এই দেশগুলিতে গাড়ি চালানোর আগে সাবধান, গতিবেগ ৫০-এ পৌঁছোলেই কাটতে পারে লাখ টাকার চালান!

Spread the love


অনেকেই হয়তো জানেন না যে ভারতীয় ড্রাইভিং লাইসেন্স থাকলে বিদেশেও গাড়ি চালানোর অনুমতি মেলে। তবে হ্যাঁ, সেক্ষেত্রে ভারতীয় লাইসেন্সের পাশাপাশি যে দেশে গাড়ি চালাতে যাচ্ছেন সেই দেশের লাইসেন্সও থাকতে হবে। আবার, শুধু লাইসেন্স থাকলেই চলবে না , সেই দেশে কত গতিতে গাড়ি চালানোর অনুমতি রয়েছে তাও জেনে রাখতে হবে।
কেউ যদি বিদেশে গাড়ি চালানোর কথা ভেবে থাকেন বা ভ্রমণের সময় অস্থায়ী গাড়ি পেয়ে থাকেন, তাহলে আগে জেনে নিন যে, সেই দেশে ঘণ্টায় কত গতিবেগে গাড়ি চালানো যায়। না হলে, উচ্চ গতিতে গাড়ি চালালে লাখ টাকা চালান কাটা যেতে পারে। (All photo credit: pexels.com)

উত্তর আমেরিকা

দ্রুত গতিতে গাড়ি চালালে সবচেয়ে বেশি জরিমানা করা হয় উত্তর আমেরিকায়। এখানকার সর্বোচ্চ চালান হল ওরেগন রাজ্যে। এই রাজ্যে ঘণ্টায় ১৬০ কিলোমিটার বেগে গাড়ি চালানোর জন্য ২,২২,৩৫২ টাকা জরিমানা দিতে হয়। তবে হ্যাঁ, এই মহাদেশে স্বস্তির ব্যাপারও আছে, এখানকার কিউবা শহরটিতে জরিমানা হয় সবচেয়ে কম। এখানে মাত্র ৩০০ টাকার চালান কাটা হয়।

এটি ভারতের সবচেয়ে ছোটো রেলস্টেশন, ৩ কিলোমিটার পথের জন্য যাত্রীদের কোনও খরচ করতে হয় না

বেলজিয়াম

বেলজিয়াম

গাড়ি চালানোর গতিবেগের ক্ষেত্রে বেলজিয়াম খুবই কঠোর। এখানকার নিয়মও খুব কড়া। উল্লেখ্য, এই দেশে ঘণ্টায় ৭২ কিলোমিটার গতিবেগে গাড়ি চালালে ২,৫১,৮৭,০৫৬ টাকা জরিমানা হতে পারে। ইতিমধ্যেই একজন চালকের উপর এই জরিমানা আরোপ করা হয়েছে।

দক্ষিণ আমেরিকা

দক্ষিণ আমেরিকা

জরিমানা আরোপের ক্ষেত্রে দক্ষিণ আমেরিকাও কম নয়। এখানকার আর্জেন্টিনা দেশে অতিরিক্ত গতিবেগে গাড়ি চালানোর জন্য ৪,১৩,১১৬ টাকা জরিমানা করা হয়। শুধু তাই নয়, এই অপরাধে তিন বছরের জেলও হতে পারে। এদিকে আবার আর্জেন্টিনার প্রতিবেশি দেশ প্যারাগুয়েতে বিশ্বের সবচেয়ে কম দামের চালান কাটা হয়। এখানকার রাজপথে ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে , পাকা রাস্তায় ঘণ্টায় ৫০ কিলোমিটার এবং পাথুরে রাস্তায় ঘণ্টায় ৩০ কিলোমিটারের বেশি গতিবেগে গাড়ি চালালে জরিমানা হতে পারে মাত্র ১৪ টাকা।

এ বার কলকাতা থেকে ঢাকা যাবে পৃথিবীর সবচেয়ে বড় ক্রুজ, কী ভাবে করবেন টিকিট বুক, জেনে নিন আজকেই

ইউরোপ

ইউরোপ

অতিরিক্ত গতিতে জরিমানা আরোপের ক্ষেত্রে ইউরোপের কিছু দেশও কম যায় না। সুইজারল্যান্ড এবং ফিনল্যান্ড এই মহাদেশের সবচেয়ে ব্যয়বহুল দেশ। যুক্তরাজ্যে, ড্রাইভার নিজের দোষ স্বীকার করতে না চাইলে, তাঁর বেতন থেকে চালান কেটে নেওয়া হয়। কেই যদি নিজের দোষ স্বীকার করা সত্ত্বেও আদালতে উপস্থিত না হন, তাহলে তাঁকে আরও বেশি জরিমানা করা হয়ে থাকে। জরিমানার ক্ষেত্রে পোল্যান্ড রয়েছে ইউরোপের ৩৪ নম্বরে।

মধ্যপ্রাচ্য ও মধ্য এশিয়া

মধ্যপ্রাচ্য ও মধ্য এশিয়া

মধ্যপ্রাচ্যের লেবাননে সর্বোচ্চ জরিমানা করা হয়। এখানে কেউ যদি ঘণ্টায় ৬০ কিলোমিটার বা তার বেশি গতিতে গাড়ি চালাতে গিয়ে ধরা পড়েন, তাহলে তাঁকে ২,২০,৬৯৮ টাকা জরিমানা করা যেতে পারে। এখানে গাড়ি চালানোর ক্ষেত্রে ছোটখাটো নিয়ম লঙ্ঘনের জন্য সর্বনিম্ন জরিমানা ১৫,০৪৯ টাকা।
সিরিয়ায় স্পিড পেনাল্টি মাত্র কয়েক সেন্ট। জর্ডনে, ঘণ্টায় ৭০ কিলোমিটারের বেশি গতিতে গাড়ি চালালে ৩১,৩৩৯ টাকা জরিমানা সহ দুই থেকে চার মাসের জেল হতে পারে। দুবাইতে ঘণ্টায় ২০ কিলোমিটারের বেশি গতিতে গাড়ি চালালে প্রায় ৬ হাজার জরিমানা হয়। ঘণ্টায় ৩০ কিলোমিটারের বেশি গতিতে গাড়ি চালানোর সময় ১২ হাজার টাকা পর্যন্ত জরিমানা আরোপ করা হতে পারে। একইভাবে প্রতি গতিতে জরিমানা বাড়তে থাকে।



Source link