এই গরমে গোয়া ভ্রমণের সাশ্রয়ী প্যাকেজ আনল IRCTC, দাম শুনেই বেড়াতে যেতে ইচ্ছে করবে

Spread the love


গরমের ছুটি পড়ার সঙ্গে সঙ্গেই বেড়াতে যাওয়ার জন্য মনটা কেমন আনচান করে ওঠে। কিন্তু মন চাইলেও পকেট বাধা দেয়। সত্যি বলতে কী বেড়াতে যেতে গেলে পকেট ভারি থাকতে হয়। আর খরচের কথা উঠলেই বেড়ানোর প্ল্যান অনেক সময় বাতিল হয়ে যায়। এই যেমন গোয়ার কথাই ধরা যাক। গোয়া বেড়াতে যাওয়ার কথা উঠলেই একটা বড় বাজেটের কথা ভাবতে হয়। হাজার ৫০-এক টাকা না থাকলে মন মতো গোয়া ঘোরা যাবে না। তা এত টাকা হঠাৎ করে তো আর খরচ করা সম্ভব নয়। তাই মনের ইচ্ছা মনেই রেখে দিতে হয়। আজ্ঞে না। এবার আর মনের ইচ্ছে মনে রেখে দিয়ে কষ্ট পেতে হবে না। এই গরমে বিন্দাস গোয়া থেকে ঘুরে আসতে পারেন। তাও আবার কম খরচে। গোয়া ভ্রমণের এক সাশ্রয়ী এবং দুর্দান্ত প্যাকেজন এনেছে IRCTC। এই প্যাকেজের মাধ্যমে, আপনি স্বল্প খরচেও সম্পূর্ণ গোয়াকে নিজের মতো করে উপভোগ করতে পারবেন। এই প্যাকেজ সম্পর্কে জেনে নিতে পারেন। (All photo credit: istock.com)

কোথা থেকে শুরু হচ্ছে এই সফর?

ভারতীয় রেলের এই বিশেষ প্যাকেজটি শুরু হবে চণ্ডীগড় বিমানবন্দর থেকে। পর্যটকরা চণ্ডীগড় থেকে সকাল ৭.১৫ টা নাগাদ গোয়ার উদ্দেশ্যে রওনা দেবেন এবং গোয়ায় নামার পর তাঁরা সরাসরি হোটেলে পৌঁছাবেন। সফরের দ্বিতীয় দিনে সকালের জলখাবার খাওয়ার পর পর্যটকরা উত্তর গোয়ার উদ্দেশ্যে রওনা হবেন। এর পরে গোয়ার আগুয়াডা বন্দর, সিঙ্কেরিম বিচ এবং ক্যান্ডোলিম বীচের দর্শনীয় স্থান ভ্রমণ করা হবে। দুপুরের খাবার খেয়ে পর্যটকরা সান্ধ্যকালীন বিনোদনের জন্য যেতে পারেন বগা বিচে।

তৃতীয় দিনের ট্যুর প্ল্যান

তৃতীয় দিনের ট্যুর প্ল্যান

প্যাকেজ অনুযায়ী ভ্রমণের তৃতীয় দিনে, দক্ষিণ গোয়ায় হোটেলে ব্রেকফাস্ট করবেন পর্যটকরা। দক্ষিণ গোয়াতে, পর্যটকদের বন জেসাস চার্চ, ওল্ড গোয়ার ব্যাসিলিকা এবং অ্যাসিসির সেন্ট ফ্রান্সিসের ক্যাথলিক চার্চ দেখানো হবে। এর পর পর্যটকরা মিরামার সমুদ্র সৈকতেও যেতে পারেন। সন্ধ্যায়, পর্যটকরা চাইলে কেনাকাটা বা মান্ডোভি রিভার ক্রুজেও যেতে পারেন।

ট্যুরের চতুর্থ ও পঞ্চম দিন

ট্যুরের চতুর্থ ও পঞ্চম দিন

ট্যুরের চতুর্থ দিনে, হোটেলে সকালের জলখাবারের পরে, পর্যটকরা গোয়ার আশপাশের জায়গাগুলিতে যেতে পারেন। ট্যুরের পঞ্চম দিনে হোটেল থেকে চেক আউট করা হবে এবং তারপর পর্যটকরা গোয়া বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবেন। গোয়া বিমানবন্দর থেকে চণ্ডীগড় যাবেন পর্যটকরা।

সফরে কী কী সুবিধা মিলবে

সফরে কী কী সুবিধা মিলবে

IRCTC-এর এই প্যাকেজটি হবে ৪ রাত ৫ দিনের। গোয়া ভ্রমণের জন্য প্যাকেজের দাম জনপ্রতি ২৭,৮৭৫ টাকা। এই প্যাকেজে পর্যটকদের জন্য বিমান টিকিট, সকালের জলখাবার এবং রাতের খাবার দেওয়া হবে। থাকবে দর্শনীয় স্থান ভ্রমণ, এসি গাড়ি এবং ভ্রমণ বীমার ব্যবস্থাও করা হবে।



Source link