নানা ধরনের প্যাকেজ পাওয়া যাবে এই ক্রুজে –
ক্রুজটিতে একাধিক প্যাকেজ ইতিমধ্যেই পাওয়া যাচ্ছে। আপনি আপনার পরিবার, আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব না কি প্রিয় জনের সঙ্গে এই ক্রুজে চেপে যাত্রা করবেন, সেটা আগে নির্বাচন করে নিন। তা হলে আপনার পক্ষে ক্রুজের প্যাকেজ বেছে নেওয়ার কাজটাও অনেক সহজ হয়ে যাবে। তা হলে দেখে নেওয়া যাক কোন কোন ক্রুজ প্যাকেজ রয়েছে এই তালিকায়। এর মধ্যে আপনি পাবেন টেম্পল, টাইগারস অ্যান্ড ট্রেজারস (আট দিন), ইউরোপ অন দ্য গ্যাঞ্জেস (চার দিন), ইনক্রেডিবল বেনারস (চার দিন), কলকাতা থেকে ঢাকা (১২ দিন), রিভার সূত্রা (তিন দিন), আমাজন অফ দি ইস্ট (চার দিন), সিক্রেটস অব সুন্দরবনস (পাঁচ দিন), কলকাতা থেকে মুর্শিদাবাদ রাউন্ড ট্রিপ (আট দিন) এবং কলকাতা থেকে বেনারস (১২ দিন)। (photo credit: ashoksinghal@twitter)
কী ভাবে বুঝবেন কোন জায়গা থেকে শুরু হবে যাত্রা ?

ক্রুজে চেপে যাত্রা করার জন্য দিন এবং সময় অনেক আগে থেকেই সুপরিকল্পিত থাকে, যাতে ভ্রমণকারীরা ছুটির এই সময় নির্ঝঞ্ঝাটে ঘুরে বেড়াতে পারে, সময় কাটাতে পারেন। উদাহরণ স্বরূপ বলা যায়, আপনি যদি আমাজন অফ দি ইস্ট ভয়েজ বাছাই করেন, তবে এটি ওড়িশার ভুবনেশ্বর থেকে সাড়ে তিন ঘণ্টা দূরে অবস্থিত একটি অন্য ধরনের গ্রাম গুপ্তি থেকে শুরু হবে এবং সেখানেই আবার এসে শেষ হবে। (photo credit: ashoksinghal@twitter)
ট্রেনে কি ধূমপান করা যায়? ঝামেলায় পড়ার আগে জেনে নিন এই প্রশ্নের উত্তর
আমাজন অফ দি ইস্ট ভয়েজে কেমন থাকছে এই যাত্রার ব্যবস্থা ?

প্রথম দিনে আপনি ক্রুজে চড়বেন। বিকাল ৪টা থেকে ৬টার মধ্যে যাত্রা সংক্রান্ত সবটা জেনে নিতে পারবেন এবং সূর্যাস্ত উপভোগ করবেন। আপনি সেই সময় বঙ্গোপসাগরের বুকে গৌরবময় দৃশ্যের সাক্ষী হবেন। সন্ধ্যায় একটি মাল্টি কোর্স ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করা হবে। বিভিন্ন ধরনের সুস্বাদু খাবারে শুধু পেটই নয়, নিঃসন্দেহে আপনার মনও ভরবে।
দ্বিতীয় দিনে আবার ক্রুজটি ভিতরকণিকা জাতীয় উদ্যানের ম্যানগ্রোভ ইকোসিস্টেমের মধ্য দিয়ে যাবে, যার মধ্যে মাটির সমতল, খাঁড়ি এবং মোহনা রয়েছে। ক্রুজটি সেখানে বেশ কিছু ক্ষণের জন্য থামবে, যাতে আপনি নানা ধরনের উদ্ভিদ ও প্রাণিজগৎ খুব কাছ থেকে দেখতে পারেন। রাতের খাবার ক্রুজে পরিবেশন করা হবে। (photo credit: Navbharat Times)
তৃতীয় ও চতুর্থ দিনে ঠিক কী হবে ?

তৃতীয় দিনটি হবে পাখি পর্যবেক্ষণের দিন। একাকুলায় একটি স্টপ দেওয়া হবে ক্রুজের তরফে, যেখানে আপনি বঙ্গোপসাগরের নীল জলে পা ডুবিয়ে সমুদ্র সৈকত ধরে হাঁটতে পারেন। অনন্য সময় কাটবে সেখানে। চতুর্থ দিনে আপনি একটি অত্যাশ্চর্য প্রাকৃতিক দৃশ্যের সাক্ষী হবে। ক্রুজে বসে সূর্যোদয় দেখার মজাই আলাদা। সারা দিন হই হুল্লোড় করে কাটয়ে বিকেলের মধ্যে আপনি গুপ্তি বন্দরে ক্রুজ থেকে নামবেন। ক্রুজের সফর সেখানেই শুরু হয়েছিল। আবার শেষ হবে সেখানেই। (photo credit: Navbharat Times)
আপনি কি জানেন মণিপুরের এই অদ্ভুত গ্রামে অবিবাহিত মেয়েদের মাটির হাঁড়ি বানানোর কোনও অনুমতি নেই ?
ঠিক কত খরচ পড়বে এবং বুকিং করবেন কী ভাবে ?

আপনি যদি অন্তরা ক্রুজের ওয়েবসাইটটি দেখেন, তা হলে সেখান থেকেই আপনি আপনার পছন্দের সমুদ্রযাত্রা নির্বাচন করতে পারেন। এক বার আপনি ওয়েবসাইটের ভেতরে ঢুকে উপরের ডান দিকের কোনায় ‘বুক’ অপশনে ক্লিক করলে একটি নতুন পৃষ্ঠা খুলবে। ফর্ম জমা দেওয়ার আগে আপনাকে আপনার সমস্ত বিবরণ যেমন নাম, ই মেল, ফোন নম্বর এবং তারিখ পূরণ করতে হবে। মূল্য সম্পর্কে সমস্ত বিবরণ দেওয়া থাকে সেখানে। আপনার ক্রুজ প্যাকেজের বাজেট সম্পর্কিত কোটেশন সেখানে দেখতে পাবেন। যাই হোক, প্রতি দিনের জন্য গড় খরচ পড়বে প্রায় ২৪ হাজার ৫০০ টাকা থেকে। তার চেয়ে বেশি দামের প্যাকেজও পাবেন আপনি। তবে এ কথা জানিয়ে রাখা জরুরি যে, ভারতীয় এবং বিদেশি পর্যটকদের জন্য ভাড়া এই একই থাকে। (photo credit: Navbharat Times)
গঙ্গা বিলাস পথ ঠিক কী ?

বিশ্বের দীর্ঘতম নদী ক্রুজ ভারত ও বাংলাদেশের মোট ২৭টি নদী ও শাখা প্রশাখার মধ্য দিয়ে যাত্রা করবে। আপনার বেছে নেওয়া ক্রুজের উপর নির্ভর করে ক্রুজের রুট আলাদা হবে। এটি প্রয়াগরাজ, বারাণসী, পাটনা, কলকাতা, ঢাকা, গুয়াহাটি এবং ডিব্রুগড় সহ অন্যান্য শহরগুলির উপর দিয়ে যাত্রা করবে। প্রথম যাত্রা শুরু হবে ১৩ জানুয়ারি প্রয়াগরাজ থেকে এবং শেষ হবে ১ মার্চ ডিব্রুগড়ে গিয়ে। এটি ভ্রমণকারীদের ৫০টি পর্যটন স্পট ঘুরে দেখার সুযোগ করে দেয়, যার মধ্যে অনেকগুলি ঐতিহ্যমূলক এলাকা এবং জাতীয় উদ্যানও অন্তর্ভুক্ত থাকবে।(photo credit: Navbharat Times)
গঙ্গা বিলাস ক্রুজের ভেতরের ব্যবস্থা সম্পর্কে জানেন কি আপনি ?

গঙ্গা বিলাস এমন এক ধরনের ক্রুজ, যার প্রতিটি কোণই বিলাসিতায় পরিপূর্ণ। সেন্ট্রাল এয়ার কন্ডিশনার ব্যবস্থা রয়েছে এই ক্রুজে। সুবিশাল ক্রুজ কেবিনের মধ্যে থাকছে একটি করে বিছানা, একটি ওয়ার্ডরোব, আয়না এবং একটি ওয়ার্ক স্টেশন। অন বোর্ড কোনও যাত্রীর জন্য যা যা প্রয়োজন হতে পারে, তার সব কিছুই রয়েছে এই ক্রুজের ভেতরে। চাইলে কেউ ক্রুজে চেপে নদীর বুকে ভেসে ভেসে ওয়ার্ক ফ্রম এনিহোয়্যার করতে পারেন। (photo credit: Navbharat Times)
মার্চ মাস পড়লে আপনার অবশ্যই উত্তর পূর্ব ভারতের এই সুন্দর জায়গাগুলি ঘুরে আসা উচিত
রয়েছে নানা ধরনের ক্রুজের ব্যবস্থাও –

আপনি কোন প্যাকেজ নিচ্ছেন, তার উপর ভিত্তি করে নানা ধরনের ক্রুজ বেছে নিতে পারেন। সেই নানা ধরনের ক্রুজের তালিকায় রয়েছে অন্তরা গঙ্গা বিলাস, অন্তরা গঙ্গা ভয়েজার, অন্তরা নৌকা বিলাস এবং অন্তরা গঙ্গা ভয়েজার।
তা হলে অপেক্ষা কীসের? ক্রুজের ওয়েবসাইট দেখে নিজের ইচ্ছে মতো ক্রুজ বেছে নিন এবং শুধু মাত্র ভারতের নয়, বিশ্বের দীর্ঘতম নদী ক্রুজে ট্রিপ বুক করে উপভোগ করুন। (photo credit: Navbharat Times)