কলকাতা থেকে বাংলাদেশ যাওয়ার প্ল্যান করছেন? জেনে নিন কীভাবে ট্রেনের টিকিট কাটবেন

Spread the love


নতুন বছরে বাংলাদেশ ভ্রমণের প্ল্যান করছে? খুব ভালো পরিকল্পনা। প্রতিবেশী দেশটি থেকে একবার অন্তত ঘুরে আসা এপার বাংলার বাঙালিদের দরকার। নিজেদের সংস্কৃতি সম্পন্ন একটি গোটা দেশ দেখে আবেগপ্রবণ না হয়ে পারবেন না। অনেকেরই আবার পূর্ব পুরুষের ভিটে রয়েছে বাংলাদেশে। নিজের ভিত খুঁজতেও অনেকে সেদেশে যাওয়ার কথা ভাবেন। তবে বাংলাদেশ যাওয়ার পরিকল্পনা করলে সবার আগে যাতায়াতের ব্যবস্থা করে নিতে হবে। আর বাংলাদেশ যাওয়ার সবচেয়ে ভালো অপশন হতে পারে মৈত্রী এক্সপ্রেস। (All photo credit: istock.com)

​মৈত্রী এক্সপ্রেস

মৈত্রী এক্সপ্রেস হল কলকাতা এবং ঢাকার মধ্যে যাতায়াতকারী এক্সপ্রেস ট্রেন। আন্তর্জাতিক এই ট্রেন আমাদের রাজ্যের রাজধানী কলকাতা এবং বাংলাদেশের রাজধানী ঢাকার মধ্যে নিয়মিতভাবে যাতায়াত করে। মৈত্রী শব্দের অর্থ বন্ধুত্ব। এই বন্ধুত্বের প্রতীক হিসেবে ২০০৮ সালের ১৪ এপ্রিল পয়লা বৈশাখের দিন এই ট্রেন চালু হয়।

​মৈত্রী এক্সপ্রেস ট্রেনের সময়সূচি

আন্তঃদেশীয় মৈত্রী এক্সপ্রেস কলকাতা থেকে ঢাকা যায় সপ্তাহে ৪ দিন। সোম, মঙ্গল, শুক্র এবং শনিবার। কলকাতা চিৎপুর স্টেশন থেকে ট্রেন ছাড়ে সকাল ৭টা ১০ মিনিটে। ঢাকায় পৌঁছায় বিকাল ৪টা ০৫ মিনিটে। একই রকমভাবে ঢাকা থেকে কলকাতা সপ্তাহে ৪ দিন আসে মৈত্রী এক্সপ্রেস। বুধ, শুক্র, শনি এবং রবিবার। ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে ট্রেন ছাড়ে সকাল সোয়া ৮টায়। কলকাতা চিৎপুর স্টেশনে পৌঁছায় বিকেল ৪টায়। যদিও সময়ের হের ফের মাঝে মধ্যেই হয়ে থাকে। তাই টিকিট কাটার সময় ও যাতায়াতের সময় রেলওয়ে ওয়েবসাইট দেখে নেওয়া খুব দরকার।

আরও পড়ুন: এগুলিই হল ভারতের দীর্ঘতম ট্রেন, যেগুলি টানতে প্রায় ৪ থেকে ৫ টি ইঞ্জিন লাগে

​মৈত্রী এক্সপ্রেসের টিকিট মূল্য

অন্য কোনও দেশে ভ্রমণ করতে হলে সেই দেশের ইমিগ্রেশন বাবদ একটা ভ্রমণ ফি প্রদান করতে হয়। তাই মৈত্রী এক্সপ্রেস ট্রেনের ভ্রমণ করতে হলে টিকিটের সঙ্গে ইমিগ্রেশন মূল্য সংযুক্ত থাকে। এই ট্রেনে এসি কেবিন এবং এসি চেয়ার- এই দুই ধরনের আসনের ব্যবস্থা রয়েছে।

  • কলকাতা থেকে ঢাকা যাওয়ার AC কেবিনের টিকিটের মূল্য – ২০১৫ টাকা (ভারতীয় মুদ্রা)। AC চেয়ার টিকিটের মূল্য– ১৩৪৫ টাকা (ভারতীয় মুদ্রা)। এছাড়াও ট্যাক্স বাবদ আরও কিছু টাকা যুক্ত হবে।
  • ঢাকা থেকে কলকাতা আসার AC কেবিনের টিকিটের মূল্য – ২৫২২ টাকা (ভারতীয় মুদ্রা)। AC চেয়ার টকিটের দাম ১৭৪৮ টাকা। এছাড়াও ট্যাক্স বাবদ আরও কিছু টাকা যুক্ত হবে।
  • পাসপোর্ট অনুসারে বয়স ১ থেকে ৫ বছরের মধ্যে হলে শিশুদের ক্ষেত্রে ৫০% ছাড়েরব্যবস্থা রয়েছে। পাঁচ বছরের বেশি হলে পুরো ভাড়া দিতে হবে।

তবে টিকিটের সঠিক মূল্য সংশ্লিষ্ট ওয়েব সাইট থেকে যাচাই করে নেওয়া উচিত।

আরও পড়ুন: ট্রেনের টিকিটে রোগী থেকে শুরু করে ছাত্র-ছাত্রী… অনেকের জন্যই থাকছে সুবিধা, আপনাকে শুধু জানতে হবে এই বিষয়গুলো

​কোথা থেকে টিকিট কাটবেন

কলকাতার চিৎপুর স্টেশন থেকে মৈত্রী এক্সপ্রেসের টিকিট কাটা যাবেন। যদিও টিকিট কাটতে গেলে বৈধ পাসপোর্ট এবং ভিসা বাধ্যতামূলক। ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে কলকাতা আসার টিকিট কিনতে পারবেন।

অনলাইনেও টিকিট কাটা যায়।

মৈত্রী এক্সপ্রেসের টিকিট, সময়সূচি সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য রেলওয়ে ওয়েব সাইট দেখে নিন।

আরও পড়ুন: ফ্লাইটের টিকিটের দামের দিকেও নজর দিয়ে দেখুন, এয়ারলাইন্স অপ্রয়োজনীয় ভাবে চার্জ করছে না তো ?



Source link