সিস্টেমে গাড়ি ভাড়া করতে পারেন। জলপ্রপাতের কাছে রয়েছে একটি প্রাচীন গুহা।
যদিও জলপ্রপাত পর্যন্ত হাঁটা একটু চ্যালেঞ্জিং ব্যাপার। প্রকৃতিপ্রেমীদের কাছে এই স্থান একরকম যেন স্বর্গরাজ্য। অ্যাডভেঞ্চারপ্রেমীরাও এই স্থান দারুণ উপভোগ করবেন। জলপ্রপাতের খানিকটা কাছে গেলেই তার জলের ঝাপটা গায়ে লাগে। দারুণ রোমাঞ্চ অনুভূত হয়। পিকনিক করার জন্যও েই স্থান আদর্শ। নদীর ধারে জলপ্রপাতের আশপাশের অঞ্চলগুলি অত্যন্ত সুন্দর। এলাকাজুড়ে রয়েছে অনের বাঁদর। তাই প্যামেরা, ফোন ইত্যাদি নিয়ে সাবধানে থাকবেন। আর ওদের সঙ্গে বেশি বন্ধুত্ব করার দরকার নেই। না হলে পস্তাতে হবে। (Photo credit: wikimedia commons)

​ভ্রমণের টিপস্

– বর্ষার সময় জলপ্রপাতের জল বেড়ে যায়। শীতে জল অনেকটাই শুকিয়ে যায়। তাই কোন সময় বেড়াতে যাবেন সেটা নিজে হিসেব করে নিন।

– বর্ষায় নুরানাং নদীর জল উপচে পড়ে। তাই জলপ্রপাতে যাওয়া নিরাপদ নয়। ভারী বৃষ্টির কারণে এখানে একাধিক দুর্ঘটনা ঘটেছে।
– জলপ্রপাত সংলগ্ন এলাকাটি এবড়ো খেবড়ো পাথরে ভরতি। তাই সাবধান।
– জলপ্রপাত এলাকায় কিন্তু কোনও শৌচাগার নেই। অতিতে এখানে একটি শৌচাগার ছিল। কিন্তু এটি এখন আবর্জনার ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

– জলপ্রপাত দিনের বেলাতেই দেখে আসুন। ঘণ্টাখানেক এখানে কাটাতে ভালোই লাগবে।
– এখানে দারুণ সব ছবি তোলার সুযোগ পাবেন। এখানে কোনও পার্কিং চার্জ নেই। জং জলপ্রপাতও পরিদর্শন করা যায় সম্পূর্ণ নিখরচায়। (Photo credit: wikimedia commons)

​ইনার লাইন পারমিট

অরুণাচল প্রদেশ রাজ্যের যে কোনও অঞ্চল ঘুরে দেখার জন্য অনুমতি প্রয়োজন। ইনার লাইন পারমিটের জন্য স্থানীয় প্রশাসনের কাছে আবেদন করলেই হয়। অরুণাচল সরকারের অনুমতি পত্র মেলে নয়া দিল্লি , কলকাতা, গুয়াহাটি এবং শিলং থেকে। অনলাইনেও অনুমতি পত্রের জন্য আবেদন করা যায়। এটি অনেকটা বিদেশের ভিসার মতো। সিঙ্গল ই-পারমিট কিংবা গ্রুপ ই-পারমিটের জন্য ১০০ টাকার মতো খরচ পড়ে। এই অনুমতি পত্র ৩০ দিন পর্যন্ত বৈধ হয়। এই অনুমতিতে অরুণাচল প্রদেশের ১২ টিপর্যটন সার্কিট ঘুরে দেখা যায়। (Photo credit: wikimedia commons)



Source link