উত্তর-পূর্বের এই পাঁচ অফবিট হিল স্টেশন দারুণ পরিচ্ছন্ন, সেখানে ভিড়ের চিহ্ন মাত্র নেই

Spread the love


গরমে বেড়াতে যাওয়া মানেই পাহাড়, কুয়াশা, ঠান্ডা বাতাস আর ধোঁয়া ওঠা স্যুপ। ভাগ্য ভালো থাকলে বরফ বা তুষার। পাহাড়িয়া পর্যটন কেন্দ্রের অপশন রয়েছে প্রচুর। তবে উত্তর পূর্ব ভারতের কথাই আলাদা। প্রকৃতি দেবী যেন নিজের আশীর্বাদ উজার করে দিয়েছেন দেশের এই অংশটিতে। এই অংশিকে অনেকে দেশের রত্ন বলে থাকেন। আর বলা বাহুল্য কাউকে বিশেষ বিরক্ত না করেই এই অংশের বাসিন্দারা নিজের মতো করেই জীবন যাপন করেন। এর প্রাকৃতিক সৌন্দর্য যেমন ভাষায় প্রকাশ করা যায় না তেমনই অপূর্ব সুন্দর এখানকার পরিবেশ, চা বাগান, সংস্কৃতি, লোকজন আর দর্শণীয় স্থান।
আমাদের দেশের অফবিট স্থানগুলির মধ্যে অন্যতম উত্তর-পূর্বের বিভিন্ন শৈল শহর। আজকাল পর্যটকদের মধ্যে উত্তর পূর্ব ভারত ভ্রমণের প্রবণতা অনেকটাই বেড়েছে। দেশের অন্যান্য স্থানের তুলনায় এই অংশ অনেকটাই নিরিবিলি। আর এই নির্জনতার কারণেই এই স্থানগুলি অত্যন্ত পরিচ্ছন্ন। এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম, বিশ্বের সবচেয়ে আর্দ্র স্থান এই উত্তর-পূর্ব ভারতেই অবস্থিত। এখানকার প্রাণী জগতেরও কোনও তুলনা হয় না। পূর্ব হিমালয়ের পর্বতের সঙ্গে সারিবদ্ধ সুরম্য চা বাগান, সারা বছর ধরে চলতে থাকা রঙিন ঐতিহ্যবাহী উৎসব, আর আলাপচারি বাসিন্দারাই এখানকার প্রধান আকর্ষণ।
উত্তর-পূর্ব ভারতের এই অফবিট পাহাড়ি স্থানগুলি থেকে সময় করে ঘুরে আসতে পারেন। (All photo credit: istock.com)

জিরো (অরুণাচল প্রদেশ)

অফবিট জায়গা যাঁরা ভালোবাসেন তাঁদের অরুণাচলের জিরো ভ্যালি গ্রামটি বেশ ভালো লাগবে। ইটানগর থেকে জিরো-তে যাওয়ার গাড়ি পাবেন। সেখানে গেলে দেখা হবে আপতনি আদিবাসীদের সঙ্গে। এই গ্রামের ঘন অরণ্য, বাঁশ বাগান এবং ধানের খেত আমাদের দেশের আর পাঁচটা গ্রামের চেয়ে অনেকটাই আলাদা। খাবার কিংবা পানীয়ের জন্য গ্রামেরই কোনও পরিবারের কাছে অনুরোধ জানাতে পারেন। অর্থের বিনিময়ে দারুণ সব পাহাড়ি পদ জিভকে শান্তি দেবে। জিরোর সংগীত উৎসব বিশ্ববিখ্যাত। জিরো ভ্রমণের সেরা সময় মার্চ থেকে অক্টোবর মাস।

হাফলং (অসম)

হাফলং (অসম)

অসমের অন্যতম জনপ্রিয় পর্যটন স্থল হল হাফলং পাহাড়। গরমে এখানকার আবহাওয়া অত্যন্ত মনোরম থাকে। হাফলং অ্যাডভেঞ্চারপ্রেমীদের কাছে যেন স্বর্গরাজ্য। ট্রেকিং, প্যারাগ্লাইডিং সহ নানা অ্যাডভেঞ্চার বিনোদনের ব্যবস্থা রযেছে এখানে। পাহাড় জুড়ে শুধু সবুজ গাছপালা। বরাক নদীর উপত্যকার এই পাহাড়ি শহরের রয়েছে অসংখ্য অনন্য প্রজাতির অর্কিড, নীল পাহাড় এবং বেশ কয়েকটি প্রাচীন উপজাতির বাড়ি। হাফলং অসমের একমাত্র পাহাড়ি স্টেশন। বোরাইল পর্বতমালার মধ্যে অবস্থিত বিখ্যাত হাফলং হ্রদ, চমৎকার জলপ্রপাত, রহস্যময় জাটিঙ্কা গ্রামের পাখি দর্শন, মাইবং সংস্কৃতি, মনোরম আবহাওয়া এবং ঐতিহাসিকভাবে ভবনগুলি উত্তর-পূর্ব ভারতের অন্যতম সেরা স্থান।

শিলং (মেঘালয়)

শিলং (মেঘালয়)

শিলং-এর ট্রিপ হল তালিকায় প্রথমেই আসে যদি কেউ উত্তর-পূর্ব ভারত সফরের জন্য প্রস্তুতি নেয়। ‘প্রাচ্যের স্কটল্যান্ড’ নামে জনপ্রিয়, শিলং হল মেঘালয়ের রাজধানী, ভারতের অন্যতম সুন্দর উত্তর-পূর্ব রাজ্য। অত্যাশ্চর্য প্রাকৃতিক দৃশ্য, দুর্দান্ত জলপ্রপাত, স্ফটিক স্বচ্ছ জলের হ্রদ এবং রঙিন বাজারের জন্য বিচিত্র হিল স্টেশনটি নিঃসন্দেহে প্রকৃতি প্রেমীদের জন্য একটি স্বর্গ। তাছাড়া, প্রকৃতির নিজস্ব বিস্ময় – লিভিং রুট ব্রিজ, এবং এশিয়ার সবচেয়ে পরিষ্কার গ্রাম এই হিল স্টেশনটিকে সারা বিশ্বের ভ্রমণকারীদের মধ্যে আরও জনপ্রিয় করে তুলেছে।
শিলং ভ্রমণের সেরা সময়: মার্চ থেকে জুন

চান্দেল (মণিপুর)

চান্দেল (মণিপুর)

ভারতের রত্ননগরী মণিপুরের চান্দেল একটি ছোটো পাহাড়ি গ্রাম। ২০ টিরও বেশি প্রাচীন উপজাতির আবাসস্থল এই গ্রামটি। ভারত ও মায়ানমারের আন্তর্জাতিক সীমান্ত বরাবর কৌশলগত অবস্থানের কারণে, চান্দেলকে ‘মায়ানমারের প্রবেশদ্বার’ও বলা হয়। মনোরম পাহাড়ি দৃশ্য ছাড়াও, উপজাতিদেরর লোভনীয় শিল্প ফর্ম, তাদের অনন্য নৃত্য-গীত, খাবার সহ অভিনব অনেক কিছুই উপভোগ করতে পারবেন পর্যটকরা। চান্দেল দেখার সেরা সময় অক্টোবর থেকে মার্চ মাস।

পেলিং (সিকিম)

পেলিং (সিকিম)

বছরের যে কোনও সময়েই সিকিমের পেলিং ঘোরার একটা আলাদা রোমাঞ্চ আছে। পেলিং এমনিতে বেশ শান্তশিষ্ট একটি শহর। সুউচ্চ পর্বত, সবুজ বনানী, পাহাড়ি নদী, ঠান্ডা আবহাওয়া, সাদা তুষার আর পরিষ্কার স্বচ্ছ আকাশের নীচে সঙ্গী কিংবা সঙ্গিনীকে নিয়ে বেড়াতে অসাধারণ লাগে। নিউ জলপাইগুড়ি স্টেশন বা বাগডোগরা বিমানবন্দর থেকে পেলিং যাওয়ার গাড়ি পাওয়া যায়। পেলিং থেকে কাঞ্জনজঙ্ঘার সৌন্দর্য অসাধারণ। কাঞ্চনজঙ্ঘা জলপ্রপাত, খেচিপেরি হ্রদ, সিংসোর সেতু ঘুরে আসুন। পেলিং থেকেই ঘুরে আসতে পারেন ইয়ংথামে। পাহাড়ি গ্রামবাসীদের সঙ্গে সময় কাটাতে দারুণ লাগবে। একদিন ঘুরে আসুন পেলিং স্কাইওয়াক থেকে। আজীবন স্মরণীয় হয়ে থাকবে এই অভিজ্ঞতা।



Source link