এই দেশগুলিতে ভারতীয় লাইসেন্স দিব্য চলে, বিদেশের মাটিতে গাড়ি চালাতে চাইলে সঙ্গে রাখুন নিজের DL

Spread the love


প্রতি বছর বিপুল সংখ্যক ভারতীয় বিদেশ ভ্রমণের পরিকল্পনা করে থাকেন। বিদেশে পৌঁছানোর পরে পর্যটক হয় ট্যাক্সি নেন কিংবা স্থানীয় পরিবহনের সাহায্য নেন। কিন্তু দেশ ভ্রমণের সময় অনেকেরই ইচ্ছে করে নিতে হাতে গাড়ি চালিয়ে নিজের মতো করে ঘুরতে। ঠিক যেমন বলিউড সিনেমায় হয়। ওভাবে নিজেরা গাড়ি চালিয়ে স্বাধীনভাবে পর্যটনের আনন্দ অভিজ্ঞ পর্যটক মাত্রই জানেন। কিন্তু সিনেমায় তো অনেক কিছুই হয়। গল্পের গরু সেখানে গাছে উঠে লেজ নাড়ে । কিন্তু তা বলে কি ওভাবে নিজেরা গাড়ি চালিয়ে বিদেশ দেখা যায়? আলবাত দেখা যায়। ভারতীয় ড্রাইভিং লাইসেন্স সঙ্গে থাকলে এই দেশগুলিতে অনায়াসে গাড়ি ভাড়া করে তা চালিয়ে ঘুরতে পারেন আপনিও। (All Photo credit:pexels.com)

অস্ট্রেলিয়া

সাউথ ওয়েলস, কুইন্সল্যান্ড, কোস্টাল অস্ট্রেলিয়া এবং অস্ট্রেলিয়ান ক্যাপিটাল অঞ্চলের রাস্তায় ভারতীয় লাইসেন্স ব্যবহার করে গাড়ি চালাতে পারেন। উত্তর অস্ট্রেলিয়ায় নিজস্ব ভারতীয় ড্রাইভিং লাইসেন্স দিয়ে মাত্র তিন মাসের জন্য গাড়ি চালানোর অনুমতি পাওয়া যায়। তবে লাইসেন্সটি ইংরেজি ভাষায় হতে হবে।

যুক্তরাজ্য

যুক্তরাজ্য

ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং ওয়েলস্ এই তিন দেশ নিয়ে গঠিত যুক্তরাজ্যের রাস্তায় এক বছরের জন্য ভারতীয় পাসপোর্ট দিয়ে গাড়ি চালানোর অনুমতি মেলে। তবে এই লাইসেন্সে শুধুমাত্র ছোট মোটর ও মোটর সাইকেল চালানোর অনুমতি রয়েছে।

জার্মানি

জার্মানি

জার্মানিতে গাড়ি চালাতে হয় ডান দিক দিয়ে। মানে আমরা যেমন বাঁ দিক ঘেঁষে গাড়ি চালাই সেরকম নয়। ঠিক তার বিপরীত দিকে। ভারতীয় ড্রাইভিং লাইসেন্স থাকলে আলাদা করে ড্রাইভার ভাড়া করতে হবে না। নিজেই গাড়ি চালানোর অনুমতি পাবেন। শুধু গাড়ি নয়, ভাড়া পাবেন দু চাকার যানও। জার্মানিতে ভারতীয় ড্রাইভিং লাইলেন্সে ছয় মাস পর্যন্ত গাড়ি চালাতে পারেন। তবে সুবিধার জন্য সঙ্গে একটি জার্মান বা ইংরেজি লাইসেন্স রাখুন।

মার্কিন যুক্তরাষ্ট্র

মার্কিন যুক্তরাষ্ট্র

মার্কিন যুক্তরাষ্ট্রে গাড়ি চলে ডান দিক ঘেঁষে। তবে ভারতীয় ড্রাইভিং লাইসেন্স থাকলে যে সেদেশে এক বছরের মতো গাড়ি চালানোর অনুমতি মেলে। সেদেশের কোনও প্রদেশে গাড়ি চালাতে গেলে সেই প্রদেশের মোটর ভেহিকেলস্-এর অফিসে সরাসরি যেতে হয়। একমাত্র শর্ত হল ড্রাইভিং লাইসেন্সটি অবশ্যই ইংরেজিতে হতে হবে।

নিউজিল্যান্ড

নিউজিল্যান্ড

ভারতীয় ড্রাইভিং লাইসেন্স সঙ্গে থাকলে কোনও ঝামেলা ছাড়াই এক বছরের জন্য নিউজিল্যান্ডে গাড়ি চালাতে পারবেন। তবে গাড়ি চালানোর জন্য আপনার বয়স কমপক্ষে ২১ বছর হতে হবে।



Source link