এবারের ভ্যালেন্টাইন্স ডে-তে দুর্দান্ত উপহার দিচ্ছে IRCTC, কম খরচে গোয়া ঘুরে আসতে পারেন কাপলরা

Spread the love


বাঙালিরা সারা বছর অপেক্ষা করে থাকে দুর্গাপুজোর জন্য। ছাত্রছাত্রী, কিশোর কিশোরীরা অপেক্ষা করে সরস্বতী পুজোর জন্য। বড়দিন কিংবা ঈদের জন্যও অপেক্ষা থাকে সারা বছর। কিন্তু কাপলরা মূলত অপেক্ষা করে থাকেন ফেব্রুয়ারি মাসের জন্য। এই মাসের ১৪তম দিনটিতেই তো আন্তর্জাতিক ভালোবাসা দিবস। হুজুগ প্রিয় দম্পতিদের কাছে এই দিনটিই সবচেয়ে স্পেশাল। এই দিনে অনেকে প্রিয়জনকে প্রোপোজ করেন, কেউ বিয়ের প্রস্তাব দেন, কেউ নিবিড়ভাবে সময় কাটান। উপহার, ফুল, প্রতিশ্রুতি, কিংবা সারপ্রাইজের বন্যা তো রয়েইছে।
তা এবারের ভ্যালেন্টাইন্স ডে-তে সঙ্গীকে কী উপহার দেবেন ভাবছেন? এখনও প্ল্যান করা না হলেও ক্ষতি নেই। একটি রেডিমেড উপহারের প্যাকেজ নিয়ে তৈরি আছে IRCTC। তাদের এই উপহারটি ভালোবাসার দিনটিকে আরও বিস্ময়কর করে তুলতে পারে। আর সঙ্গী তো এই সারপ্রাইজ পেয়ে আনন্দে আত্মহারা হয়ে উঠবেন। এবারের ভ্যালেন্টাইন্স ডে-তে কাপলদের জন্য একটি বিশেষ প্যাকেজ নিয়ে এসেছে ভারতীয় রেল। প্যাকেজটি নিলে কম খরচে গোয়ায় সঙ্গীর সঙ্গে একান্তে সময় কাটাতে পারবেন ওই দিনটিতে।

IRCTC-র ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল গোয়া ট্যুর প্যাকেজ

IRCTC-র এই ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল প্যাকেজটি হবে ৫ দিন এবং ৪ রাতের। কেউ যদি এই প্যাকেজে একা যেতে চান, তাহলে খরচ হবে ৫১,০০০ টাকা। অন্যদিকে, দুইজন গেলে তাদের দিতে হবে জন প্রতি ৪০,৫০০ টাকা। তিনজনের জন্য বুকিং দিতে জনপ্রতি খরচ হবে ৩৪,১৫০ টাকা।

এই প্যাকেজ কবে থেকে শুরু হচ্ছে

এই প্যাকেজ কবে থেকে শুরু হচ্ছে

IRCTC ওয়েবসাইট অনুসারে, গোয়ার এই সফর শুরু হচ্ছে ১১ ফেব্রুয়ারি থেকে। অফার পাবেন ৭ মার্চ পর্যন্ত। স্বল্প বাজেটে গোয়া দেখার এটি একটি দুর্দান্ত সুযোগ।

প্যাকেজে কী কী সুবিধা থাকছে

প্যাকেজে কী কী সুবিধা থাকছে

শুধু উত্তর নয়, দক্ষিণ গোয়াত ট্যুরও করা যাবে এই প্যাকেজের আওতায়। ভুবনেশ্বর, চণ্ডীগড়, ইন্দোর এবং পাটনার মতো জায়গা থেকে ফ্লাইটে গোয়া নিয়ে যাওয়া হবে যাত্রীদের। তাঁদের যাতায়াতের জন্য টিকিট থেকে শুরু করে পাঁচ দিনের সকালের জলখাবার এবং চার রাতের ডিনার দেওয়া হবে।

কোন কোন জায়গায় ঘোরানো হবে

কোন কোন জায়গায় ঘোরানো হবে

দক্ষিণ গোয়ার মিরামার বিচ, মান্ডভি নদীতে ক্রুজ, উত্তর গোয়ার বাগা বিচ, স্নো পার্কে বেড়াতে নিয়ে যাওয়া হবে। মনের মতো খাবার খেতে চাইলে সামুদ্রিক খাবারের রেস্তোরাঁতে যেতে পারেন। এটি প্যাকেজের মধ্যেই পড়বে। মেতে উঠতে পারেন ওয়াটার স্পোর্টসেও। এটিও প্যাকেজের অন্তর্ভুক্ত।

কীভাবে বুকিং করবেন

কীভাবে বুকিং করবেন

কেউ যদি এই ট্যুর প্যাকেজটিতে আগ্রহী হন, তাহলে তিনি IRCTC-র অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে এটি বুক করতে পারেন। এছাড়াও, আইআরসিটিসি-র পর্যটক সুবিধা কেন্দেরর আঞ্চলিক অফিসেও বুকিং নেওয়া হচ্ছে। কেউ যদি প্যাকেজ সম্পর্কে আরও তথ্য পেতে চান, তাহলে IRCTC-এর অফিশিয়াল ওয়েবসাইটে লগ অন করুন।



Source link