নাইজেরিয়ায় ওয়াইন বিবাহ
নাইজেরিয়ায় বিয়ের সময় নববধূকে তাঁর বাবা এক কাপ ওয়াইন দেন। এর পর উপস্থিত অতিথিদের ভিড়ে থাকা হবু স্বামীকে কনে সেই গ্লাস দেন। আর সেই গ্লাস দেওয়ার নিয়মটিকেই বিবাহ হিসেবে বিবেচিত হয়।
রাশিয়া এবং পোল্যান্ডে ভদকা

রাশিয়া এবং পোল্যান্ডে ভদকায় ফলের রস বা অন্য কোনও মিশ্রণ যোগ পান করাকে বেঠিক বলে মনে করা হয়। এখানে ভদকা পান করতে হয় নিট।
ফ্রান্স এবং জার্মানিতে আই কনট্যাক্ট না হওয়া

ফ্রান্স এবং জার্মানিতে কেউ যদি চিয়ার্স করার সময় চোখে চোখ না রাখেন মানে আই কনট্যাক্ট না করেন, তাহলে পরবর্তী সাত বছরের জন্য তাঁর যৌন জীবনে কুপ্রভাব পড়ে। বিশ্বাস সেদেশের বাসিন্দাদের। একে সেভেন ইয়ার্স অফ ব্যাড সেক্স বলা হয়।
জার্মানিতে নববধূ অপহরণ

জার্মানিতে বিয়ের আগে বরের বন্ধু কনেকে অপহরণ করেন এবং তাঁকে একটি বারে নিয়ে যান। সেখানে তাঁরা বরের আসার জন্য অপেক্ষা করতে থাকেন। তারপর বর এসে কনেকে নিয়ে যাওয়ার জন্য সকলকে পানীয় কিনে দেন এবং পরিবর্তে কনেকে নিয়ে চলে যান। এটাই নিয়ম।
কনের জুতোর মধ্যে পানীয় গ্রহণ

আমাদের দেশের উত্তরাংশে যেমন বিয়ের সময় বরের জুতো চুরির প্রথার রয়েছে, তেমনই ইউক্রেনে চুরি করা হয় কনের জুতো। এরপর বিয়েতে জুতো চুরি করতে আসা লোকজনকে কনের জুতোয় মদ খেতে হয়। একই রকমভাবে, অস্ট্রেলিয়ার লোকেরা আনন্দের অনুষ্ঠানে জুতো পরে মদ পান করে।
স্পর্শ ছাড়াই শট পান করা

নেদারল্যান্ডসে কোপ-স্টো-চে নামে একটি প্রথা রয়েছে, যেখানে বারটেন্ডার একটি গ্লাসে জিনিভার এবং অন্য গ্লাসে বিয়ার ঢেলে দেন। মদ্যপানকারীকে প্রথমে তাঁর হাত স্পর্শ না করে জিনিভার পান করতে হয়, তারপর বিয়ার।
চিয়ার্স বলা নিষিদ্ধ

সুরা পান করার আগে চিয়ার্স বলার রীতি রয়েছে। কিন্তু হাঙ্গেরিতে গ্লাসে গ্লাস ঠেকিয়ে চিয়ার্স বলা নিষিদ্ধ। ১৮৪৯ সালে কিছু হাঙ্গেরিয়ান বিপ্লবীকে হত্যা করা হয়েছিল, এবং তারপরে অস্ট্রিয়ান সেনাবাহিনী মদের গ্লাস ঠেকিয়ে উল্লাস করেছিল। তখন থেকে হাঙ্গেরিতে এরকম করা নিষিদ্ধ।