এ যেন ২১শে আইন! বিশ্বের কিছু দেশের আইন কানুন শুনলে ভড়কে যেতে পারেন, যাওয়ার আগে তাই সাবধান

Spread the love


ছুটি কাটাতে তো আমরা অনেকেই অনেক জায়গায় বেড়াতে যাই। নতুন নতুন জায়গার নতুন নতুন নিয়ম। যেখানেই যান না কেন, সেখানকার নিয়ম মেনে চলতেই হবে। না হলে বেড়াতে গিয়ে বিপদে পড়তে হতে পারে। এক এক দেশে যেন এক একটা ২১শে আইন! বিশ্বের কিছু দেশের আইন কানুন শুনলে রীতিমতো ভড়কে যেতে পারেন। তাই সেসব দেশে যাওয়ার আগে সেখানকার আইন কানুন সম্পর্কে জেনে নেওয়া ভালো। (All photo credit: pexels.com)

সিঙ্গাপুর

সিঙ্গাপুরে চুইং গাম চিবানো বেআইনি। আসলে ঠিক চিবানোতে আপত্তি নেই, আপত্তি হল সেটি চিবানোর পর কোথায় ফেলবেন তা নিয়ে।

ওকলাহোমা, মার্কিন যুক্তরাষ্ট্র

ওকলাহোমা, মার্কিন যুক্তরাষ্ট্র

ওকলাহোমাতে সার্ভিস ডগদের উপর নির্যাতন করা বেআইনি। এছাড়াও সেখানে কুকুরের দিকে তাকিয়ে কুৎসিত মুখ করা নিষিদ্ধ।

জার্মানি

জার্মানি

জার্মানিতে যদি গ্যাস ফুরিয়ে যায় এবং সেটি টেনে নিয়ে যাওয়ার অর্থ আইন ভঙ্গ করা। জার্মানির রাস্তায় অকারণে গাড়ি থামানো বেআইনি।

ফিজি

ফিজি

ফিজিতে টপলেস সানবাথ নেওয়া বেআইনি। তাছাড়া, এখানে নিজের কাঁধও ঢেকে রাখতে হয়।

ফ্লোরিডার মিয়ামি

ফ্লোরিডার মিয়ামি

মিয়ামিতে পশুদের অনুকরণ করা বেআইনি। এমনকি কাউকে উত্যক্ত করতে বা মজা করার জন্য করলেও তা বেআইনি।

জাপান

জাপান

জাপানে পথচারীদের উপর জলের ছিটে দিলে জরিমানা করা হয়।

ইংল্যান্ড

ইংল্যান্ড

ইংল্যান্ডের নিয়ম অনুসারে, কোনও নাবালকের বয়স ১০ বছর না হওয়া পর্যন্ত সে কোনও নগ্ন ম্যানকুইন দেখতে পারবে না। দেখলে তা হবে বেআইনিইংল্যান্ডের নিয়ম অনুসারে।



Source link