লেহ লাদাখের বাজেট
কেউ যদি লাদাখের পুঙ্খানুপুঙ্খভাবে ঘুরতে চান, তাহলে কম করে ১৩ দিন সময় লাগবে। যাত্রা শুরু হবে দিল্লি থেকে। একা বা দুই জন বেড়াতে গেলে খরচ বেশি হবে। তবে ৩ থেকে ৫ জনের একটি দল নিয়ে ভ্রমণ করলে ভ্রমণের খরচ অনেকটাই কমে আসবে।
লাদাখে থাকার জায়গা

লেহ লাদাখে যদি ১৩ থেকে ১৪ দিন থাকার প্ল্যান থাকে তাহলে এখানে থাকা এবং খাওয়ার খরচ হবে জনপ্রতি ১২০০০ থেকে ১৮০০০ টাকা। টোল, পারমিট ফি, মঠে প্রবেশের ফি প্রতিদিন ১০০০ থেকে ১৫০০-এর মধ্যে আসে। কোনও কোনও ক্ষেত্রে আবার খরচ কমও হতে পারে। বিশেষ করে তাঁবু বা কোনও ধাবাতে থাকলে মাত্র ১২৫ থেকে ১৫০ টাকা দিতে হয়। সেখানে হোটেলে ভাড়া দিতে হতে পারে ৫০০ থেকে ৮০০ টাকার মতো। আর যদি হোমস্টেতে থাকার কথা ভাবে, তাহলে এর জন্য আপনাকে ১০০০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত খরচ করতে হতে পারে।
লেহ লাদাখে খাবারের খরচ

থাকার মতো খাবারের ক্ষেত্রেও একেক জায়গায় একেক দাম। চাইনিজ, রুটি তরকারি কিংবা আমিষ খাবার সবই পাবেন সেখানে। রাস্তার ধাবা থেকে শুরু করে দামি হোটেল রেস্তোরাঁ সব জায়গাতেই খাবার পাবেন। বলা বাহুল্য, দামি হোটেলে খাবারের দামবেশি। ধাবায় খেতে চাইলে খাবারের খরচ হতে পারে জনপ্রতি ৫০ থেকে ৭০ টাকা। এবং একই খাবার যদি কেউ লেহ-এর চাংস্পা রোডের কোনও রেস্তোরাঁয় খান, তাহলে জনপ্রতি খরচ হতে পারে ১৫০ থেকে ১৭০ টাকা। এছাড়াও, আরও দামি হোটেলে খাবারের দাম আরও বেশি। সঙ্গে সবসময় জলের বোতল রাখবেন। লেহ লাদাখের মতো স্থানে এটা খুব জরুরি।
লাদাখে পরিবহন খরচ

লেহ লাদাখ ভ্রমণের সময় কী ধরনের পরিবহন আপনি নেবেন তার উপর মির্ভর করবে বাজেট। এখানে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করতে গেলে একটু বিপদে পড়তে হতে পারে। কারণ অন্যান্য পর্যটনকেন্দ্রের মতো এখানে অহরহ যানবাহন পাওয়া যায় না। নির্দিষ্ট টাইম টেবিল মেনে গাড়ি চলে। তাছাড়া তাতে বেড়াতে সময়ও বেশি লাগবে। তার চেয়ে গাড়ি ভাড়া করে নেওয়া ভালো। লেহ লাদাখে বেড়াতে গেলে ৩৩০০ থেকে ৩৬০০ কিলোমিটার ভ্রমণ করতে হবে। এর জন্য জ্বালানি খরচও হবে যথেষ্ট। তাই শুধু গাড়ির জন্যই এখানে ১৩২০০ থেকে ১৪৪০০ টাকা পর্যন্ত খরচ হতে পারে। শুধু মনে রাখবেন পাহাড়ি এলাকায় আপনার গাড়ি বা বাইক সমতলের তুলনায় অনেক কম মাইলেজ দেবে। খাবার, বাসস্থান সহ সেলফ ড্রাইভ মোডে লাদাখ ভ্রমণের জন্য প্রায় ২৫২০০ থেকে ৩২৪০০ টাকা খরচ হতে পারে।
ভাড়া গাড়িতে সেল্ফ ড্রাইভিং

কেউ যদি গাড়ি ভাড়া করতে চান তাহলে তিনি দৈনিক প্রায় ১২০০ থেকে ১৪০০ টাকার মধ্যে ভালো যানবাহন পেয়ে যাবেন। ১৪ দিনের ভ্রমণে সেল্ফ ড্রাইভ গাড়ি নিলে খরচ হবে ১৬,০০০ টাকার মতো। মোটামুটি জ্বালানি নিয়ে খরচ হতে পারে ২০,০০০ থেকে ৪০,০০০-এর মধ্যে।
লেহ লাদাখে পারমিটের দাম

লাদাখের জন্য ইনার লাইন পারমিটের খরচ দুটি ভাগে বিভক্ত। পরিবেশ করের জন্য জনপ্রতি ৪০০ টাকা এবং বন্যপ্রাণী সুরক্ষা ফি বাবদ জনপ্রতি ২০ টাকা নেওয়া হয়।
লেহ লাদাখ বাজেট ভ্রমণের সবচেয়ে ভালো উপায় হল দল বেঁধে ঘোরা। একা ঘুরলে খরচ হবে আকাশছোঁয়া। সবচেয়ে বেশি খরচ হবে গাড়ির জন্য। দল বেঁধে ঘুরলে খরচ ভাগ হয়ে যায়।