শুনলে অবাক হবেন যে, এই দেশে একটিও মসজিদ নেই। এদেশে অনেক হিন্দু ও বৌদ্ধ মন্দির দেখতে পাওয়া যায়। কিন্তু একটি মসজিদও দেখতে পাবেন না। হয়তো ভাবছেন যে এখানে কোনও মুসলমান থাকে না। না তা নয়। এখানে কয়েক হাজার ইসলাম ধর্মাবলম্বী নাগরিক রয়েছেন। তাঁরা সেখানে একটি মসজিদ নির্মাণের জন্য সরকারের কাছে অনুমতি চেয়েছিল। কিন্তু এখনও সেই অনুমতি মেলেনি। (All photo credit: pexels.com)
ভুটানের জনসংখ্যা
ভুটানের মোট জনসংখ্যা প্রায় সাড়ে সাত লক্ষ। এখানকার মানুষদের মধ্যে সবচেয়ে রয়েছেন বৌদ্ধ ধর্মাবলম্বী। দ্বিতীয় স্থানে রযেছেন হিন্দু ধর্মাবলম্বীরা। এদেশে বৌদ্ধ, হিন্দু সহ একাধিক ধর্মীয় স্থান পাবেন অবশ্য দেখা যায়।
খ্রিস্টানরাও চার্চের অনুমতি পায়নি

দীর্ঘদিন ধরে ভুটানে মসজিদ নির্মাণের দাবি ছিল। কিন্তু সরকার তা অনুমোদন করেনি। অন্যদিকে খ্রিস্টান ধর্মাবলম্বীদেরও ভুটান সরকার কোনও গির্জা নির্মাণের অনুমতি দেয়নি।
এদেশে অবশ্য নামাজ পড়তে পারবেন

মুসলিম পর্যটকরা এখানে এলে তাঁদের নামাজ পড়ার জন্য বুমথাংয়ে একটি ছোট নামাজ ঘর তৈরি করা হয়েছে। মুসলিম, শিখ এবং খ্রিস্টানরা এখানে তিনটি আলাদা কক্ষে প্রার্থনা করতে পারেন। আবার পর্যটক চাইলে নিজের হোটেলের ঘরেও নামাজ পড়তে পারেন।
হিন্দু মন্দিরে কোনও দেব-দেবীর মূর্তি নেই

ভুটানের রাজধানী থিম্পুতে একটি বড় হিন্দু মন্দির রয়েছে। তবে মজার ব্যাপার হল, এতে হিন্দু দেবতার কোনও মূর্তি নেই। ভুটানের হিন্দুরা সাধারণত গণেশ এবং দুর্গা পূজা করে থাকেন।