উত্তর পূর্ব ভারতে চলছে ভারত গৌরব ট্যুরিস্ট ট্রেন, আপনি জানেন ট্রেন সম্পর্কে নানা অজানা কথা?

Spread the love


আই আর সি টি সি যাত্রীদের সুবিধার কথা ভেবে নিত্য নৈমিত্তিক নতুন সুযোগ আর সুবিধে নিয়ে আসে। তেমনই নতুন চালু করেছে ভারত গৌরব ট্যুরিস্ট ট্রেন। এই ট্রেন শুধু মাত্র ভারতের একটি বিশেষ অংশের মধ্যেই চলাচল করবে। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির মধ্যে ভারতীয় রেলওয়ের ভারত গৌরব ট্রেন পরিষেবা অসমের গুয়াহাটি, শিবসাগর, ফুরকাটিং এবং কাজিরাঙ্গা, ত্রিপুরার উনাকোটি, আগরতলা এবং উদয়পুর, নাগাল্যান্ডের ডিমাপুর এবং কোহিমা এবং মেঘালয়ের শিলং ও চেরাপুঞ্জির উপর দিয়ে যাতায়াত করবে। আর কী কী সুবিধে রয়েছে এই ট্রেনের, সে বিষয়ে আপনি জানেন কি? তা জানতে গেলে আপনাকে পড়তে হবে এই বিশেষ প্রতিবেদন। (photo credit: irctc@twitter)

কবে শুরু হচ্ছে এই ট্রেন চালু ?

ভারতীয় রেলওয়ে ভারত গৌরব ডিলাক্স এসি ট্যুরিস্ট ট্রেন চালানোর জন্য প্রস্তুত, যা উত্তর পূর্ব অঞ্চলের রাজ্যগুলির উপর দিয়েই শুধু মাত্র যাত্রা করবে। এই ট্রেনটি ২১ মার্চ নয়া দিল্লি থেকে যাত্রা শুরু করেছে এবং মাত্র ১৫ দিনের মধ্যে এই অঞ্চলের বিভিন্ন শহরগুলি অতিক্রম করবে। শহরগুলির মধ্যে রয়েছে অসমের গুয়াহাটি, শিবসাগর, ফুরকাটিং এবং কাজিরাঙ্গা, ত্রিপুরার উনাকোটি, আগরতলা এবং উদয়পুর, নাগাল্যান্ডের ডিমাপুর এবং কোহিমা এবং মেঘালয়ের শিলং এবং চেরাপুঞ্জি। (photo credit: pexels.com)

কোথায় উঠবেন আর কোথায় নামবেন যাত্রীরা ?

কোথায় উঠবেন আর কোথায় নামবেন যাত্রীরা ?

‘ভারত গৌরব ডিলাক্স এসি ট্যুরিস্ট ট্রেন নম্বর ০০৪১২। ২০২৩ সালের ২১ শে মার্চ দিল্লির সফদরজং স্টেশন থেকে দুপুর ৩টে ২০ নাগাদ ছেড়েছে। এই ট্রেনের মধ্যেই দুটি ফাইন ডাইনিং রেস্তোরাঁ এবং একটি কিচেন রয়েছে,’ এমনটাই বলছন এন এফ রেলওয়ের সি পি আ রও সব্যসাচী দে। আধিকারিক এর সঙ্গে আরও যোগ করেছেন যে, পর্যটকরা গাজিয়াবাদ, আলিগড়, টুন্ডলা, ইটাওয়া, কানপুর এবং লখনউ স্টেশন থেকে উঠতে এবং নিজের প্রয়োজন মতো নামতেও পারেন। (photo credit: pexels.com)

কী কী দেখার সুযোগ থাকছে এই ট্রেনে ?

কী কী দেখার সুযোগ থাকছে এই ট্রেনে ?

উত্তর পূর্বে ভারতে ১৫ দিনের সফরে এখানে একটি ১০ টি জায়গা দেখার সুযোগ রয়েছে। ১৪ রাত এবং ১৫ দিনেরও বেশি সময় ধরে এই ট্রেনের প্রথম স্টপ ২০২৩ সালের ২৩ মার্চ হবে গুয়াহাটিতে। সেখানে পর্যটকরা কামাখ্যা মন্দির এবং তার পরে উমানন্দ মন্দির দেখবেন ও ব্রহ্মপুত্রের উপর একটি ক্রুজ পরিদর্শন করবেন যেখানে থেকে সূর্যাস্তের মনোরম দৃশ্য উপভোগ করতে পারবেন। ২৫ মার্চ নাহারলাগুন রেলওয়ে স্টেশনে পৌঁছানোর জন্য রাতারাতি যাত্রা শুরু করবে, যা পরবর্তী গন্তব্য অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগর থেকে ৩০ কিলো মিটার দূরে। এর পরের শহরটি হল শিবসাগর। ২৬ মার্চ অসমের পূর্ব অংশে আহোম রাজ্যের পুরনো রাজধানীতে পৌঁছবে। শিবসাগরের বিখ্যাত শিভাদোল সহ অন্যান্য ঐতিহ্যবাহী স্থানগুলির পাশাপাশি ভ্রমণপথের একটি অংশ। (photo credit: pexels.com)

চা বাগান থেকে জাতীয় উদ্যান… দেখার মতো থাকছে অনেক কিছুই

চা বাগান থেকে জাতীয় উদ্যান… দেখার মতো থাকছে অনেক কিছুই

এর পাশাপাশি জোরহাটের চা বাগান এবং কাজিরাঙ্গায় রাত্রি যাপনের পরে কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে একটি ভোরের জঙ্গল সাফারি পর্যটকরা করতে পারেন। এন এফ রেলওয়ের সি পি আর ও আরও জানিয়েছেন যে, ভারত গৌরব ডিলাক্স এসি ট্যুরিস্ট ট্রেনটি ২৭ মার্চ ফুরকাটিং রেলওয়ে স্টেশন থেকে ত্রিপুরার উদ্দেশ্যে ছেড়ে যাবে যেখানে বিখ্যাত উজ্জয়ন্ত প্রাসাদ সহ উনাকোটি এবং আগরতলার বিখ্যাত ঐতিহ্যবাহী স্থানের দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখতে পাবেন পর্যটকরা। পরের দিন উদয়পুরের নীরমহল প্রাসাদ এবং ত্রিপুরা সুন্দরী মন্দির ভ্রমণসূচিতে অন্তর্ভুক্ত করা হবে। (photo credit: pexels.com)

আর কোন কোন জায়গা ঘুরে দেখার সুযোগ থাকছে ?

আর কোন কোন জায়গা ঘুরে দেখার সুযোগ থাকছে ?

এর পরের ধাপে ২৯ মার্চ ট্রেনটি নাগাল্যান্ড রাজ্যে যাওয়ার জন্য ডিমাপুরের উদ্দেশ্যে রওনা হবে। ডিমাপুর স্টেশন থেকে পর্যটকদের স্থানীয় সাইটগুলি দেখার জন্য বাসে করে কোহিমায় নিয়ে যাওয়া হবে। ট্যুরিস্ট ট্রেনের চূড়ান্ত যাত্রা ১ এপ্রিল, ২০২৩ তারিখে গুয়াহাটিতে হবে। পর্যটকদেরকে সড়ক পথে মেঘালয়ের রাজধানী শহর শিলং-এ নিয়ে যাওয়া হবে। যাওয়ার পথে রাজকীয় উমিয়াম লেকে একটি পিট স্টপ দেওয়া হবে বলেও সূত্র মারফত খবর। এর পরের দিনটি পূর্ব খাসি পাহাড়ে অবস্থিত চেরাপুঞ্জিতে ভ্রমণের মাধ্যমে শুরু হয়। শিলং পিক, এলিফ্যান্ট ফলস, নাওখালিকাই ফলস এবং মাওসমাই গুহা দিনের দর্শনীয় স্থানগুলির তালিকায় রয়েছে। (photo credit: istock.com)

যাত্রীরা ফিরবেন ঠিক কবে ?

যাত্রীরা ফিরবেন ঠিক কবে ?

সব শেষে চেরাপুঞ্জি থেকে পর্যটকরা ২০২৩ সালের ২ এপ্রিল ফিরতি ট্রেন যাত্রার জন্য ট্রেনে চড়ে গুয়াহাটি স্টেশনে ফিরে যাবেন। ৪ এপ্রিল দিল্লির সাফদারজং স্টেশনে ট্রেন পৌঁছবে দুপুর দেড়টা নাগাদ। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ট্রেনটিতে তিন ধরনের থাকার ব্যবস্থা রয়েছে। যেমন এ সি ওয়ান, এ সি টু এবং এ সি থ্রি। ট্রেনটিতে সিসিটিভি ক্যামেরা, ইলেকট্রনিক সেফ এবং প্রতিটি কোচের জন্য নিযুক্ত নিবেদিত নিরাপত্তা রক্ষীর মতো নিরাপত্তা সংক্রান্ত সমস্ত দিকে খেয়াল রেখেছে ভারতীয় রেল। (photo credit: istock.com)

এ যাত্রা যে নিঃসন্দেহে মনোরঞ্জনকারী হবে, সে কথা আর আলাদা করে বলে দিতে হয় না।



Source link