এগুলিই হল ভারতের দীর্ঘতম ট্রেন, যেগুলি টানতে প্রায় ৪ থেকে ৫ টি ইঞ্জিন লাগে

Spread the love


ছোটবেলা থেকে আজ অবধি আমরা অনেকেই বহু বার ট্রেনে চড়ে ভ্রমণ করেছি। এবং এক বার নয়, একাধিক বার সেই ট্রেনের যাত্রা উপভোগও করেছি। এক শহর থেকে অন্য আর এক শহরে অথবা এক রাজ্য থেকে অন্য আর এক রাজ্যে যাতায়াতের জন্য আমরা ট্রেনকেই সর্বোত্তম, সবচেয়ে সস্তা এবং নিরাপদ পরিবহনের মাধ্যম হিসেবে দেখি। ভারতে প্রতি দিন প্রায় কোটি কোটি মানুষ ট্রেনে যাতায়াত করে। আপনারা অনেকেই জানেন যে দেশের দ্রুততম ট্রেন কোনটি। কিন্তু আমরা যদি আপনাকে জিজ্ঞাসা করি যে, দেশের চতুর্থ দীর্ঘতম ট্রেন কোনটি? অনেকেই হয়তো সেই প্রশ্নের জবাব দিতে পারবেন না। কারণ এ সম্পর্কে আপনাদের অনেকেরই হয়তো ধারণা নেই। তা হলে বরং চলুন, এই বেলা দেখে নেওয়া যাক, আমাদের দেশের দীর্ঘতম ট্রেন কোনটি। কীই বা তার স্পেশ্যালিটি? (All photo credit: istock.com)

​বিবেক এক্সপ্রেস

বিবেক এক্সপ্রেস ভারতের দীর্ঘতম দূরত্বের ট্রেন বলে বিবেচনা করা হয়। বলা হয় যে, এই এক্সপ্রেস ট্রেনটি দেশের উত্তর পূর্ব প্রান্তের ডিব্রুগড় থেকে যাত্রা শুরু করে এবং দক্ষিণ ভারতের দক্ষিণতম অংশ কন্যাকুমারী পর্যন্ত এর ট্রেন রুট রয়েছে। এই ট্রেনটি তিরুঅনন্তপুরম, কোয়েম্বাটুর, বিজয়ওয়াড়া, বিশাখাপত্তনম, ভুবনেশ্বর, কটক এবং জলপাইগুড়ির মতো বিভিন্ন স্থানের মধ্য দিয়ে যায়। এটি কন্যাকুমারী থেকে রাত ১১ টায় ছেড়ে যায় এবং পঞ্চম দিন সকালে ডিব্রুগড়ে পৌঁছায়। এই ট্রেনটি প্রায় ২৩টি কোচ নিয়ে চলাচল করে। বিবেক এক্সপ্রেস ট্রেনটি প্রায় ৪২৩৪ কিলো মিটার দূরত্ব অতিক্রম করে।

​সুপার ভাসুকি

এই ট্রেনটি সম্পর্কে আপনাদের মধ্যে অনেকেই হয়তো কমই জানেন। তা হলে বলে ফেলা যাক যে, ভারতের অন্যতম দীর্ঘতম ট্রেনের নাম সুপার ভাসুকি। স্বাধীনতা দিবসের ৭৫তম বার্ষিকীতে এই ট্রেনটি চালু হয়েছিল বলে জানা গেছে। এই ট্রেনটির একটি বিশেষ বিষয় হল যে, এটি ৬টি ইঞ্জিন দিয়ে চলে। এই ট্রেন সম্পর্কে আরও বলা হয়েছে যে, ট্রেনটি প্রায় ২০ টি থেকে ৩০ টি কোচ নয়, একেবারে ২৯৫ টি কোচ একসঙ্গে বহন করে। এবং এই ট্রেনটিই প্রায় সাড়ে তিন কিলো মিটার দীর্ঘ। ট্রেনের রুট ছত্তিশগড়ের কোরবা থেকে শুরু হয়ে শেষ হয় নাগপুরের রাজনন্দগাঁও পর্যন্ত।

​শেষনাগ ট্রেন

উপরের দু’টি ট্রেন ছাড়াও শেষনাগ ট্রেনটিকেও দীর্ঘতম ট্রেনের তালিকায় বিবেচনা করা হয়। এই ট্রেনের দৈর্ঘ্য প্রায় ২ কিলো মিটার ৮০০ মিটার। বলা হয় যে, এই ট্রেনটি এতটাই দীর্ঘ যে, সেটিকে টানতে প্রায় ৫০ টি ইঞ্জিনের সাহায্য নিতে হয়। এর ট্রায়াল নাগপুর ডিভিশন থেকে শুরু করে বিলাসপুর ডিভিশনের কোরবা পর্যন্ত করা হয়েছিল। এবং এটি ৪ টি ট্রেনের সংযোগ দিয়ে শুরু হয়েছিল। সুপার ভাসুকি এবং শেষনাগ ট্রেন হল মালবাহী ট্রেন

আরও পড়ুন: ট্রেনের নতুন নিয়ম অনুযায়ী এবার থেকে কতক্ষণ ঘুমোতে পারবেন যাত্রীরা? ভ্রমণকারীরা আজই ভালো করে জেনে নিন

​প্রয়াগরাজ এক্সপ্রেস

প্রয়াগরাজ ট্রেনটিকেও ভারতের দীর্ঘতম ট্রেন, বলা হয় যে এই ট্রেনটি প্রায় ২৪ টি কোচ নিয়ে চলে। এই বিখ্যাত ট্রেনটি দিল্লি এবং প্রয়াগরাজের মধ্যে চলাচল করে।

আরও পড়ুন: সপ্তাহে ২ বার চলবে দেশের দীর্ঘতম যাত্রাপথের ট্রেন ‘বিবেক এক্সপ্রেস’, চোখের নিমেষে দীর্ঘ পথ পেরোবে এই দ্রুত গতির ট্রেন



Source link